![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
ঈদ মুবারাক সবাইকে। ঈদ - উল - ফিতর আসলেই যেই গান সবার মুখে মুখে ফেরে সেই গান দিয়েই পোস্ট শুরু করছি -
১। ওমো রমযানের ওই রোজার শেষে
এবার আসুন শুনি কিছু নতুন নতুন গান -
২। ভালবাসি
৩। তুমি আমার
৪। তোমারি ছোয়াতে
৫। এই হৃদয় করে তোর সাধনা
৬। মানেনা মন
৭। ভালবাসার ইচ্ছা
৮। মিলার একেবারেই অন্য ধাচের গান যদিও নকল নকল মনে হয়
৯। তোমার জন্য
১০। স্বপ্নঘুড়ি
১১। মাঝি (OBSCURE এর মুক্তি আসন্ন "ফেরা" অ্যালবামের গান)
বোনাস!
আসিফ ইজ ব্যাক
১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬
মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
২| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬
মামুন রশিদ বলেছেন: ও মোর রমযানের ঐ রোজার শেষে- গানটা মুলত ঈদুল ফিতরেই শুনা হয় । শুনতে খুব ভাল লাগে । অসাধারণ সুন্দর একটা গান ।
সবগুলো গানই সুন্দর । ঈদ শুভেচ্ছা ।
++
১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। এটা শুধু রমযানের ঈদের জন্যই
শুভেচ্ছা আপনাকেও
৩| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯
তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ভাল লাগল।
১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ।
১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫১
মাহবু১৫৪ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
৫| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪১
দুঃস্বপ্০০৭ বলেছেন: অনেক গুলো সুন্দর গানের জন্য ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫১
মাহবু১৫৪ বলেছেন:
৬| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
নকি৬৯ বলেছেন: সুন্দর
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মাহবু১৫৪ বলেছেন:
৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
জুন বলেছেন: ডাউনলোড করতে দিলাম মাহবু ।
ছবি আর সুরকার গীতিকার এর নাম দেখে মনে হলো মন্দ হবেনা ।
+
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
মাহবু১৫৪ বলেছেন: শুনে ফেলুন আপু, আশা করি মন্দ লাগবে না
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধইন্না। সব নামাইলাম।
ঈদের ২য় দিনের শুভেচ্ছা।