![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতাল কিভাবে রাজনৈতিক দলের গনতান্তিক অধিকার হয়।বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের হরতালে যে চিত্র দৃশ্যমান হয় ।সেগুলো দেখে মনে হয় না হরতাল গনতান্তিক অধিকার হওয়া উচিত।যদি গনতন্তে এই রকম হরতালের বাধ্যবাধকতা থাকে তাহলে গনতন্তের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।প্রতিবাদের তো একটা ধরন এবং সীমা থাকা উচিত।গনতন্ত কিভাবে রাজনৈতিক দলগুলোকে ধংসাত্বাক কাজের বৈধ্যতা দেয়।গনতন্ত মানেই জনগনের জন্য কিন্তু হরতাল হচ্চে জনবিরোধী কাজ, যদি হরতালের কা্র্যপ্রণালী হয় আমাদের দেশে যা হয় হরতালকারী দলের মাধ্যমে।
২| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৯
আরিফ নাওগাঁ বলেছেন: একমত
৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৩
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনার কি ধারনা হরতাল বন্ধ করলেই মারামারি হানাহানি বন্ধ হয়ে যাবে? হরতাল ছাড়াও কি মারামারি লাগে না? সমস্যার মূল হরতালে না। সমস্যার মূলে চিন্তা করেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১০
অস্হির বলেছেন: জনগন কে কষ্ট দিয়ে দাবি আদায়ের বিরুদ্ধে আমি। গনতন্র মানেই যদি রাজনৈতিক দলগুলোর ইচ্ছে মতো হরতাল ডাকা আর ধ্বংসাত্মক কাজের মাধ্যমে দেশের ক্ষতি করা হয় তাহলে সেই গনতন্র এর দরকার নেই। দেশটাতো আমাদের সকলের। এমন কাজ করবোই বা কেন যেটাতে দেশের ক্ষতি হবে। দাবি আদায়ের তো আরো অনেক পথ আছে। একদিনের হরতালে দেশের কতো ক্ষতি আর সাধারণ জনগনের কতো কষ্ট একবার ভেবে দেখেনা কেও / কোনো রাজনৈতিক দল। আসলে সত্যিকারের দেশপ্রেম আমাদের দেশের কোনো রাজনৈতিক দলেরই নেই।