![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
ইদানিং কোন কারণে / অকারণেই নাকি অনেকের মন খারাপ থাকে !! কি আজিব দুনিয়া !!! আসুন তাহলে দেখে নেই যে মন খারাপ থাকলে কার কেমন ফেইসবুক স্ট্যাটাস হয় -
• মনটা আজকে খুব খারাপ । বুঝতে পারছি না কি করব !!
• দুনিয়াদারি আর ভাল লাগে না !!!
• আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও । আমার এখানে আর ভাল লাগে না
• আজকে জানটুস পাখিটার সাথে চরম ঝগড়া করেছি । খুব মন খারাপ
লাগছে । ফোন ও বন্ধ পাচ্ছি ওর ।
• ছাদ এ যেয়ে নিচে লাফ মারতে মন চাইছে । ভাল লাগছে না কিছুই ।
• বন্ধুরা তোমরা কি বলতে পার - ভদকা কথায় পাওয়া যায় ? আমি
কিনবো ?
• আজকে সারাদিন ভদকা খেয়েছি । চরম জিনিস !
• সে কেন যে আসে না কিছুই ভাল লাগে না ।
• উফফফফফফফ... খুব মিস করছি আমার জানটাকে । সে এখন
আমেরিকায় ।
• নিজের হাত কেটে ফেলেছি নিজেই ।
• মনটা কেমন জানি হাল্কা হাল্কা লাগছে । অদ্ভুত এক অনুভূতি ।
• আম্মা আজকে চরম বকা দিয়েছে । কিছু ভাল লাগছে না ।
• এখন রাত ৩ টা । বিছানায় বসে কাদছি । কেন জানি মনটা খুব ভারী
ভারী লাগছে ।
• কানতে মন চাইছে । কিন্তু কান্না আসছে না ।
• কি আজব !!! কি সুন্দর একটা বিকেল ওর সাথে কাটানোর পর এখন
মনে হচ্ছে আমি খুব একা । ধুর !!!
• আমি কি বুড়িয়ে গিয়েছি ?? এটা ভাবতে ভাবতেই গতকাল রাত পার
করেছি ।
• আজকে নিজেকে আয়নাতে দেখেই অবাক লেগেছে নিজের কাছেই !! ও
আল্লাহ এ কি দেখলাম !!! আমি দেখি আগের থেকে অনেক মোটা হয়েছি
!!! হাহাহা
• বন্ধুরা, কালো হওয়াটা কি অপরাধ ? আমার কি দোষ বল ?
• আজকের ক্যান্টিন এর খাবার তা পচা ছিল । ধুর !! পেট তা কেমন জানি
এখন বিদ্রোহ করছে । মনটাই খারাপ হয়ে গেল ।
• আহ !! কি সুন্দর বৃষ্টি !! আকাশ আজ আমার মত বড় অভিমান করেছে ।
• কি কিনে আনলাম এটা । ঈদ এর ড্রেসটা ভালই হল না এবার । ধুর !!!
মন কে বুঝাতে পারছি না ।
• মন খারাপ থাকলে কখনও কারও সামনে কাদবে না । এতে তোমার
অক্ষমতা অন্যের কাছে প্রকাশ পেয়ে যাবে ।
• আজকে রাতে বার এ যাব । বন্ধুরা বল দেখি কোনটার টেস্ট সবচেয়ে বেশি
?
• সে নাকি আমাকে ভালবাসে না !! তাহলে এতদিন এটা কি ছিল ? নাহ !!
আর সইতে পারছি না ......... মন আজ আমার বিক্ষিপ্ত !
এরকম হাজারো বিচিত্র স্ট্যাটাস দেখা যায় ফেইসবুক এ । সময় যত গড়াতে থাকবে ততই আরো অনেক ভিন্ন ধাচের স্ট্যাটাস আসবে এটা বলাই যায় ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
গুরুজী বলেছেন: খালি পিডাইতে মনচায়
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫০
মাহবু১৫৪ বলেছেন:
৩| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৮
অহন_৮০ বলেছেন: খালি পিডাইতে মনচায়
ঠিক কইছেন
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
মাহবু১৫৪ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
ব্যাড সেক্টর বলেছেন: ভালোতো