নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনাই সুন্দর; কল্পনা ইজ ওয়ান্ডারফুল\nএকা থাকি, লিখি... লেখার মাঝে নিজেকে খুঁজি। শব্দের শহরে খালি পায়ে হেঁটে বেড়াই... দুনিয়াদারি ভাল লাগে না। ওয়ান্ডারফুল লাগে না। “কল্পনাই সুন্দর, বাস্তবের বেল নাই”- এইরকম একটা ভাব ধরার চেষ্টা করি। বই পড়া আর ল

এম. এ. হায়দার

এম. এ. হায়দার › বিস্তারিত পোস্টঃ

করাতের রাত (রাত-৪, গল্প-১, পর্ব-৪)

১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৪

সাতটা মায়ার কলস যেন উল্টে যায় তার বুকের ভেতর।

আর ভিজিয়ে তোলে...

তুমুল ভিজিয়ে তোলে।

তার ভেতরটা।

কান্নার মত... যেন হু হু করে ওঠে সারা পৃথিবী।



সে মন্ত্রমুগ্ধের মত এগিয়ে যায়।

মায়াবী কণ্ঠটার দিকে।

একটা চেয়ার টেনে নিয়ে বসে।



আর তা দেখেই যেন... হাসতে থাকে ওরা দু’জন।

একে অন্যের দিকে তাকিয়ে।

হো হো করে হেসে ওঠে।

ওরা।

ওদের হাসির শব্দ কাঁচের মত ঝনঝন করতে থাকে।

আর তার মনে হয়, গোটা পৃথিবী চুরমার হয়ে যাচ্ছে।



তারপর।

কিছু সময় পর।

মায়াবী মুখটা তাকায় ওর দিকে।

হাসির দমক থামিয়ে।

শান্ত চোখে।



সেই চোখের দিকে তাকিয়ে শূন্য মনে হয় সবকিছু। ডুবে মরতে ইচ্ছে করে সেই চোখের ভেতর।

ভেজা বুক পেট্রোলের মত জ্বালা করে ওঠে তার।



শান্ত চোখ কিছু দেখে না। দেখেও।

শুধু বলে, ‘কিছু খাও?’



আর সাপটা হিসহিস করতে থাকে পাশে বসে।

যেন রসিকতা করে কোন।

যেন রসিকতা করার চেষ্টা করে।

বিশ্রী গলায় বলে, ‘মিশু, বিষ খাবে?’



একে অন্যের দিকে তাকায় ওরা।

হেসে ওঠে।

ঝনঝন করতে থাকে সারা পৃথিবী।

তার ইচ্ছা করে, পালিয়ে যায়। দৌড়ে সরে যায় সেখান থেকে।

অথচ সে পা নাড়াতে পারে না।

দেখতে থাকে সম্মোহিতের মত।



সাপটা চামচ তুলে ধরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.