নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ মহান সর্বশক্তিমান

লেখতে ভালো লাগে ...

রাশীদ মাহদি

আমি স্বপ্ন দেখি, একদিন সব কোলাহল থেমে যাবে। থাকবে না রাজনৈতিক দ্বন্দ্ব। আমরা স্বাধীন জাতি, গোলামির শৃঙ্খল ভেঙে আমরা হবো মুক্ত। আমাদের প্রতি যার দয়া, আমরা হবো কেবল তারই ভৃত্য...

রাশীদ মাহদি › বিস্তারিত পোস্টঃ

মন ভালো করার শেষ চিকিৎসা

৩০ শে মে, ২০১৪ সকাল ৭:১২

আকাশ নীল, নীল রঙে একপ্রকার বিশালতা আছে৷ আকাশ দেখলে মন ভালো হয়ে যায়। মন যখন খারাপ থাকে আকাশের দিকে চেয়ে থাকলে ধীরে ধীরে মনের উপর থেকে খারাপ-লাগা প্রলেপ খসে পড়ে।



সাগর নীল, নীল রঙে একপ্রকার উদারতা আছে। সাগরের পাড়ে বসে আছে, সাগরের নীল রঙ অবলোকন করছে, অথচ তার মন খারাপ -কেউ দেখাতে পারবেন?



নীল, নীল এবং নীল। নীল কষ্টের রঙ; আসলে নীল রঙ কষ্টের সাথে "সলবে মাখজ"-এর সম্পর্কে আবদ্ধ। নীল বাস্তবে প্রশান্তিদায়ক। জ্ঞানীদের কথা, নীল আকাশের রঙ না- দূরত্ব ও গভীরতা আকাশকে নীলরঙ দান করেছে। নীল সাগরের রঙ না- প্রতিচ্ছবি ও গভীরতা সাগরের পানিকে নয়, সাগরকে নীল করেছে।



অনেক সময় আমাদের মন খারাপ হয়, কিছুই ভালো লাগে না। আমরা সবসময়ই কিন্তু আকাশ বা সাগর দেখে আমাদের মন ভালো করি না। তখন আমরা একাকিত্ব বরণ করি; মনের গভীরে ডুব দেই বা এমন কিছু নিয়ে গভীর ধ্যানে ব্যস্ত থাকি যা মন খারাপ করা কারণটি থেকে আমাকে দূরে রাখবে।



মূলত, নীল নয়; গভীরতা অন্তরে শান্তি আনয়নকারী। আকাশ ও সাগরের নীলে গভীর কিছু আছে সেই গভীরে মনের ভেলা ভাসিয়ে দিলে মন বিশাল হয়ে যায় এবং মন খারাপ করা কারণটি ক্ষুদ্র হয়ে যায়।



আমরা মুসলিম। আমরা কুরআন সুন্নাহর অনুসরণ করবো। আকাশ, সাগরের সাথে সাথে আরও বিশাল ও গভীর কিছু বিষয় আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেন,



الا بذكر الله تطمءن القلوب



জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।

সুরা আর-রা'আদ, আয়াত ২৮



যেকোনো ইবাদত আল্লাহর ধ্যানে, ইহসানের সাথে আদায় করাকেই যিকির বলে।



বন্ধুরা, এমন যিকির করে দেখুন -আল্লাহর অঙ্গীকার, অবশ্যই আপনার মন প্রশান্তি লাভ করবে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.