![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচালনা করছি। মাঝে মাঝে শখের বশে লেখালেখি করি বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর লিখতে ভালবাসি এবং চেষ্টা করি তথ্যবহুল লেখা পাঠকদের উপহার দেওয়ার।
মধ্যবিত্ত পরিবারে ছেলেদের জন্ম নেওয়াটাও আজকাল পাপ। কারন কৈশোর না পেরোতেই সমাজ এবং পরিবার তাদেরকে দায়িত্বের ব্যাপারে সচেতন করা শুরু করে আর বারংবার এই সচেতনতাই তাকে একটা সময় টাকার পিছে ছুটতে বাধ্য করে, অপমৃত্যু ঘটে তার ইচ্ছেগুলোর। ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা তাকে কোন পথ দেখাতে পারে না দিন শেষে হতাশা ছাড়া কিন্তু তাই বলে পরিবারের মানুষদের সে হতাশ করতে পারে না যারা তাকে নিয়ে বড় আশা করে। মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলে কোন মেয়েকে ভালোবাসলে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখতে পারে না কারন মেয়ের পরিবারের নিকট সে দেশের একটি বোঝা ছাড়া আর কিছুই নয়। আবার মোটামুটি উপার্জনকারী হলেও চলমান অর্থনৈতিক অবস্থার দোহাই দিয়ে তার ভালোবাসাকে নীরবে গলা টিপে হত্যা করা হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলেটি যখন তার ভালোবাসার মানুষটিকে নিয়ে সংসার করার স্বপ্ন নিয়ে দিন রাত উপার্জনের পিছনে সময় দেয় তখন ভালোবাসার মানুষটিও একটা সময় তাকে হৃদয়হীন আখ্যা দিয়ে ছেড়ে চলে যায়। অবশেষে কেউ তাদেরকে বুঝল না, খুজে পেলো না মুখের হাসির পেছনে লুকানো বেদনার অর্থ। আর এভাবেই প্রাপ্তি অপ্রাপ্তি এই দুটো নিয়ে তাদের অবিরাম পথচলা.........আমাদের পথচলা...।।
২| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বর্তমান সময়ের কথা
৩| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫
নয়ন01 বলেছেন: এই ভাবে আমাদের জীবন পার করা ছাড়া উপায় নাই......
৪| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
প্লেবয় বলেছেন: এই কষ্ট বয়ে নিয়েই আমাদের বাচতে হবে।
৫| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: দারিদ্রের দুষ্ট চক্রের ফল।
এ চক্র থেকে বেরিয়ে আসা যাবে না মনে হয়।
৬| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
অদ্ভুত_আমি বলেছেন: শুধু পাপ না ভাই, মহাপাপ
৭| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
মুহাম্মদ তৌহিদ বলেছেন: এটাই বাস্তবতা। তাই শত কষ্ট সত্ত্বেও হাসিমুখে এসব মেনে নেয়া ছাড়া কোন উপায় নাই।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
সুজন দেহলভী বলেছেন: একদম মনের কথা।