![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
গত পোস্টে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডা আসার জন্য দরকারি কিছু টিপস দিয়েছিলাম।
স্টুডেন্ট ভিসা নিয়ে যারা কানাডা আসতে চান তাদের জন্য কিছু টিপস
অনেক ব্লগার আমাকে মেইল করে কিংবা ব্লগে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তাই এইবার সবার কথা চিন্তা করে আরো কিছু টিপস দিচ্ছি।
১। আগে ঠিক করুন আপনি কি করতে যেতে যাচ্ছেন কানাডা। মাষ্টার্স নাকি ডিপ্লোমা? কয় বছরের কোর্স করতে যেতে চান। এখানে বলে রাখা ভাল যে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট প্রোগ্রামের জন্য বাংলাদেশ থেকে ভিসা সাধারণত দেয়া হয় না। মূলত এগুলো লং প্রোগ্রাম নয় বলেই হয়তো এমন। তবে আপনি যদি মাষ্টার্স প্রোগ্রামের জন্য আসেন তাহলে ২ বছরের জন্য আসলেই ভাল। সাধারণত কানাডায় মাষ্টার্স ২ বছর মেয়াদী। আর তাই ভেবে চিন্তে ডিসিশন নিন।
২। এইবার আসি বিশ্ববিদ্যালয় / কলেজ নির্বাচন প্রসঙ্গে। এখানে আপনাকে অবশ্যই প্রভিন্স এবং শহর দুটোকেই প্রাধান্য দিতে হবে। তবে ১ টা কথা মাথায় রাখবেন যে হয়ত আপনি কোন প্রভিন্সেই আপনার মনের মত শতভাগ কিছু পাবেন না। হয়ত দেখা যাবে আপনি যেই সাবজেক্টে পড়তে যেতে চান সেই সাবজেক্টে পড়ার খরচ অনেক বেশি। কিংবা যেই প্রভিন্স এ যেতে চান সেখানে আপনার যাওয়ার ইচ্ছে নেই। তাই বলে হতাশ হবেন না। এসব নিয়ে চিন্তা না করাই ভাল।
http://uwaterloo.ca/canu/
এই ওয়েব সাইটিটি আমার অনেক কাজে দিয়েছিল। এখান থেকে কানাডার যত প্রভিন্স আর শহর আছে সব গুলোর লিস্ট পাবেন সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় / কলেজ এর নাম আছে। একটা একটা করে দেখতে পারবেন।
৩। এই লিংকে আপনি পাবেন কানাডার সেরা বিশ্ববিদ্যালয় / কলেজ এর নাম।
http://www.4icu.org/ca/
৪। এইবার আসি বিশ্ববিদ্যালয় / কলেজ নির্বাচন এর পর কি করবেন সেই প্রসঙ্গে। যেই বিশ্ববিদ্যালয় / কলেজ নির্বাচন আপনি করেছেন সেই বিশ্ববিদ্যালয় / কলেজ এর ওয়েব সাইটটি ভাল করে ঘাটুন। তারা কি কি চাচ্ছে আর আপনার কি কি আছে সব মিলিয়ে দেখুন। যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তাদের সরাসরি ফোন করুন নয়তো মেইল করে জিজ্ঞেস করুন।
৫। এখানে বলে রাখা ভাল কানাডার বেশিরভাগ বিশ্ববিদ্যালয় / কলেজ এখন IELTS , GMAT ২ টাই চাচ্ছে। আর এতে মিনিমাম স্কোর 6.50 চাচ্ছে তারা। কলেজ গুলোতেও এর ব্যতিক্রম নয়। জিম্যাটে ভাল স্কোর থাকা বাধ্যতামূলক। এর এসবে ভাল স্কোর থাকলে আপনি স্কলারশিপের জন্য আবেদন ও করতে পারেন।
৬। তবে আপনার ভাগ্য যদি ভাল হয় তাহলে আপনি IELTS , GMAT না করেও এ থেকে অব্যাহতি পেতে পারেন। আর তাই এই সুবিধা আপনি পাবেন কি না তার জন্য আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় / কলেজ এর ওয়েব সাইট আদ্যপান্ত ঘাটাঘাটি করতে হবে। এটা নির্ভর করবে আপনি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন তার উপর।
৭। ধরে নিলাম আপনার বিশ্ববিদ্যালয় নির্বাচন শেষ হয়েছে। এইবার আপনি এর পরের ধাপে। আপনি যেই প্রোগ্রাম নির্বাচন করেছেন সেই প্রোগ্রামের অ্যাডভাইজার / ডিনকে মেইল করুন। উনাদের জানান আপনার পড়ার আগ্রহের কথা। আমার নিজের অভিজ্ঞতার আলোক বলতে পারি তারা আপনার একটা মেইল পেয়েই যে উত্তর দিয়ে দিবে এমনটি ভাবা বোকামী। আপনি তাই তাদের একটা মেইল দেয়ার পর ২/৩ দিন অপেক্ষা করে আবার মেইল পাঠান। দেখা যাবে যে আপনি ২০ টা মেইল দিলে তারা আপনাকে ১ / ২ টা মেইলের উত্তর দিবে। তাদের কাছে মেইল করে আপনি উক্ত প্রোগ্রামের আদ্যপান্ত জেনে নিন। তারা আপনাকে তাদের সাধ্যমত চেষ্টা করে যাবেন।
৮। এইবারের ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং। আপনার ইচ্ছে সামার (মে – আগস্ট) সেশন ধরার। আর আপনি যদি ডিসেম্বর / জানুয়ারিতে সব কাগজপত্র জমা দেন তাহলে ধরে নিন আপনি সামার সেশন ধরতে পারবেন না। নিজের অভিজ্ঞতার আলোকে বলতে পারি আমিও সব প্রসেস করে জমা দিতে দিতে ডিসেম্বরের প্রায় পুরো সময়টা চলে গিয়েছিল। যদিও আমি আস্তে আস্তে করে পাঠাচ্ছিলাম তাদের। হাতে সব কাগজপত্র আসতে আমার দেরি হচ্ছিল। এর ফলে আমি সামার সেশন ধরতে পারি নি। তারা আমাকে অফার লেটার পাঠিয়েছিল ৩ মাস পর।
যাই হোক, কমপক্ষে ৬/৭ মাস আপনার হাতে রেখে তারপর সব কাগজপত্র পাঠান। মনে রাখবেন বাংলাদেশ থেকে ভিসা পেতে আপনার প্রায় ২ মাস সময় লাগবে। আর তাই অফার লেটার আপনার হাতে আসার ১ সপ্তাহের মধ্যেই ভিসার কাগজপত্র জমা দেয়াটা ভাল।
৯। এইবার আসি ভিসার পাওয়ার জন্য আপনি কোথায় যাবেন।
http://www.vfs-canada.com.bd/wheretoapply.aspx
এই ওয়েব সাইটে আপনি যাবতীয় তথ্য পাবেন। প্রয়োজনে তাদের ফোন করে কিংবা অফিসে যেয়ে বিস্তারিত জেনে আসুন। তারা আপনাকে লেটেস্ট তথ্য দিয়ে সহায়তা করবেন।
১০। কানাডাতে যদি আপনার কোন আত্মীয় বা ভাই / বোন কেউ থাকে তাহলে তাদেরকে আপনি স্পন্সর হিসেবে দেখাবেন না। এতে করে কানাডার ভিসা পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে (নিজের অভিজ্ঞতার আলোকে)।
১১। যিনি আপনাকে স্পন্সর করবেন উনার চাকরি / ব্যবসা সঙ্গক্রান্ত যাবতীয় তথ্য, জমি জমার হিসেব, ব্যাংক ব্যা্লেন্স, ব্যাংক স্টেটমেন্ট এসগুলো আপনার ভিসা প্রসেস করতে লাগবে। আপনার প্রোগ্রাম যদি ২ বছরের জন্য হয় তাহলে ১ বছরের ব্যাংক হিসেব দেখাতে হবে।
এ সম্পর্ক এ আরো যদি কিছু জানতে চান তাহলে উপরে উল্লেখিত ওয়েব সাইট থেকে তাদের ফোন করে বা নিজে যেয়ে তাদের সাথে কথা বলে আসতে পারেন।
১২। আমাকে অনেকই প্রশ্ন করেছেন কতদিন পর্যন্ত ব্যাংকে টাকা রাখতে হয়? আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি আমি ভিসা না পাওয়া অবধি রেখেছিলাম। কারণ ভিসা অফিস / এম্বেসি থেকে ইনকোয়ারি (মাঝে মাঝে) করা হয় সত্যি আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে কি না জানার জন্য। আর তাই উক্ত ব্যাংক ম্যানেজারকে আগে থেকেই বলে রাখবেন আপনার বিষয়টি।
আজ আর নয়। হাত আর চলছে না!
আশা করি আপনারা এই পোস্ট পড়ে কিছুটা হলেও লাভবান হবেন।
বিঃদ্রঃ কানাডার সরকার প্রতিনিয়ত তাদের নিয়ম কানুন বদল করছে। আর তাই শুধু এই লেখার উপর ডিপেন্ড না করে লেটেস্ট তথ্যের জন্য তাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। তাদের ওয়েব সাইট -
http://www.cic.gc.ca/
০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:৪৬
মাহবু১৫৪ বলেছেন: বুড়ো বয়সেই তো পড়াশোনার আসল সময়। এখানে আসলে তা বুঝতে পারবেন।
২| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:৫৪
ঠিক যেন আমার মতো বলেছেন: Could you please inform me about USA???
০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:৫৭
মাহবু১৫৪ বলেছেন: দুঃখিত। এ ব্যপারে আমার জানা নেই।
৩| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:০৩
মাহমুদডবি বলেছেন: ভাই একটা জিনিস জানতে চাই দাড়ি থাকলে কি কানাডার ভিসা পেতে সমস্যা হয় ?
০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:০৫
মাহবু১৫৪ বলেছেন: নাহ! কোন প্রব্লেম নাই। কানাডা সবাইকে সমানভাবে অগ্রাধিকার দেয়।
৪| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৩
বরবটি বলেছেন: অনেক উপকারী পোস্ট। ধন্যবাদ। ভাই আমি বাইরে যাইতে চাই। কিছু তথ্য লাগবে । মেইল অ্যাড্রেস দেয়া যাবে? সেলফ ফাণ্ডিং এ কম্পিউটার সায়েন্স এ মাস্টার্স করতে কত লাগতে পারে? ধন্যবাদ
০৫ ই মার্চ, ২০১২ রাত ১:১৩
মাহবু১৫৪ বলেছেন: আমার ব্লগে ঢুকলেই মেইল আইডি পাবেন।
আপনি যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান এই বিষয়ের জন্য আগে বিশ্ববিদ্যালয় / কলেজ নির্বাচন করুন। তারপর তার ওয়েব সাইট ঘাটুন। কারণ এখানে সঠিক কত লাগবে সেটা বলা যাচ্ছে না। একেকটা বিশ্ববিদ্যালয় / কলেজ একেক রকম অফার করে। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য তো অনেক।
৫| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৫০
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: যারা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চায় এ পোষ্টটি তাঁদের কাজে লাগবে বলে আশা করছি ।।
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সকল পোস্ট একত্র করার ক্ষুদ্র প্রয়াস ।
০৫ ই মার্চ, ২০১২ রাত ১:১৪
মাহবু১৫৪ বলেছেন: আপনি আমার এই পোস্ট টিও আপনার পোস্টের লিংক গুলোর সাথে যুক্ত করে দিন
৬| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১:২২
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: যুক্ত করে দিয়েছি ।।
০৫ ই মার্চ, ২০১২ রাত ৩:০৩
মাহবু১৫৪ বলেছেন: ১ টা দেখছি পোস্ট।
এই পোস্টটাও যুক্ত করে দিয়েন।
ধন্যবাদ
৭| ০৫ ই মার্চ, ২০১২ রাত ২:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল পোস্ট। কাজে লাগবে...।
০৫ ই মার্চ, ২০১২ রাত ৩:০২
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ ভাই।
কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে?
৮| ০৫ ই মার্চ, ২০১২ রাত ৩:১৩
বিডি আইডল বলেছেন: এম্বেসি থেকে ব্যাংকে ইনকোয়ারি করা হয় এটা একটা প্রচলিত ভুল ধারণা....এম্বেসী কেন...রাজস্ব অফিস এবং দুদক ছাড়া আর কেউই ব্যাংকে যোগাযোগ করে গ্রাহকের একাউন্টের তথ্য নিতে পারবে না
০৫ ই মার্চ, ২০১২ রাত ৩:২৫
মাহবু১৫৪ বলেছেন: তবে এই ইনকোয়ারি সাধারণত ২০ জনের মধ্যে ১/২ জনের হতে পারে।
৯| ০৫ ই মার্চ, ২০১২ ভোর ৪:১২
বিডি আইডল বলেছেন: বললাম তো আইনত এটা অসম্ভব কাজ...
০৫ ই মার্চ, ২০১২ ভোর ৪:২৫
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। বুঝলাম
১০| ০৫ ই মার্চ, ২০১২ ভোর ৫:১৫
বিডি আইডল বলেছেন: আপনি কোন ভার্সিটিতে আছেন?
০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩১
মাহবু১৫৪ বলেছেন: রিজাইনা ইউনিতে।
১১| ০৫ ই মার্চ, ২০১২ ভোর ৫:৫৫
মিরাজ is বলেছেন: দারুণ একটা পোষ্ট ব্রো। অনেকের কাজে লাগবে।
০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩২
মাহবু১৫৪ বলেছেন: সহজ করে যতটুকু পারা যায় লিখেছি পোস্টটা। সবার সুবিধার জন্য।
ধন্যবাদ
১২| ০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৮
নাফিজ মুনতাসির বলেছেন:
বিদেশ যাবো না
০৫ ই মার্চ, ২০১২ সকাল ৯:১০
মাহবু১৫৪ বলেছেন: ঠিক আছে ।
১৩| ০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৯
তিথির অনুভূতি বলেছেন: ++++
০৫ ই মার্চ, ২০১২ সকাল ৯:১০
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৪| ০৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৯
তিথির অনুভূতি বলেছেন: ++++
০৫ ই মার্চ, ২০১২ সকাল ৯:১১
মাহবু১৫৪ বলেছেন:
১৫| ০৫ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৮নং পিলাচ দিলাম , কাজে লাগবে
০৬ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৭
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই।
১৬| ০৫ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৭
নীল-দর্পণ বলেছেন: Child Development & Social Relationship এ পোষ্ট গ্রাজুয়েট করার কোন সুযোগ আছে নাকি কানাডায়....জানেন কিছু...
০৬ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৮
মাহবু১৫৪ বলেছেন: আমি আপনাকে খোজ করে জানাবো ফেবুতে। ঠিক আছে?
১৭| ০৭ ই মার্চ, ২০১২ রাত ৩:৪৪
দুরন্ত জেসি বলেছেন: কাজে লাগতে পারে।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৩
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৮| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৬
চাটিকিয়াং রুমান বলেছেন: ১ বছরের এলএলএম প্রোগ্রামের জন্য কত মাসের ব্যাংক হিসাব দেখাতে হয়? আর আমার পছন্দ ব্রিটিশ কলম্বিয়া আর ইয়র্ক ইউনি।
০৮ ই মার্চ, ২০১২ রাত ২:১৯
মাহবু১৫৪ বলেছেন: যদি পারেন তবে ১ বছরের জন্নই দেখানোই ভাল। আর তা না পারলে ৬ মাসের হিসেব দেখান।
তারপর ও সিউর হতে
http://www.vfs-canada.com.bd/wheretoapply.aspx
তাদের অফিসে ফোন করে জানতে পারেন।
১৯| ০৮ ই মার্চ, ২০১২ রাত ২:৩১
নাহিয়ান বিন হোসেন বলেছেন: প্লাস এবং প্রিয়তে!
০৮ ই মার্চ, ২০১২ রাত ২:৩৫
মাহবু১৫৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২০| ০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১১
চাটিকিয়াং রুমান বলেছেন: দেশ থেকে ফান্ডিং নিশ্চিত করে গেলে কি ব্যাংক হিসাব দেখাতে হবে?
১০ ই মার্চ, ২০১২ রাত ২:৪২
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। দেখাতে হবে।
২১| ২৩ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৪
নীলাঞ্জনানীলা বলেছেন: আপনি কি কানাডায় থাকেন ? কি নিয়ে পড়ছেন জানতে পারি কি ? আর কোথায় পড়ছেন ? অনেকগুলো প্রশ্ন করে ফেললাম , কিছু মনে করবেন না যেনো----
২৪ শে মার্চ, ২০১২ ভোর ৬:৫৯
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
না আপু, মনে করি নি কিছু।
হ ম ম, আমি কানাডা থাকি। মানব সম্পদ ব্যপস্থাপনায় মাষ্টার্স করছি রেজিনা ইউনিতে।
আপনি কি টরেন্টো থাকেন?
২২| ১৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৫
গাধা মানব বলেছেন: প্রিয়তে নিলাম।
১৫ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫২
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
২৩| ২৮ শে মে, ২০১২ রাত ১০:৫৮
হবু প্রকৌশল১ বলেছেন: কানাডার saskatchewan province এর university of saskatchewan অথবা university of regina তে ইঞ্জিনিয়ারিং এ masters করতে ইচ্ছুক। এক বছর এর tuition fees আর থাকার খরছ নিয়ে আসলে বাকিটা কি পার্ট-টাইম জব করে চালানো যাবে?
২৮ শে মে, ২০১২ রাত ১১:২৫
মাহবু১৫৪ বলেছেন: এখানে ইঞ্জিনিইয়ারিং এর যেসব স্টুডেন্ট আছেন তারা বেশি ভাগ স্কলারশিপ বা ফান্ডিং পেয়ে এসেছেন। এখন আপনি কি সেলফ ফাইনান্স এ আসতে চান নাকি ফান্ডিং নিয়ে আসতে চান এটা আগে জানতে হবে। আর গবেষনা বেইসড পড়াশোনা করবেন নাকি থিউরি বেইসড? কারণ এখানে সবাই গবেষনা বেইসড পড়াশোনা করছেন।
যদি আপনি একজন প্রফেসরের অধীনে মানে ফান্ডিং নিয়ে পড়তে আসেন সে ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন তবে অফ ক্যাম্পাসে। এবং অবশ্যই প্রফেসরকে না জানিয়ে। এখানে যারা আছেন তারা কেউ জানিয়ে করেন না। কারণ এতে ফান্ডিং নাও দিতে পারে প্রফেসর বা কমিয়ে দিয়ে পারে।
আর আপনি উক্ত university দুটির ওয়েবসাইট ঘেটে দেখুন। ওখানে ফি এর কথা ডিটেইল বলা থাকবে
২৪| ২৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩২
ভেজাল মানুষ বলেছেন: লন্ডনের ব্যাপারে কেউ হেল্প করতে পারবেন??
২৯ শে মে, ২০১২ রাত ১০:০৫
মাহবু১৫৪ বলেছেন: দুঃখিত, পারছি না
২৫| ২৯ শে মে, ২০১২ রাত ১০:০১
হবু প্রকৌশল১ বলেছেন: ফান্ডিং নিয়েই আসতে চাই। তবে ফান্ডিং যদি না পাই তাহলে কি পার্ট টাইম জবে চালানো যাবে?
২৯ শে মে, ২০১২ রাত ১০:০৭
মাহবু১৫৪ বলেছেন: করা যাবে। তবে স্টুডেন্ট ভিসায় আসতে চাইলে ৬ মাস পার না হওয়ার আগে আপনি কোন অফ ক্যাম্পাস জব করতে পারবেন না।
আমার পর পর ২ টা পোস্ট আছে কানাডায় পড়াশোনার ব্যপারে। আশা করি কাজে লাগবে আপনার
২৬| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৮:৩৮
হবু প্রকৌশল১ বলেছেন: ELECTRICAL ENGINEERING MASTERS ফান্ডিং পেতে কি publications must থাকা লাগবে? publications ছাড়া অন্যান্য বিষয় যেমন IELTS, TOEFL or GRE score দিয়ে কি ফান্ডিং পাওয়া যাবে?
০৫ ই জুন, ২০১২ সকাল ১০:৪৬
মাহবু১৫৪ বলেছেন: publications থাকলে ভাল না থাকলে প্রব্লেম নাই। IELTS, TOEFL or GRE score ভাল থাকা জরুরি।
২৭| ০৫ ই জুন, ২০১২ রাত ৯:২৯
হবু প্রকৌশল১ বলেছেন: শুনেছি প্রফেসর দের মেইল করা লাগে ফান্ডিং পেতে। তবে university of saskatchewan এ মেইল করে দেখলাম এরা বলছে অ্যাপ্লাই করতে। ফান্ডিং দিলে নাকি জানাবে। ব্যাপার টা বুজতে পারছি না। একটু খুলে বলবেন কি প্রফেসর দের মেইল করব নাকি সরাসরি অ্যাপ্লাই? অ্যাপ্লাই করলে নাকি আবার ১০০ ডলার ফী মাস্ট পে করতে হবে।
০৬ ই জুন, ২০১২ রাত ২:৪৭
মাহবু১৫৪ বলেছেন: ২ টো করতে হপবে আপনাকে। আর প্রেফেসর জোগার না করলে তো ফান্ডিং পাবেন না। আর টাকা পয়সার কথা চিন্তা করে কোন কিছুতে পিছপা হবেন না।
২৮| ০৬ ই জুন, ২০১২ রাত ৯:২৫
হবু প্রকৌশল১ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
০৬ ই জুন, ২০১২ রাত ১০:১৭
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে ও
২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০০
মানুষ নই বলেছেন: আপনি বললেন "ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট প্রোগ্রামের জন্য বাংলাদেশ থেকে ভিসা সাধারণত দেয়া হয় না", আমি ২ বছরের ডিপ্লোমার জন্য আবেদন করতে চাই। কলেজ Centennial College, কোর্স Cultural and Heritage Tourism, ৩ বছরের অনার্স করেছি Geography তে University of Chittagong থেকে। Study gap ৭-৮ বছর, আপনি কি বলেন?
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৮
মাহবু১৫৪ বলেছেন: করতে পারেন যেহেতু ২ বছর। আবেদন করুন। শুভ কামনা থাকলো।
৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৩
আমি তুমি আমরা বলেছেন: অনেক উপকারী পোস্ট।
ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৮
মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭
নাঈম দুর্জয় বলেছেন: আমি বিবিএ ২য় বর্ষে আছি। কানাডা জাওয়ার ইচ্ছা আসে। আপনার মেইল আইডি ডিবেন? ভাল ভাবে জানতাম।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২১
মাহবু১৫৪ বলেছেন: মাহবুব১৫৪@জিমেইল ডট কম।
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭
রাজুআমি বলেছেন: ভাই সি জি পি সম্পরকে কিছু বলেন।৩.৫ এর উপরে থাকলে কি ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্সে উঅফার পাওয়া সম্ভব।সাথে জদি GRE/IELTS স্কোর ভাল করার চেস্টা করা যায়।ভাই দয়া করে জবাব দিলে ভাল হয়।ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৯
মাহবু১৫৪ বলেছেন: সি জি পি এ তো বটেই আপনার মাস্ট GRE/IELTS এ ভাল স্কোর থাকতে হবে। তাহলে আপনি ফান্ডিং পেতে পারেন চেষ্টা করলেই।
৩৩| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫১
পুলক20 বলেছেন: ধন্যবাদ।খুব ভালো পোষ্ট।
একটা প্রশ্ন,Undergrad(science) এর জন্য কানাডা কেমন হবে/scholarship পাওয়ার সম্ভাবনা আছে কি?
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩১
মাহবু১৫৪ বলেছেন: বড়ই কঠিন প্রশ্ন। তবে উত্তর সোজা। আন্ডারগ্রেড লেভেলে কানাডা হচ্ছে সবচেয়ে ভাল জায়গা আমার মতে। বিশেষ করে সাইন্স কিংবা ইঞ্জিনিয়ারিং এ ।
আন্ডারগ্রেড লেভেলে স্কলারশিপ পাওয়াটা অনেক অনেক কঠিন। আমি কাউকে এখনও পাই নি যে স্কলারশিপ পেয়েছে। তবে ১ / ২ টা সেমিস্টারে যদি আউটস্ট্যান্ডিং রেসাল্ট করতে পারেন সে ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তবে সম্ভাবনা খুবই কম।
তবে হতাশ হওয়ার কিছু নেই। খন্ডকালীন চাকরি করতে পারবেন এমনকি কো - অপ করার সুযোগ ও আছে। আর সামারে কম সাবজেক্ট নিয়ে পুরো সামারটা ফুল টাইম চাকরি করে আয় করতে পারেন।
শুভকামনা আপনার জন্য
৩৪| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১:১১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি বলেছেন, তবে আপনার ভাগ্য যদি ভাল হয় তাহলে আপনি IELTS , GMAT না করেও এ থেকে অব্যাহতি পেতে পারেন।
এটা নির্ভর করবে আপনি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন তার উপর।
কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে IELTS,GMAT লাগে না?? আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ।
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৪
মাহবু১৫৪ বলেছেন: এটা ডিপেন্ড করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চাইছেন।
সে জন্য আপনাকে বিভাগীয় অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে হবে। উনার কছ থেকে সব প্রয়োজনীয় তথ্য পাবার পরই অ্যাপ্লাই করবেন।
৩৫| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫২
বাংলার নবাব নাজমুলউদ্দৌলা বলেছেন: ৬। তবে আপনার ভাগ্য যদি ভাল হয় তাহলে আপনি IELTS , GMAT না করেও এ থেকে অব্যাহতি পেতে পারেন। আর তাই এই সুবিধা আপনি পাবেন কি না তার জন্য আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় / কলেজ এর ওয়েব সাইট আদ্যপান্ত ঘাটাঘাটি করতে হবে। এটা নির্ভর করবে আপনি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন তার উপর।
শেষের লাইনটা কি একটু এক্সপ্লেইন করবেন ?
১৬ ই নভেম্বর, ২০১২ রাত ২:৪১
মাহবু১৫৪ বলেছেন: কানাডার কিছু কিছু বিশ্ববিদ্যালয় / কলেজ আছে যারা বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় / কলেজ থেকে কোন স্টুডেন্ট আসতে চাইলে তাদের IELTS , GMAT স্কোর চায় না; এক্সেমশন দেয় । এতে করে আপনি শুধু ভিসার কাগজ পত্র জমা দেয়ার সময় সেই স্কোর দেখাতে পারেন (যদি থাকে)
৩৬| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩৬
বাংলার নবাব নাজমুলউদ্দৌলা বলেছেন: ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে admission এ কি হেল্প করতে পারে ?
১৬ ই নভেম্বর, ২০১২ রাত ২:৪৩
মাহবু১৫৪ বলেছেন: ফ্রেঞ্চ ভাষা লাগে যদি আপনি কুইবেক সিটিতে পড়তে যেতে চান। এ ছাড়া লাগে না সাধারণত।
তবে একটা বিষয় হল ফ্রেঞ্চ ভাষা যদি উল্লেখ করতেই চান তাহলে মাস্ট বি সেরকম দক্ষতা থাকতে হবে এই ভাষার উপরে।
৩৭| ১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৭
বাংলার নবাব নাজমুলউদ্দৌলা বলেছেন: বাংলাদেশের কোন কোন ভার্সিটির স্টুডেন্টরা IELTS , GMAT স্কোর দেখাতে হয় না যদি স্পেসিফিকেলি উল্লেখ করতেন ?
১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৮
মাহবু১৫৪ বলেছেন: এটা কানাডার ভার্সিটি গুলোর উপর ডিপেন্ড করে। আপনি কানাডার যেই ভার্সিটিতে আবেদন করবেন তার আগে অবশ্যই এর বিভাগীয় অ্যাডভাইজার যিনি থাকেন তারসাথে নিয়মিত যোগাযোগ করবেন। এবং তখনি তাকে জিজ্ঞেস করবেন এই কথা। তখন উনি বলে দিবেন।
৩৮| ১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৪
অভি৯১৭৫ বলেছেন: ভাইয়া আমি এক বছরের মধ্যে গ্রাজুয়েট হব। কানাডায় এমবিএ করার ইচ্ছা আছে। আমি Ryerson University পড়তে চাই। একটু গাইড লাইন দিলে ভালো হত
১৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
মাহবু১৫৪ বলেছেন: খুবই ভাল খবর।
আপনার ২ টা সিরিজ পোস্ট আগে পড়ে নাও। কি বিষয়ে গাইডলাইন চাও সেটা তখন বলো।
৩৯| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৭
বাংলার নবাব নাজমুলউদ্দৌলা বলেছেন: আমি শুনেছি কানাডায় জব পেতে হলে নাকি কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী প্রয়োজন হয়(এটা কি শুধু টপ ২০ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই কি শুধু প্রযোজ্য)?
ধরুন আমি যদি আমেরিকায় পিএইচডি করে কানাডায় মাইগ্রেট করি সেক্ষেত্রে আমার অবস্থান কেমন হবে ?
১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪১
মাহবু১৫৪ বলেছেন: এটা ঠিক যে কানাডার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী এখানে জব পেতে সহায়ক। তবে সেটা টপ ২০ বিশ্ববিদ্যালয়ের জন্য হবে তা কিন্তু নয়। কানাডার বিশ্ববিদ্যালয় গুলো বেশ ভাল মানের। যেখান থেকেই করুন না কেন, জব আছে।
তবে এখানের অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা কানাডার বাহির তজেকে মানে ইউ এস এ থেকে পি এইচ ডি করে আসে কিন্তু এখানে এসে আবার কোণ ডিগ্রী নিতে হয়। এটা আমি শুনেছি আমার এক বড় ভাই এর কাছ থেকে। বিদেশের ডিগ্রী কানাডার বিশ্ববিদ্যালয় গ্রহণ না করায় উক্ত ভাইকে আবার পি এইচ ডি করতে হয়েছিল।
এটা আসলে ডিপেন্ড করে কানাডার বিশ্ববিদ্যালয়ের উপর।
৪০| ২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
দেশটা অস্থির বলেছেন: অনার্সে ৩.২৫( ফাইনাল ইয়ারে ছিল ৩.৮৬) আর মাস্টার্সে ৩.৮০ নিয়ে যদি কানাডায় আবার মাস্টার্সের জন্য চেষ্টা করি funding কি পাওয়া যাবে ? ...নাকি কানাডার চিন্তা বাদ দেয়া উচিত ( যেহেতু result ভাল না)
আর funding এর ব্যেপারটা একটু ক্লিয়ার করেনতো , অনেকে বলে তার funding with/without TA/RA ১৮০০০ cad/year .
এর মানে কি ? এই টাকা কি প্রফেসর দেয় নাকি ভার্সিটি দেয় ?
এই টাকা থেকেই কি টিউশন ফি দিতে হবে? আমি শুনেছি কানাডার versity গুলোতে মাস্টার্স আর পিএইচডি তে টিউশন ফি মাপ , কতটা সত্য?
কানাডায় মাস্টার্সে যে পরিমান funding পাওয়া যায় তা দিয়ে কি টিউশন ফি দিয়ে নিজে চলা( থাকা/খাওয়া) যায় ?
২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১০:১৪
মাহবু১৫৪ বলেছেন: আপনি কোন বিষয়ের উপর পড়ালেখা করেছেন সেটা কিন্তু বলেন নি।
আপনার রেসাল্ট বেশ ভাল। তবে সাথে আই ই এল টি এস দিলে এবং ভাল স্কোর ফেলে ফান্ডিং আপনি পাবেন। আর সেটা দিয়েই আপনি আপনার টিউশন ফী থাকা খাওয়া সব চালাবেন। আর প্রতি সেমিস্টারেই বাড়তি স্কলারশীপের আবেসন করার যুযোগ থাকে। সেই সুযোগ কাজে লাগাবেন।
funding with/without TA/RA ১৮০০০ cad/year .এর মানে হল প্রতি বছর আপনার আয় হবে TA (টিচিং অ্যাসিস্টেন্ট) ছাড়া অথবা সহ ১৮,০০০ কানাডিয়ান ডলার। TA হল আপনি যেই প্রফেসরের আন্ডারে থাকবেন সেই প্রফেসরের কাজগুলো করে দিবেন। যেমন খাতা দেখা, ক্লাস নেয়া ইত্যাদি। আর বাড়তি আয় হবে যদি আপনার কাছে কোন স্টুডেন্ট পড়তে আসতে চায়। টিউশনী আর কি।
আপনি যদি একা আসেন তাহলে এই টাকা দিয়া অনায়াসে চলতে পারবেন। তবে তা ডিপেন্ড করবে আপনি কোন শহরে থাকবেন। কারণ বাড়ি ভাড়া একেক শহরে একেক রকম।
৪১| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২০
দেশটা অস্থির বলেছেন: ধন্যবাদ ভাই আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য ।
আমি ফার্মেসীর ছাত্র ।
আসলে অনার্সে ফাইনাল ইয়ারে রেজাল্ট ভাল হলেও টোটাল cgpa যে মাত্র ৩.২৫ । তার উপর সেকেন্ড ইয়ারে জিপিএ ৩ এর নিচে ছিল।ক্লাস পজিশন কথা বললে এক্কেবারে ৪০/৫০ এর দিকে । এটা নিয়ে আমি চিন্তিত ।
মাস্টার্সে চেষ্টা করেছি সেটা কাভার দিতে ।
যেহেতু এখনো কোন জার্নাল পেপার বের করতে পারিনি তাই চিন্তা করছি মাস্টার্স করবো । আপনি কি বলেন প্রফেসরদের কি মেইল করা শুরু করব?
হ্যাঁ, IELTS এখনও দেই নি তবে আমি আত্মবিশ্বাসী 6.5/7 তুলতে পারব ।
যদি funding প্রত্যাশা করি কোন রেঙ্কড ভার্সিটিগুলোতে আবেদন করা উচিত হবে আমার প্রোফাইলে ?
আপনাকে আবারো ধন্যবাদ ।
২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৪৬
মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল বিষয় নিয়ে পড়েছেন। অনার্সের রেজ়াল্ট নিয়ে আপনি খুব বেশি চিন্তা কইরেন না। জার্নাল পেপার থাকলে বিদেশে আবেদন করার যুক্তিটা অনেক জোরালো হতো। এমনকি ফান্ডিং পেতেও অনেক সুবিধা হত।
আমি মনে করি, IELTS এর প্রস্তুত্তি এখন থেকেই নেয়া উচিত আপনার। এবং পরীক্ষা যত তারাতারি পারেন (কমপক্ষে ২ মাস প্রস্তুতি নেয়ার পর) দিয়ে দিন।
কানাডার কোন প্রভিন্সে, শহরে আসতে চান সেটাও একটা পয়েন্ট। ফান্ডিং ভেরি করে ভার্সিটিগুলোতে। তাই প্রভিন্স এবং শহর আগে বেছে নিন। তারপর আবেদনের স্টেপ আসবে।
৪২| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩২
খোলাচোখে বলেছেন: আমি ইস: ইতিহসে অনার্স এবং মাষ্টার্স রেজাল্ট ২য়শ্রেনী . পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং এ এম বি এ করলাম এই বছর রেজালট ৩*২৬ . কানাডতে পোষ্ট গ্রাজুয়েট লেবেল এ আমার কি কোন সম্ভবনা আছে .. ফানিডং ব্যপারে কিছু বলা যাবে. যে কোন শহর বা বিশ্ববিদ্যালয় .। অনেক এজেন্সির কাছে গিয়ে আমি হতাশ .। একটু গাইড লাইন যদি পেতাম .. আমার মেইল । । [email protected]
১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:১৯
মাহবু১৫৪ বলেছেন: উত্তর দিয়েছি
৪৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
শিশিরের দুঃখ বলেছেন: ভাই , আপনাকে অনেক ধন্যবাদ ।
আমি ইংরেজি সাহিত্যে MS করতে চাচ্ছি । যেহেতু অনার্সে cgpa বেশি না (৩.0৯) তাই মধ্যম সারির কোন ইউনি গুলোতে আবেদন করলে ভাল হবে?
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
মাহবু১৫৪ বলেছেন: যেহেতু ইংরেজিতে পড়ে এমন পরিচিত কারো সাথে আমার জানাশোনা নেই। তাই স্পেসিফিক কিছু বলতে পারছি না আপনাকে।
তাই, প্রথমে ঠিক করুন কোন প্রভিন্স এবং শহরে আপনি আসতে চান। তারপর গুগল থেকে বের করুন সেই শহরে কোন ইউনি আছে। তারপর একে একে ভিজিট করুন সেগুলো। যেগুলো ভাল লাগে সেগুলো লিস্ট করুন।
সি জি পি এ নিয়ে চিন্তা না করলেও হবে। আপনি উইনি গুলোতে খুজে দেখুন তারা কি চায়। আই ই এল টি এস স্কোর কত চায়। এটা বেশ জরুরি একটা বিষয়।
৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২১
আমি প্রশ্নকর্তা বলেছেন: আপনার দেয়া পোস্টটি অনেকদিন আগের হলেও আমি আজ দেখলাম। যথেষ্ট ভালো লেগেছে। অনেক তথ্যবহুল আলোচনা হয়েছে এখানে। ২০১১ আর ২০১৪ অনেক তফাৎ। তাই আবার নতুন করে কিছু বিষয় জানতে ইচ্ছা করছে।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশুনা করছি। সবেমাত্র চতুর্থ বর্ষ শেষ করলাম। আমি টোফেল দিয়ে কানাডা যেতে চাই। অনুগ্রহ পূর্বক কেউ যদি পরামর্শ দিতেন, তাহলে খুব উপকৃত হতাম।
পুনশ্চঃ আমার প্রত্যাশিত সিজিপিএ ৩-৩৫। আমি কি কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ফান্ডিংসহ পড়তে পারবো? টোফেল এ কি রকম স্কোর থাকলে আমার জন্য সুবিধা হবে। জি আর ই দেয়ার মতো সময় ছিলনা বিধায় শুধু টোফেল এর প্রস্তুতি নিচ্ছি। এই সল্প সময়ের মধ্যে কি আমি কাঙ্খিত মানের স্কোর করতে পারব? ইওংরেজীতে খুব একটা ভালো ছিলাম না। তবে এখন চেষ্টা করে যাচ্ছি। মাঝে মাঝে হতাশ হয়ে পড়ছি।
অথবা এই সিজিপিএ দিয়ে আমি কি অন্য কোনো দেশে ফান্ডিং সহ যেতে পারবো? যেমনঃ জার্মানি, অস্ট্রেলিয়া বা ইউরোপের অন্য কোনো দেশ।
ফ্যামিলি সল্ভেন্সি খুব একটা ভালো না। ফান্ডিং সহ যেতে চাই
০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৮
মাহবু১৫৪ বলেছেন: পোস্টটি আপনার নজরে এসেছে দেখে ভাল লাগলো।
যতদূর জানি স্নাতকত্তরের জন্য জি আর ই, জি ম্যাট, কিংবা আই ই এল টি এস চায়। টোফেল সাধারণত স্নাতকে পড়ার জন্য। যদি সম্ভব হয় তবে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো ঘেটে দেখুন তারা কি চায়। পেয়ে যাবেন উত্তর।
সি জি পি এ নিয়ে খুব বেশি চিন্তার কিছু আছে বলে মনে করি না। মিনিমাম ৩ হলেই চলবে। বেশি হলে ভাল।
আপনার প্রত্যাশিত ফান্ডিং পাবেন কি না সেটা বলা বেশ কঠিন। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর প্রফ সাধারণত প্রত্যাশিত ফান্ডিং দেন না ছাত্র / ছাত্রীদের। আর ফান্ডিং সহ যাওয়াই ভাল।
অন্য দেশেগুলো নিয়ে আমার ধারণা সীমিত।
ভাল থাকবেন। শুভ কামনা
৪৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনলাইনে কানাডার কোন বিশ্ববিদ্যালয়ের কোর্স করতে চাই। দয়া করে বলবেন, এ ই ধরনের কোর্সের সার্টিফিকেটের কোন মূল্যায়ন আছে কিনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । বুড়া বয়সে শখ থাকলেও সমার্থ নাই