![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক এই দিনে আমরা হারিয়েছিলাম আমাদের বোন ফেলানিকে।ভারতীয় নরপশুদের গুলিতে তাকে প্রান হারাতে হয়েছিল।আজও এবাবে হারাতে হচ্চে অনেককে।হিংস এই পশুদের থাবায় নির্বিচারে আর কত ভাই বোনের প্রান বিসর্জন দিতে হবে ।নির্বিচারে সীমান্তে আমরা আর মরতে চাই না।মরতে হলে লড়াই করে মরব। মানুষের মত মরব যেমন আমাদের পূর্বপুরুষেরা মরেচিল ৫২,৭১ কিংবা এখন যেবাবে মানুষ মরছে ফিলিস্তিনে ।একটা স্বাধীন দেশের মানুষ হয়ে কেন এবাবে মরতে হবে।ফেলানি হত্যার বিচার কি হবে না ।সরকার কে অনুরোধ করব দয়া করে এর প্রতিকার করো । নতজানু পররাষ্ট নীতিথেকে বের হয়ে আন্তরজাতিক আদালতে ভারতীয় পশুদের বিরুদ্বে মামলা করতে।এটা কি মানবতা বিরোধী অপরাধ না,
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
রাহমান মাহবুব বলেছেন: ভাইজান ৭১ এর বিচার ত চলতেছে ।দেখি সরকার কি করে ,বর্তমানে ৭১ এর বিচার নিয়া আর কি কইমু ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১
সময়একাত্তর বলেছেন: ফেলানী সহ সকল সীমান্ত-হত্যার বিচার ও হত্যাকান্ড বন্ধের দাবি জানাই।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: $$$ মমতা আর সীমান্তে থাকেনা, ফেলানি তুমি যেওনা।। $$
------------------------------------------------------------------------
মমতা সীমান্তে থাকেনা,
ভালবাসা বারুদের গন্ধে ছুটে পালায়।
সম্প্রীতি ওই বর্ডারে আর ঘুমোয় না,
ওর ঘুম ফেলানির চিত্কার কেড়ে নিয়েছে।
মানবতা সেই তো সেদিন,
পানি চেয়ে কেঁদেছিল,
তিস্তা নয়, নয় হিমালয়, দু ফোঁটা শুধু চেয়েছিল।
ব্যথা নেই আর, নেই ভালবাসা,
কান্না আসেনা আর, নেই কোনো আশা,
ফেলানি গিয়েছে, কত যে গেল,
হিসেব করে পাইনা,
চোখ বুঁজে আছি, অসহায় আমি,
দেখতেও আজ চাইনা!
তুমি চলে গিয়ে,
ভালো করেছ, থাকলে কাঁদতে বিধাতা,
সীমানা প্রাচীরে,
তুমিও নেই আজ, নেই ওতে কোনো সততা।
শকুনের রাজ্যে হায়েনা প্রহরী,
নেই কোনো দিবা, দেই শর্বরী,
মানবাত্তার শত্রুরা সব,
করে হুড়োহুড়ি,
করে বাড়াবাড়ি।
সেথা প্রেমময়তা পরাজিত শুধু,
উষর বিরান হয়েছে ধুধু,
তোমার শোকে কাঁদে শুধু।
বালিকা তুমি কেদেছ বটে,
অবকাশ নেই শুনবার,
ফেলানি চিত্কার করনা বারবার।
তোমার যন্ত্রণা হায়না দেখেনা,
তোমার কান্না শকুনে শোনেনা,
রক্ত ক্ষুধা, তরল সুধা,
রক্তের ওদের গাহন,
ফেলানি তোমাকে করেছি বারণ।
_____________________________________________________
অসহায় মেয়েটির আর্তচিত্কারকে উত্সর্গ আমার শব্দগুলো।। সীমান্ত হত্যা বন্ধ হোক.......
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
লোনলিফাইটার বলেছেন: বেটা ৭১ এর বিচার নিয়া কিছু কইলি না?