![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
অন্যমনে একদিন ভালোবাসা কড়া নেড়ে যাবে;
অপেক্ষায় থেকো।
পদশব্দে মনে হবে বাতাসের নিষ্ঠুর শাসানি
বহুদূরে শাণ দিচ্ছে ভয়ানক কৌতুকের থেকে।
আচ্ছা তোমার কি মনে পরে সেই দিনটির কথা?
(অপেক্ষা - দিব্যেন্দু পালিত)
যেদিন তোমাকে চোখে চোখ রেখে বলেছিলাম গত রাতের তোমার বলা সেই কথাটি। এটাকে কি মধুর বলবো নাকি অন্য কিছু তা আজো ভেবে পাই নি।
যখন আমি প্রশ্ন করেছিলাম তোমায় তখন তুমি লজ্জায় মাথা নিচু করেছিলে। আমি শুধু তোমার মুখ থেকে হ্যা শব্দটি শুনতে চেয়েছিলাম। তুমি মাথা নেরে সায় দিয়েছিলে। নিজেকে আড়ালে রাখতে তুমি আমার থেকে অনেক দূরে যেয়ে বসেছিলে।
তোমায় ভালোবেসেছি আমি, তাই
শিশির হয়ে থাকতে যে ভয় পাই,
তোমার কোলে জলের বিন্দু পেতে
চাই যে তোমার মধ্যে মিশে যেতে
শরীর যেমন মনের সঙ্গে মেশে।
জানি আমি তুমি রবে-আমার হবে ক্ষয়
পদ্মপাতা একটি শুধু জলের বিন্দু নয়।
(তোমায় আমি – জীবনানন্দ দাশ)
কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
(শুধু তোমার জন্য - নির্মলেন্দু গুণ)
সেই থেকে শুরু!! তুমি খুব ক্রেজি ছিলে সেই সময়। তোমাকে দমিয়ে রাখার সাধ্য আমার ছিল না। তুমি খুব ঝগড়া করতে পছন্দ করতে। এমনকি সারারারত জেগে কথা বলতেও। যা আমার কাছে খুব বিরক্ত লাগতো। তোমাকে সরাসরি বলতে চাইতাম না কথাটা। কিন্তু কেন জানি, একদিন বলেই দিলাম। তুমি খুব কষ্ট পেয়েছিলে।
তোমার একটা অদ্ভুত রকমের জেদ ছিল। যখন আমাদের ঝগড়া হত কিংবা আমি তোমার কথা মানছি না তখন তুমি নিজের নখ দিয়ে নিজের হাতে কিংবা আমার হাতে ব্যথা দিতে, আচড় কাটতে। সেটা হঠাৎ খেয়াল হত যখন তুমি আমার সাথে থাকতে। আবার কষ্ট ভুলে থাকতে তুমি ৩/৪ টা ঘুমের ঔষুধ খেয়ে ফেলতে। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে তুমি।
তারপর ও তোমাকে ভালবেসে গিয়েছি। তুমি যে আমার সেই নাটরের বনলতা সেন -
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ।
(বনলতা সেন - জীবনানন্দ দাস )
মানুষ হয়তো সারাজীবন একরকম থাকে না। তাই হয়তো তোমার সারাদিন খিটখিট শুনতে আর ইচ্ছে করতো না। আমাদের মধ্যে শুধু শুধুই ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া হত। যা নিতান্তই অসহ্য। আর কত!!! কিন্তু বিশ্বাস করো তোমার প্রতি ভালবাসার এতটুকুও কমতি আমার ছিল না। আর আমি এয়ো জানি তুমি আমাকে আমার থেকেও বেশি ভালবাসতে।
এরপর যা হবার তাই হল। আমাদের সেই তিন বছরের সম্পর্ক শেষ হল কিছু ভুল বোঝাবুঝির জন্য।
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে !
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার !
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাকে
কোথায় লুকায় আপনাকে !
চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে-
সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে !
(কুড়ি বছর পরে – জীবনানন্দ দাশ)
তোমাকে সেদিন বলেছিলাম আমার ভালবাসা যদি সত্যি হয় তবে তুমি আবার আমার কাছে ফিরে আসবে কোন এক সন্ধ্যায়। আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমার থেকে বেশী কেউ তোমাকে বুঝবে না।
ওও, তোমাকে কেন বললাম এতো কথা? আসলে ৩ বছর আগে এই ১৪ ই ফেব্রুয়ারিতেই আমাদের বিচ্ছেদ হয়েছিল।
কি! খুব অবাক হলে? হ ম ম। হয়তো হবারই কথা। কারণ আমি একজন ভুলোমনা মানুষ। তোমার জন্মদিন, আমাদের প্রথম ভালবাসার দিন, কিংবা বিশেষ কোন দিনের কথা আমি ভুলে যেতাম অনায়াসেই। আর তুমি আমাকে মনে করিয়ে দিতে অনেক অভিমান করে।
তোমাকে ভুলে যাবার জন্য তোমার ভালবাসিনি। কিংবা তুমিও তাই।
হয়তো কোন একদিন -----------
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
মাহবু১৫৪ বলেছেন:
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
শায়মা বলেছেন: বাহ বাহ ভাইয়া!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
মাহবু১৫৪ বলেছেন:
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
আরজু পনি বলেছেন:
দিলেন তো দিব্যেন্দু পালিত-এর কথা মনে করিয়ে...!
ভালো লাগা রইল।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
মাহবু১৫৪ বলেছেন:
ধন্যবাদ আপু।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
(কুড়ি বছর পরে – জীবনানন্দ দাশ) আমার খুব প্রিয় একটা কবিতা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
মাহবু১৫৪ বলেছেন: আমার ও অনেক প্রিয় কবিতা এটা
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
আশিক মাসুম বলেছেন: জীবন বাবুর কবিতা অনেক দিন পড়া হয়নি। ধন্যবাদ পোষ্টে +++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭
মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
ফারিয়া বলেছেন: এইটা কি হইল, ভালোবাসা দিবসে বিচ্ছেদ?
হাউ আনরোমান্টিক?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
মাহবু১৫৪ বলেছেন:
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
রজনীগন্ধা বলেছেন: ফারিয়া বলেছেন: এইটা কি হইল, ভালোবাসা দিবসে বিচ্ছেদ?
হাউ আনরোমান্টিক?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
মাহবু১৫৪ বলেছেন:
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: হায় হায়! এতো চমৎকার একটা পোষ্ট আমি দেখিনি !
+++++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
মাহবু১৫৪ বলেছেন: এই সব ফালতু পোস্ট আর অচেনা ব্লগারদের লেখা কি খুব বেশি ব্লগারেরা দেখে বলেন?
তারপর ও ধন্যবাদ আপনাকে
১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
গোলাপ বলেছেন: কবিতার লাইনগুলো ত চমৎকার....আসলে কবিতা কখনো মনযোগ দিয়ে পড়িনা বলে বুঝিনা।
এক পোষ্ট আর কত ঝুলবে। নতুন কিছু দিন এবার
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০০
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। নতুন কিছু মাথায় আসছে না।
দেখি কি করা যায়
১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
shfikul বলেছেন: +++
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০১
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
এম হুসাইন বলেছেন: পোস্টে দীর্ঘশ্বাস জড়িত ভাললাগা।
শুভকামনা করি।
ভালো থাকুন।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
ধন্যবাদ আপনাকে
আপনিও ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
নীল-দর্পণ বলেছেন: হয়তো কোন একদিন -----------
শীঘ্রই আসুক সেদিন