| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুক্ষণ।
প্লায়ার্সটা তাকে চাপ দিয়ে ধরে রাখে।
সে আর শব্দ করে না।
পা’দুটো প্রথমে অস্থিরভাবে নড়ে।
পরে স্থির হয়।
ঘড়ির সেকেন্ডের কাঁটাটা শুধু নড়তে থাকে বিশ্রী শব্দ করে।
একসময় প্লায়ার্সটা ছেড়ে দেয়।
হুক করে... যেন ছুঁড়ে ফেলে দেয় তাকে।
নিজেকে শান্ত মনে হয় তার।
আরও কিছুক্ষণ।
সে শুয়ে থাকে। নিথর। নিশব্দ।
নিজেকে অনুভূতিশূন্য মনে হয়।
বুকের বাঁপাশটা অকেজো মনে হয় তার।
যেন কিছু নেই সেখানে।
কোনকালে ছিল না যেন।
তার স্বাভাবিক চেতনা ফিরে আসে।
পিপাসাবোধ হয়।
সে ওঠে।
মাথাটা ভারী মনে হয় তার।
মশারি ফাঁক করে সে বিছানা থেকে নামে।
হাতড়ে হাতড়ে সুইচবোর্ড খোঁজে।
বাতি জ্বালায়।
ঘড়িতে সময় দেখে।
আগে এ সময়ে ওর সাথে কথা বলত সে।
রাত জেগে।
তার বুকে কোন অনুভূতি তৈরি হয় না।
নিজেকে অনুভূতিশূন্য মনে হয়।
মাথাটা ভারী লাগে।
ফ্রিজ থেকে সে ঠান্ডা পানির বোতল বের করে।
গ্লাসে মেশায়।
পানির স্বাদটা অনুভব করার চেষ্টা করে।
শান্ত লাগে নিজেকে।
ওর মুখটা মনে হয় একবার।
না, এখন সে ঘুমাবে।
আর কিছু ভাববে না ও।
আজ রাতে না।
মুখটা কিছুক্ষণ ভেসে থাকে। তার মাথায় যন্ত্রণাবোধ হয়।
সে এড়িয়ে যায়।
এলোমেলো বিছানার চাদর টেনে ঠিক করে।
মনে মনে ঘুমকে ডাকতে ডাকতে বাতি নিভিয়ে শুয়ে পড়ে সে।
চুপচাপ।
নিথর। নিশব্দ।
সেকেন্ডের কাঁটাটা শুধু নড়তে থাকে বিশ্রী শব্দ করে।
একসময় ঘুমিয়ে পড়ে মিশু।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ ভোর ৫:০১
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: o accha.