নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচ

Mahdi Mehedi

mahdi0907

আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচালনা করছি। মাঝে মাঝে শখের বশে লেখালেখি করি বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর লিখতে ভালবাসি এবং চেষ্টা করি তথ্যবহুল লেখা পাঠকদের উপহার দেওয়ার।

mahdi0907 › বিস্তারিত পোস্টঃ

পিসি/ল্যাপটপ/এন্ড্রোয়েডের জন্য নিয়ে নিন বাংলায় অনূদিত জিন জাতি বিষয়ক দূর্লভ ইবুক “JIN-Nations Extraordinary History”

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ



আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।



And I (Allâh) created not the jinns and humans except they should worship Me (Alone).



-Surah Az-Zariyat (সূরা আয-যারিয়াত), আয়াতঃ৫৬



وَيَوْمَ يِحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُم مِّنَ الإِنسِ وَقَالَ أَوْلِيَآؤُهُم مِّنَ الإِنسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِيَ أَجَّلْتَ لَنَا قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلاَّ مَا شَاء اللّهُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَليمٌ



যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ। তাদের মানব বন্ধুরা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরে পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন, আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেনঃ আগুন হল তোমাদের বাসস্থান। তথায় তোমরা চিরকাল অবস্থান করবে; কিন্তু যখন চাইবেন আল্লাহ। নিশ্চয় আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।



And on the Day when He will gather them (all) together (and say): ”O you assembly of jinns! Many did you mislead of men,” and their Auliyâ’ (friends and helpers, etc.) amongst men will say: ”Our Lord! We benefited one from the other, but now we have reached our appointed term which You did appoint for us.” He will say: ”The Fire be your dwelling­place, you will dwell therein forever, except as Allâh may will. Certainly your Lord is All­Wise, All­Knowing.”



-Surah Al-An'am (সূরা আল আন-আম),আয়াতঃ ১০০



আশা করি উপরোক্ত কুরআনের আয়াতসমূহের দ্বারা জিন জাতির অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত সহকারে সন্দেহের কোন অবকাশ নেই বিশেষত আমাদের মুসলিমদের জন্য। আমাদের সমাজে জিন জাতির ব্যাপারে খুব কম আমরা জানি। ছোটবেলায় আমাদের প্রবীন এবং মসজিদের হুজুরদের কাছে দুষ্ট জিনের আছরের অনেক ঘটনা শুনেছি। আর শুনেছি এরা অদৃশ্য হয়ে থাকে, এদের মধ্যে মানুষের মতো ভালো মন্দ জিন আছে। তবে আমাদের জানাটা এগুলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এদের ইতিহাস, এরা কোথায় থাকে, কী খায়, এদের জীবন ধারণের পদ্ধতিটা কেমন, এরা দেখতে কেমন, এরা কি মৃত্যুবরণ করে ইত্যাদি বিষয় আমরা জানি না আর যদিও জেনে থাকি তবে কারও অনুমান নির্ভর কথা থেকে জানা। অর্থাৎ কোন সুস্পষ্ট প্রমানাদি নেই যে জিনের ব্যাপারে আমাদের শ্রবনকৃত কথাটা সত্য। আজকে আমি আপনাদের নিকট একটা অনুবাদকৃত বই শেয়ার করছি যেটা জিন জাতির ইতিহাস এবং অস্তিত্বের ব্যাপারে অনেক অজানা তথ্য দিয়েছে বিভিন্ন রেফারেন্সসহ।বইটিতে মূল লেখকের বই হতে অনেক সংযোজন বিয়োজন করে শৃঙ্খলাবদ্ধভাবে বিষয়ভিত্তিক অনুবাদ করে প্রকাশিত হয় যাতে পাঠকের বোধগম্য হয় এবং বিভ্রান্ত সৃষ্টি না হয়। বইটি পড়ে আমার ভালো লাগল আশা করি পাঠকদেরও ভালো লাগবে। নিম্মে ইবুকটির মিডিয়াফায়ার ডাউনলোড লিংক দেয়া হলঃ







ডাউনলোড লিংক



পরিশেষে ডাউনলোড সংক্রান্ত কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব। আল্লাহ হাফিজ।



ফেসবুকে আমি...............



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বইটা আছে আমার কাছে।অনেক আগ্রহ নিয়ে কিনেছিলাম।জেনেছি অনেক কিছুই।তবে সকল তথ্য বিশ্বাসযোগ্য নয়।প্রচুর জইফ ও মওজু হাদীসের আধিক্য।তারপরও সংগ্রহে রাখার মতন চমৎকার একটি বই।
পোষ্টের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.