![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
যদি বলি আমি,
আচ্ছা শোন একটু,
কিছু কথা বলতে চেয়েছিলাম তোমায়!
কি জানি, হয়তো বলতে গিয়ে মাঝপথেই থেমে যাবো। কিংবা বার বার তোতলাবো। কিংবা পিছন ঘুরে ঝেড়েই দৌড় লাগাবো।
যেদিন প্রথম বলেছ তুমি আমাকে, ভালবাসো; সেদিন কেমন জানি এক শিহরণ খেলে গিয়েছিল। মনে হয়েছিল, কোন এক টাইফুন এসে সব ওলোট পালোট করে দিয়ে গেল। ১০ নম্বর মহা বিপদ সংকেতের বদলে আমার কত প্যারামিটারে যেয়ে থেমেছিল কিংবা থেমে আবার চলা শুরু করেছিল তার হিসেব করতেই মনে ছিল না আমার। অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম আমি। আসলে বসে ছিলাম নাকি কল্পনার সাগরে ডুব দিয়েছিলাম মনে নেই।
সবার থেকে নিজেকে আলাদা ভাবতেই আমি পচ্ছন্দ করি। যদিও এই ব্যপারটা সবাই মনে করে যে, সেই সবার থেকে আলাদা। আবার এমনও দেখেছি সবাই তাদের ভালবাসার সম্পর্কটাকে মনে করে অন্য আর সবার থেকে ভিন্ন! আসলে বাস্তবিক পক্ষে সবই ঘুরে ফিরে একই।
আচ্ছা, এসব কি বলছি তোমাকে আমি?
অন্য কিছু কথা বলার জন্যই এসেছিলাম আমি আজ। হয়তো টেনশনে কিছু বলতে পারবো না আজো। হয়তো, তোমার দরজায় টোকা দিয়ে আবার ফিরে আসবো। দূরে দাঁড়িয়ে শুধু দেখবো তুমি দরজা খুলে কাউকে না দেখে আবার ভেতরে চলে গিয়েছ। আর এভাবে করেই মাসের পর মাস পার হয়ে যাবে, তবুও তোমার সামনা সামনি হতে পারবো না।
সবার অগচরে তোমাকে আমি দেখি। শুধু তোমার নয়ন জোড়া দেখার আকুল আকুতি আমার মনে সারাক্ষণ করে। তাই বার বার দেখি। সেই চোখের দৃষ্টিতে এতই মায়া যে, কখন রাত থেকে ভোর, ভোর থেকে দিন, দিন থেকে বিকেল হয়ে যায়! খেয়ালই থাকে না।
তোমার এলো কেশে মাঝে মাঝে হাত বুলাতে ইচ্ছে করে। হঠাৎ বাতাসে তোমার চুলগুলো যখন তোমার গালে এসে পরে তখন অবাক হয়ে তাকিয়ে থাকি। আর বৃষ্টিতে যখন তোমার ছাতা উড়ে কোথাও চলে যায় তখন তোমার মিছে রাগ, কিন্তু পরক্ষণেই উচ্ছাস দেখে চোখ ফেরাতে পারি না। তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়।
সবার কথার শেষ কথা হল, তুমি আমার, আমার, আমার! ব্যাস! আর কিছু জানি না।
যদি বল তুমি,
ভাবিনি কখনো তুমি শান্তির দূত হয়ে আসবে আমার এই জীবনে,
সত্যি ভাবিনি তুমি আসবে, ভালবাসবে।
যখন তুমি বল "তুমি আমার" এই কথাটা শুনে আমার বুকের ভেতর অদ্ভুত এক ভাল লাগা দোলা দেয়। পৃথিবীর সব সুখ এসে আমার মনে ভর করে।
কতদিন আনন্দে যে কেদেঁছি নিজেও জানিনা। প্রায় প্রতিটা মুহুর্তে তোমায় ভেবে কাটে আমার সময়,
আমার হৃদয় আকাশে তুমিই হচ্ছ সেই আলোকিত একমাত্র চাঁদ, যাকে আমি সত্যি অনেক ভালোবাসি,
এই যে শুনছ তুমি?
ভালবাসি.. ভালবাসি।
ভালোবাসি শুনে তুমি যখন বল "হুম! ভালোবাসি তোমায়" তখন এত শান্তি লাগে আমার, মনে হয় দৌড়ে গিয়ে তোমার বুকের মাঝে মাথা রাখি।
আর তোমার হৃদয়ের সব ধুকপুকানি কান পেতে শুনি।
আমাকে তুমি শক্ত করে ধরে রেখ,
তোমার ভালবাসার মাঝেই আমি হারাতে চাই অনন্তকাল।
তোমার হৃদয় গভীরেই যেন থাকে শুধুই আমার বসবাস।
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮
মাহবু১৫৪ বলেছেন:
২| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭
লাবনী আক্তার বলেছেন: তুমি আমার, আমার, আমার! ব্যাস!
আর কিছু জানি না।
আহারে এমনে কইরা কেউ কইল না, আফসোস।
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯
মাহবু১৫৪ বলেছেন:
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩
মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার প্রেমপত্র লিখেছেন
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯
মাহবু১৫৪ বলেছেন:
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪
পার্থ তালুকদার বলেছেন: উপছে পড়া প্রেম ! ভাল লাগল।
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯
মাহবু১৫৪ বলেছেন: হ ভাই, তা আর বলতে! :#>
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫
ডি মুন বলেছেন: বাহ,
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৪
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৪
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৫
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৪
একজন ঘূণপোকা বলেছেন: পার্থ তালুকদার বলেছেন: উপছে পড়া প্রেম ! ভাল লাগল।
১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৫
মাহবু১৫৪ বলেছেন:
৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৮
বাংলার পাই বলেছেন: চমৎকার লিখেছেন। নতুন প্রেমিকদের মনের কথাটাই আপনার লেখায় উঠে এসেছে। আমার মনে হয় প্রথম প্রেমের প্রস্তাব দেবার বেলায় সকলেরই এমন হয়।
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৫
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১০| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২
সুমন কর বলেছেন: বাংলার পাই ঠিক বলেছেন।
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১
মাহবু১৫৪ বলেছেন:
১১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১১
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭
জুন বলেছেন: অনেক ভালোলাগলো মুক্ত গদ্যর মত ভালোবাসার চিঠি মাহবু১৫৪ ।
+
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপা
ভাল থাকবেন
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর!!!
++++
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: কথামালাতে ভালোলাগা রইল ভ্রাতা
কেমন আছেন ?
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২২
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
অনেকদিন পর দেখলাম আপনাকে। ভাল আছি। আপনি কেমন?
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১০
অপূর্ণ রায়হান বলেছেন: এইতো ভ্রাতা , আছি ভালোই
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
মাহবু১৫৪ বলেছেন: আলহামদুলিল্লাহ
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসি শুনে তুমি যখন বল "হুম! ভালোবাসি তোমায়" তখন এত শান্তি লাগে আমার, মনে হয় দৌড়ে গিয়ে তোমার বুকের মাঝে মাথা রাখি।
:!> :!> :!>