| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা দু’জন খাচ্ছে।
কথা বলছে।
হাসছে ফাঁকে ফাঁকে।
মাঝে মাঝে হেসে গড়িয়ে পড়ছে।
মেয়েটা।
ছেলেটা মজা পাচ্ছে দেখে।
রাত।
রেস্টুরেন্ট।
অদ্ভুত সময় কাটছে ওদের।
খেতে খেতে গল্প করছে।
ওরা দু’জন।
ঘনিষ্ঠ ভঙ্গিতে।
জাঁকালো কৃত্রিম আলো এসে পড়েছে ওদের মুখে।
সে আলোয় কথা বলছে ওরা।
আলোর কথা।
স্বপ্নের কথা।
সম্ভাবনার কথা।
আর কুয়াশায় ভেজা খেজুরের রসের মত...
মিষ্টি প্রেমের কথা।
‘জানো, আজ সারাদিন তোমাকে মিস করেছি খুব।’
‘তাই?’
‘হুঁ। কাজ ছিল না কোন। ঘরে বসে থাকতে ভাল লাগছিল না।’
‘বই পড়তে?’
‘তোমার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছিল। তোমাকে ফোন দিলাম। ধরলে না। খারাপ লাগছিল।’
‘অফিসে কাজের চাপ ছিল আজ... এখন তো ভাল লাগছে?’
‘হুঁ।’
‘গুড। তাহলে আমাকে চুমু দাও।’
‘যাহ্ ফাজিল।’
খোঁচা দেবার ভঙ্গি করে মেয়েটা।
কাঁটাচামচ দিয়ে।
পরমুহূর্তে হেসে ওঠে।
কি যেন বলে আরও।
শোনা যায় না।
যেন অন্য কোন গ্রহে হারিয়ে যায় কথাগুলো।
দূরবর্তী কোন গ্রহে।
যে গ্রহে পৌঁছবার স্বপ্ন দেখে মানুষ।
সব মানুষ পারে না।
রাত।
রেস্টুরেন্ট।
জাঁকালো আলো। ভয়াল। কৃত্রিম।
খেতে খেতে গল্প করছে ওরা।
ওরা দু’জন।
জোহান।
রোক্সানা।
মাঝে মাঝে হেসে গড়িয়ে পড়ছে।
মেয়েটা।
বিষাক্ত সাপের মত মেয়েটা!
রোক্সানা রহমান!!
***
একঝাঁক সুই এসে বিঁধছে তার চোখে।
যেন অবশ, যেন অন্ধ করে দিতে চাইছে তাকে।
চিরতরে।
যেন ঠেলে দিতে চাইছে অতল অন্ধকারে।
একঝাঁক আলো।
একঝাঁক সুই-সুই আলোকরশ্মি।
মস্তিষ্কে সরাসরি এসে বিঁধে রক্তাক্ত করে তোলে তাকে।
দৃষ্টি ঝাপসা লাগতে থাকে তার। অন্য কোন গ্রহে হারিয়ে যেতে থাকে সবকিছু।
দূরবর্তী কোন গ্রহে।
অনেক আলোকবর্ষ দূরে।
সে থই পায় না।
তার সবকিছু অদৃশ্য হয়ে যেতে থাকে চোখের সামনে থেকে।
হঠাৎ নিবিড় চুমুর মত মায়াবি অতি পরিচিত একটা কণ্ঠস্বর ডাকে, ‘মিশু।’
©somewhere in net ltd.