নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

Walton Primo GH10 Vs. Itel Vision 2s: কে বেস্ট ভ্যালু ফর মানি?

২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২১



দেশের বাজেট গ্রাহকদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত দারুন এবং অনবদ্য সকল স্মার্টফোন আনবার জন্য দেশীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন বরাবরই অনেক বেশি জনপ্রিয়। ওয়ালটন সবসময়ই দেশের সাধারন বাজেট ক্রেতাদের কথা মাথায় রেখে সবসময়ই সর্বোচ্চ সুবিধা-সম্বলিত ডিভাইস বাজারে, যা নিমিষেই বাজারে বেশ জনপ্রিয়তাও পেয়ে যায়। ওয়ালটনের সাম্প্রতিক সময়ে লঞ্চ করা তেমনই একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো জিএইচ১০। প্রিমো জিএইচ ১০ তার দারুন দামে দারুন ফিচার ক্রেতাদের অফার করবার মাধ্যমে খুবই দ্রুত সময়ে বাজারের বাজেট রেঞ্জের একটি বেস্ট সেলিং স্মার্টফোনে রূপান্তরিত হয়েছে।

এই আর্টিকেলে আমরা আলোচনা করব জনপ্রিয় এই প্রিমো জিএইচ১০ সাথে বাজারে টেক্কা দেয়া আরেকটি স্মার্টফোন আইটেল ভিশন ২এস নিয়ে। আইটেল ভিশন ২এস এবং প্রিমো জিএইচ১০ স্মার্টফোন দুটিই প্রায় একি সময়ে বাজারে এসেছে। প্রিমো জিএইচ ১০ এবং ভিশন ২এস দুটি স্মার্টফোনই ২০২১ সালের অক্টোবর মাসে বাজারে এসেছে। এই লেখায় আমরা স্মার্টফোন দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব, আমাদের আজকের আলোচ্য স্মার্টফোন দুটির মধ্যে, কোনটি বেস্ট ভ্যালু ফর মানি?


অপারেটিং সিস্টেম
প্রথমেই শুরু করি স্মার্টফোনটিতে থাকা অপারেটিং সিস্টেম নিয়ে! দুটি স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ১১ সংস্করন। তবে লাইট হার্ডওয়্যার বলে দুটিতেই ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১ এর গো ভার্সন। গো ভার্সন হবার ফলে আপনি অ্যান্ড্রয়েড দারুন এক্সপেরিয়েন্স পাবেন লাইট হার্ডওয়্যার থাকা সত্যেও! সুতরাং, দুটি স্মার্টফোনই অপারেটিং সিস্টেমের দিক দিয়ে সমান সমান অবস্থানে থাকবে!

ডিসপ্লে
এবার আসি স্মার্টফোন দুটির ডিসপ্লে সেকশন নিয়ে, দুটি স্মার্টফোনেই পেয়ে যাবেন প্রায় ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। আইটেলে পেয়ে যাবেন একদম একুরেট ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, অন্যদিকে ওয়ালটনে পেয়ে যাবেন খানিকটা বেশি ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে। আইটেলের ভিশন ২এসের ডিসপ্লে রেজুলেশন ১২০০*৭২০ পিক্সেল। অন্যদিকে প্রিমো জিএইচ১০ এর ডিসপ্লে রেজুলেশন ১৬০০* ৭২০ পিক্সেল। দুটি ডিভাইসের ডিসপ্লেই প্রায় ৬.৫ হলেও ভিশন ২এস এর চাইতে প্রিমো জিএইচ১০ এ এই সাইজটি হালকা বেশি। সাইজের হালকা কমবেশি না হয় অনেক সময় গ্রহণযোগ্য হয়, তবে প্রিমো জিএইচ১০ এর রেজুলেশনও ভিশন ২এসের চাইতে বেশি। সুতরাং, ডিসপ্লে সেকশনের দিক দিয়ে প্রিমো জিএইচ১০ ক্লিয়ার উইনার!

হার্ডওয়্যার ও মেমরি
স্মার্টফোন দুটিই পেয়ে যাবেন ২ জিবি র‍্যামের সাথে। ইন্টারনাল হার্ডওয়্যার সেকশনে দুটি ডিভাইসেই পেয়ে যাবেন ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। তবে আইটেলে ব্যবহার করা হয়েছে UniSoC SC9863A চিপসেট। অন্যদিকে ওয়ালটনের প্রিমো জিএইচ১০ ডিভাইসে ব্যবহার করা হয়েছে ARM Cortex A55 ভিত্তিক মিডিয়াটেকের চিপসেট। যেখানে বেঞ্চমার্ক স্কোরের হিসেবে সিপিইউ-জিপিইউ মিলিয়ে মিডিয়াটেকেরই পারফরমেন্স রেট বেশি। এই হিসেবে হার্ডওয়্যারের দিক দিয়েও প্রিমো জিএইচ১০ ডিভাইসটিই এগিয়ে থাকবে।

ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাইয় আইটেল ভিশন ২এস এবং প্রিমো জিএইচ১০ সমান অবস্থানে থাকবে, কেননা দুটি ডিভাইসেরই ফ্রন্ট প্যানেলে ব্যবহারকারিরা পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেল সেলফি শুটার। তবে রিয়ার ক্যামেরাইয় ওয়ালটন এগিয়ে কেননা প্রিমো জিএইচ১০ এর সাথে পাবেন ফুল প্যাকড ৩ টি ক্যামেরা সহ একটি ট্রিপল ক্যামেরা মডিউল। অন্যদিকে ভিশন ২এসে থাকছে দুটি ক্যামেরা সেন্সর নিয়ে ডুয়াল ক্যামেরা মডিউল। সুতরাং, ক্যামেরার দিক দিয়ে এইভাবে ওয়ালটন প্রিমো জিএইচ১০ এগিয়ে থাকছে।

ব্যাটারি
প্রিমো জিএইচ১০ ডিভাইসটির সাথে পেয়ে যাবেন ৪০০০ এমএএইচ ব্যাটারি, অন্যদিকে ভিশন ২এসে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তবে প্রিমো জিএইচ১০ দিয়ে যে সারাদিন ব্যাকআপ পাবেন না, তা কিন্তু নয়! প্রিমো জিএইচ১০ এর ৪০০০ এমএইচ ব্যাটারি দিয়েও সারাদিন অনায়াসে ব্যাকাপ পেয়ে যাবেন। যেখানে কথা আসছে ভিশন ২এসের ৫০০০ এমএএইচ ব্যাটারির, অবশ্যই সেটি দিয়ে আপনি কিছুটা বেশি ব্যাকাপ পাবেন, তবে দৈনন্দিন ব্যবহারে প্রিমো জিএইচ১০ এর ৪০০০ এমএএইচ ব্যাটারি দিয়েও আপনার খুব একটা সমস্যা হবেনা।

দাম এবং সিদ্ধান্ত
পরিশেষে আসি কোনটি বেস্ট ভ্যালু ফর মানি! অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিছু এক্সপেক্টে ওয়ালটনের প্রিমো জিএইচ১০ দারুনভাবে এগিয়ে রয়েছে। দামের কথা বললে, বর্তমানে বাজারে প্রিমো জিএইচ১০ এর দাম ৭৫৯৯ টাকা। অন্যদিকে আইটেল ভিশন ২এস এর দাম ৮৬৯০ টাকা। তাই নিঃসন্দেহে কে বেস্ট ভ্যালু ফর মানি, তাতে কিন্তু কোনরকম সন্দেহ থাকেনা। আপনি যদি এই বাজেটে স্মার্টফোন কিনতে চান, আর আপনার মাথায় যদি এই দুটি স্মার্টফোন থেকে থাকে, তবে নিঃসন্দেহে আপনি প্রিমো জিএইচ১০ কেই বাছাই করতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.