নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

১৫ হাজারের বাজেটে সেরা তিনটি স্মার্টফোন!

৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭



স্মার্টফোন কেনার ব্যাপারে প্রথমই আমাদের মাথায় যে ব্যাপারটি আসে, সেটি হচ্ছে বাজেট। যেখানে দেশের বেশিরভাগ মানুষের সাধ্য মিড রেঞ্জের স্মার্টফোন কেনার। ঠিক সেখানে অন্যতম একটি চিন্তা চলে আসে এই বাজেটে দারুন একটি স্মার্টফোন খুঁজে বের করা। আপনি যদি ১৫ হাজার টাকার মধ্যে দারুন একটি স্মার্টফোন কিনতে চান, তবে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন দেশীয় ইলেক্ট্রনিকস জায়ান্ট ওয়ালটনের স্মার্টফোনগুলো। দামে, মানে এবং বিক্রয়ত্তর সেবার দিক দিয়ে নিঃসন্দেহে বর্তমানে ওয়ালটন রয়েছে অন্যতম জনপ্রিয়তায়। এই লেখার আমরা ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালটনের সেরা কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর এগুলো হচ্ছেঃ প্রিমো আর৮, প্রিমো আরএক্স৮ এবং প্রিমো আরএক্স৮ মিনি।

Primo R8

প্রথমে আমরা আলোচনা করব ওয়ালটনের প্রিমো আর৮ ডিভাইসটি নিয়ে। প্রিমো আর৮ ডিভাইসটির দাম ১০৬৯৯ টাকা। ফোনটিতে পেয়ে যাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ চিপসেট। ওয়ালটন, প্রিমো আর৮ স্মার্টফোনটিকে যথেষ্ট প্রিমিয়াম লুকে আনার চেষ্টা করেছে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ট হলেও স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ম্যাট ফিনিস টেক্সচার, যার ফলে স্মার্টফোনটি হয়েছে যথেষ্ট কমপ্যাক্ট ও কমফোর্টেবল। ফোনটিতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।
Primo R8 Review

স্মার্টফোনটির রিয়ারে প্রাইমারি সেন্সর হিসেবে পাওয়া যাবে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর, আর সেকেন্ডারি হিসেবে পাওয়া যাবে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পাশাপাশি পাবেন একটি শক্তিশালী ফ্ল্যাশ, যা খুবই স্বাভাবিক। তবে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা সেটাপের মূল আকর্ষণ এর এপার্চার সাইজ।

একনজরে Primo R8
এন্ড্রয়েড ১০
হেলিও জি৩৫, ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
১৩+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএইচ ব্যাটারি

Primo RX8

এবার আলোচনা করব ওয়ালটন প্রিমো আরএক্স৮ ডিভাইসটি সম্পর্কে। প্রিমো আরএক্স৮ এর বাজার মূল্য ১৫৫৯৯ টাকা। স্মার্টফোনটিকে সিস্টেম ব্যকআপ দিবে এতে থাকা ৪ জিবি র‍্যাম। তবে ব্যবহারকারিদের আরএক্স৮ এর স্টোরেজ নিয়ে চিন্তা করতে হবেনা; কেননা আরএক্স৮ ডিভাইসটিতে বিল্টইন হিসেবে পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ।
Primo RX8 Review

স্মার্টফোনটির অন্যতম চমক হচ্ছে এর ক্যামেরা সেকশনে। আরএক্স৮ এর রিয়ার প্যানেলে দেখা কোয়াড তথা ৪ টি ক্যামেরা বিশিষ্ট একটি শক্তিশালী সেটাপ। স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, ওয়াইড এঙ্গেলের থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটাপে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপ্টথ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর তো থাকছেই!

একনজরে Primo RX8
এন্ড্রয়েড ভার্সন ১০
১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর (হেলিও পি২২)
৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ
২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
১৬+২+৮+৫ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
ইউএসবি টাইপ-সি পোর্ট

Primo RX8 Mini

এবার আসি দেশের বাজারে বর্তমান সময়ে অন্যতম হাইপে ওঠা একটি স্মার্টফোন প্রিমো আরএক্স৮ মিনি নিয়ে। প্রিমো আরএক্স৮ মিনি স্মার্টফোনটির দাম ১২৯৯৯ টাকা। প্রিমো আরএক্স৮ মিনি ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। সিপিইউ এর সাথে গ্রাফিক্স প্রসেসর হিসেবে পাওয়া যাবে এডরিনো ৫০৬ জিপিইউ। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অভ্যন্তরীণ মেমোরি। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩৬০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। স্মার্টফোনটির বক্সে একটি ১০ ওয়াট ক্যাপাসিটির চার্জার থাকলেও, স্মার্টফোনটি ১৮ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকে।
Primo RX8 Mini Review

প্রিমো আরএক্স৮ মিনির উল্লেখ্যযোগ্য দিক হচ্ছে এর ক্যামেরা সেকশন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ। যার মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে সনির আইএমএক্স৪৮ সিরিজের ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। স্মার্টফোনটিতে পাবেন ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

একনজরে Primo RX8 Mini
ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেল, ৪৪১ পিপিআই
স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর
৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
১২ মেগাপিক্সেল প্রাইমারি সনি সেন্সরসহ, ট্রিপল ক্যামেরা মডিউল
১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
গ্লাস ফিনিস বডি
সিকিউরিটি স্লাইডার

আশাকরি, ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালটনের দারুন এই কটি স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছেন। স্মার্টফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে, লেখার সাথে সংযুক্ত রিভিউ ভিডিও দেখতে পারেন। পাশাপাশি আপনি আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে গিয়ে স্মার্টফোনগুলো নিজ হাতে নিয়ে এক্সপেরিয়েন্স করতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.