![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
বছরের শুরুতেই মনে এক প্রবল উত্তেজনা অনুভব করছি। আসন্ন ইংরেজি মুভির লিস্ট দেখেই এই অবস্থা হয়েছে। লিস্টটা অনেক বড় হবে এটাই স্বাভাবিক।
আসুন দেখে নেই কিছু কিছু মুভির ট্রেইলার।
১। Terminator: Genisys
(অধির আগ্রহে বসে আছি এই মুভি দেখার জন্য)
২। Avengers: Age of Ultron
৩। Paul Blart: Mall Cop 2
৪। Little Boy
৫। Unfinished Business
৬। The Cobbler
৭। Danny Collins
৮। Wild Card
৯। Taken 3
১০। The Boy Next Door
১১। Woman in Gold
১২। While We're Young
এই লিস্ট আরো বড় হওয়ার আগেই এখানেই শেষ করছি পোস্ট। ভাল থাকবেন সবাই।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২
মাহবু১৫৪ বলেছেন:
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: শুধু ট্রেইলারে করে চোখের ক্ষুধা মিটে?
পুরো ছবির লিংক দিতে পারলে দেখে নেয়া যেতো।
তবুও কষ্ট করে আমাদের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
মাহবু১৫৪ বলেছেন: আপাতত ট্রেইলার দেখেই কাটান।
ধন্যবাদ
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
নতুন বলেছেন: Terminator: Genisys অবশ্যই দেখুম কিন্তু মনে হয়তেছে মজা হইবো না...
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
মাহবু১৫৪ বলেছেন: দেখা যাক, কি হয়
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১
অণুষ বলেছেন: দারুন পোস্ট। প্রিয়তে নিলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬
In2the Dark বলেছেন: এভেনজারস ২ তে বলে বাংলাদেশের সিন আছে, দেখি বাইর হইয়া নেক, দেখার অপেক্ষায় আছি।
আর চরম একটা ছবি মিস দিছেন।
*ফাইনাল ডেস্টিনেশন ৬
আমি আবার এই সিরিজের ফ্যান।
দাড়ান লিংকু দিতাছি,
* http://m.youtube.com/watch?v=1kICBQJ6eQw
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮
মাহবু১৫৪ বলেছেন: আমিও এমনটি শুনেছিলাম। দেখা যাক কি হয়।
ধন্যবাদ আপনাকে লিংকটা দেয়ার জন্য
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪
যোগী বলেছেন:
টারমিনেটোর, ওয়াল্ড কার্ড, আর টেকেন থ্রি দেখবো থিয়েটারে। অনেক দিনের অপেক্ষা !
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
মাহবু১৫৪ বলেছেন: ইনশাল্লাহ টারমিনেটর দেখবো থিয়েটারে। সামারে মুক্তি পাবে
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৮
ফারিয়া বলেছেন: The Cobbler আর Paul Blart: Mall Cop 2 দেখার ইচ্ছা পোষণ করছি!
কেমন আছেন?
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪
মাহবু১৫৪ বলেছেন: অপেক্ষায় আছি আমিও
দৌড়ের উপর যাচ্ছে দিনকাল। আপনার খবর কি? ইদানিং কম দেখি।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Fifty Shades of Grey কোথায়?
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
মাহবু১৫৪ বলেছেন: মুভির লিস্ট থামবে না। চলতেই থাকবে।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ!
Terminator: Genisys এবং Taken 3 দেখার অপেক্ষায় আছি....
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
মাহবু১৫৪ বলেছেন:
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
Terminator: Genisys, Teken3 দেখার অপেক্ষায় থাকলাম।
পোস্টে+++++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
অপূর্ণ রায়হান বলেছেন: Seventh Son
Jurassic World
এই দুইটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।
ভালো থাকবেন ভ্রাতা ।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
মাহবু১৫৪ বলেছেন: আমি কি করে জুরাসিক পার্ক এর কথা ভুলে গেলাম!!
এটা মাস্ট দেখবো থিয়েটারে
ভাল থাকবেন
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি জুরাসিক ওয়ার্ল্ড মাস্ট থিয়েটারে গিয়ে দেখব। সামারে রিলিজ হবে
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
মাহবু১৫৪ বলেছেন: আমিও মাস্ট দেখবো থিয়েটারে। কোন মাফ নাই।
এইবার সামার হবে জম্পেস
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
তুষার কাব্য বলেছেন: কয়েকটার উপর নজর আছে..আসুক..
অপেক্ষায় থাকলাম...
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫
মাহবু১৫৪ বলেছেন:
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
অন্ধ আইন বলেছেন: আসলে দেখমু
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: সবার আগে আপনি ধন্যবাদ পাবেন। কয়েকটা মুভি দেখার জন্য তর সইছে না...
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
মাহবু১৫৪ বলেছেন: আসলেই, মনে উতলা হয়ে আছে এইসব মুভি দেখার জন্য
ধন্যবাদ আপনাকেও
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
অপু তানভীর বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Fifty Shades of Grey কোথায়? B-
আমার নিজেরও এই মুভিটা দেখার ইচ্ছে আছে ! ১৪ ফ্রেব্রুয়ারি মুক্তি পাবে মনে হয় !!
ওয়েটিং !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম, ওয়েটিং।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০
রায়ান ঋদ্ধ বলেছেন: Fast & Feurious 7 লিস্ট থেকে বাদ যায় ক্যামনে?
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
মাহবু১৫৪ বলেছেন: লিস্ট অনেক বড়।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
কলমের কালি শেষ বলেছেন: হুম...
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
মাহবু১৫৪ বলেছেন:
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
ইমিনা বলেছেন: অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি
এই মুহূর্তে তাই আপনার জন্য অনেকগুলো ধন্যবাদ।
শুভকামনা।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
মাহির মুনিম বলেছেন: শুধুই অপেক্ষায় আরকি
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
মাহবু১৫৪ বলেছেন:
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
আবু শাকিল বলেছেন: বেশ কিছু মুভি মিছ করা যাবে না।
অপেক্ষায় আছি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
মাহবু১৫৪ বলেছেন: অপেক্ষায় আছি
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩
ফারিয়া বলেছেন: আমি আছি নিজের মত, ব্লগ এ ফিরব কিনা ভাবছিলাম। আমার ও দৌড় চলছে!
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯
মাহবু১৫৪ বলেছেন: আমিও মাঝে ব্লগে খুব একটা আসতাম না। কিছুদিন হল নিয়মিত হয়েছি আবার। আপনিও ফিরুন।
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫
আমি তুমি আমরা বলেছেন: টার্মিনেটর আর টেকেন ৩ এর অপেক্ষায়
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১
মাহবু১৫৪ বলেছেন:
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
এহসান সাবির বলেছেন: আমিও একটা দেব আপনার মত, তবে আপনার সাথে আমার ৩/৪ টা মিল থাকবে
মানে আমার ভালো লাগা গুলো......!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
দিয়ে দিন
২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: আপনি এখনো ব্লগ নিয়া আছেন
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১২
মাহবু১৫৪ বলেছেন: মাঝে মাঝে আসি
২৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪
এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬
মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: বিশেষ করে Terminator: Genisys, Avengers: Age of Ultron, Wild Card এবং Taken 3 দেখার অপেক্ষায় !!