![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
দেশী বিদেশী অনেক পণ্যের বিজ্ঞাপন আমরা টিভিতে দেখে থাকি। এর মধ্যে কিছু বিজ্ঞাপন থাকে যা আমরা অনেকদিন ধরে মনে রাখি। আবার কিছু কিছু ভুলেও যাই। সেই সব বিজ্ঞাপন নিয়ে আর একটি পোস্ট; দেখি মনে আছে কি না আপনাদের!
আসুন দেখে নেই কিছু বিজ্ঞাপন -
১। ইফাদ গ্রুপ
শুরু হোক বিশুদ্ধতায়
২। Tango অরেঞ্জ
Always অন্তরংগ
৩। Boost
Boost is a secret of my energy
৪। হারপিক টোটাল
ট্রাই করেছেন তো!
৫। তিব্বত স্নো
মসৃণ ও ফর্সা ত্বকের জন্য
৬। ইলেকট্রা রেফ্রিজারেটর
খাবার তাজা তো জীবন তাজা
৭। জীবন ড্রিংকিং ওয়াটার
জীবনই পানি আর পানিই জীবন
৮। বি আর বি কেবলস
দেইখা শুইনা কিনতে হবে; তাইরে নাইরে চলবে না
৯। বাংলালিংক ৩ জী
নতুন কিছু করো
১০। হাস মার্কা নারিকেল তেল
ভাল চুলের গোপন কথা
১১। বেঙ্গল প্লাসটিক
আস্থা শতভাগ
১২। কুলসন সেমাই
হৃদয়ের স্বাদে ফিরে ফিরে আসা
১৩। প্রিমিয়ার Bank
because we care
১৪। ভেসমল কেশকালা
হও ন্যাচারাল
১৫। মাউন্টেন ডিউ
ভয়ের পরে জয়
১৬। মিল্ক ম্যান
স্বাদ শক্তির দুধ
১৭। আর এফ এল স্টোরেজ কন্টেইনার
স্টোর করুন smartly
১৮। ওলে টোটাল ইফেক্ট
তো, হয়ে যাক শুরু
১৯। আশিয়ান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
আমরা আপনার জন্য সম্পূর্ন প্রস্তুত
২০। প্রাণ লাচ্ছি
খুব খাচ্ছি আরাম পাচ্ছি
২১। মেরিল বেবি লোশন
আগলে রাখে মমতায়
----------------- -----------
গত পোস্টে দিয়েছিলাম দেশী পণ্যের বিজ্ঞাপনগুলোর ট্যাগ লাইন নিয়ে।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক কষ্ট করেছেন!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
মাহবু১৫৪ বলেছেন: ব্যপার না।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ পোস্ট +++++++++++++++++++++
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপু
৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
জিনান শুভ বলেছেন: হরলিক্স কই?
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০
মাহবু১৫৪ বলেছেন: হরলিক্সের বিজ্ঞাপনের কথাটা তখন মনে ছিল না
৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০১
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: কষ্টের জন্য +++ কিন্তু এই ট্যাগ লাইন মনে রেখে লাভ কি ?
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
মাহবু১৫৪ বলেছেন: সবকিছুতে শুধু লাভ খুজলে কি চলে?
৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন:
7 up... Life is short Live it up..
সম্ভবত এমনটাই ছিল....
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
মাহবু১৫৪ বলেছেন: হয়তো আগে সেটা ছিল।
মনে বলে, আই ফিল আপ।
এটাই মনে হয়
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭
মামুন রশিদ বলেছেন: আগের পর্ব ভাল লেগেছিল, এই পর্বও ভাল হয়েছে ।