নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

Walton Primo E12 & Primo NF5: দাম কমলো দুটি মডেলের!!

২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৮



দেশের ইলেক্ট্রনিকস মার্কেটে বর্তমানে সবার অন্যতম বিশ্বস্ত একটি পছন্দ ওয়ালটন। নানারকম ইলেকট্রনিকস পন্যের পাশাপাশি স্মার্টফোনের দিক দিয়েও বাজার দাপিয়ে বেড়াচ্ছে ওয়ালটন। বিশেষ করে দেশের সাধারন বাজেট গ্রাহকদের কথা মাথা রেখে উপযোগী নিত্যনতুন মডেলের স্মার্টফোন দিয়ে সবার মন জয় করে নিয়েছে। বাজেটে ভালো মানসম্মত একটি স্মার্টফোন কেনার কথা উঠলেই মনে যেমন ওয়ালটনের কথা আসে, তেমনই বাজারেও সর্বত্রই ওয়ালটন!

গ্রাহকদের জন্য বাজারে ওয়ালটন প্রতিনিয়তই নিত্যনতুন মডেলের স্মার্টফোন তো নিয়ে আসেই, পাশাপাশি বিভিন্ন সময় নানান স্মার্টফোনে বিভিন্ন অফারও দিয়ে থাকে। যেমন সম্প্রতি ওয়ালটন তাদের দুটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। এই দুটি মডেলের স্মার্টফোন হচ্ছে প্রিমো এনএফ৫ এবং প্রিমো ই১২

প্রিমো ই১২

প্লাস্টিক বডির দারুন এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে তিনটি কালারে। এগুলো হচ্ছেঃ কালো, লাল এবং নীল। স্মার্টফোনটিতে পাবেন ৫ ইঞ্চির এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে প্যানেল। প্রিমো ই১২ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্জ ক্লকস্পীডের কোয়াড কোর প্রোসেসর। আর স্মার্টফোনটির সিস্টেমকে ব্যাকআপ দিবে ১ জিবি র্যাম। প্রিমো ই১২ ডিভাইসটিতে পাওয়া যাবে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যার মধ্যে ব্যবহারকারীরা ৪ জিবির মতন জায়গা ফাকা পাবেন। প্রিমো ই১২ এর রিভিউ লিংক।

এক নজরে প্রিমো ই১২ স্মার্টফোন:
৪জি কানেক্টিভিটি
৫ ইঞ্চি এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে
১.৪ গিগাহার্জ কোয়াডকোর সিপিইউ
মালি টি-৮২০ জিপিইউ
১ জিবি র্যাম, ৮ জিবি রম
২০০০ এমএএইচ ব্যাটারি
আগের দাম: ৫২৯৯ টাকা, নতুন দাম: ৪৯৯০ টাকা

প্রিমো এনএফ৫

প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চান, তাদের জন্য প্রিমো এনএফ৫ দারুন হতে পারে। প্রিমো এনএফ৫ এর রিভিউ লিংক।

একনজরে প্রিমো এনএফ৫
৬.৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
হেলিও এ২০ চিপসেট
ট্রিপল ক্যামেরা সেটাপ
৪০০০ এমএএইচ ব্যাটারি
আগের দাম: ৯৬৯৯ টাকা, নতুন দাম: ৮৬৯৯ টাকা

স্মার্টফোন দুটি সামনাসামনি দেখতে আপনি চলে যেতে পারেন আপনার নিকটস্থ যেকোন ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। আপনি আপনার পাশের যেকোন রিটেইল স্মার্টফোন দোকানেও খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। দাম কমলে যে সার্ভিস কম পাবেন তা কিন্তু নয়! ওয়ালটনের অন্য সব ফোনের মতই এই দুটি স্মার্টফোনেও পাবেন নিয়মিত ওয়ারেন্টি সহ অন্যান্য সার্ভিস সংক্রান্ত সুবিধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.