![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
সাম্প্রতিক সময়ে ওয়ালটন দেশের বাজারে লঞ্চ করেছে তাদের জিএইচ সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো জিএইচ১০। আর প্রিমো জিএইচ ১০ অল্প সময়েও বাজারে বেশ ভালো গ্রাহক সুনামও কুড়িয়ে নিয়েছে। প্রিমো জিএইচ১০ এর অন্যতম আকর্ষণীয় দিক ছিল বাজেটে এর দারুন ক্যামেরা এবং হার্ডওয়্যার। কেবল যে এই দুইটি দিকই স্মার্টফোনটির জনপ্রিয় হবার কেন্দ্রবিন্দু ছিল তা কিন্তু নয়! স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ট কোয়ালিটিও বাজেট হিসেবে প্রশংসার দাবিদার।
Primo GH10 First Impressions
৭৫৯৯ টাকায় আজকের তালিকার আরেকটি দুর্দান্ত স্মার্টফোন হচ্ছে প্রিমো জিএইচ১০। প্রিমো জিএইচ ১০ সাম্প্রতিক সময়ে ওয়ালটনের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন, লেটেস্ট এন্ড্রয়েড ১১ গো এডিশন, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটাপ সহ আরো অনেক কিছু।
ক্যামেরার দিক থেকেও অন্যতম প্লাস-পয়েন্ট এইযে, ৭৫৯৯ টাকার এই ফোনে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটাপ। আর এই ট্রিপল ক্যামেরায় পাবেন প্রাইমারি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি সেন্সরে আপনি পাচ্ছেন এপারচার এফ ২.০। যা আপনাকে অবজেক্টকে তুলনামূলক ভালো ফোকাস পয়েন্টে রেখে খুব দারুন কিছু ছবি তুলতে সহায়তা করবে। এর এপারচার এফ ২.০ আপানাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে অনেক সুবিধা দিবে। আর লেন্স অপেনিং বড় বলে লো লাইটেও তুলতে পারবেন দারুন মানের ছবি।
একনজরে প্রিমো জিএইচ১০ ফোনে যা যা পাবেনঃ
এন্ড্রয়েড ১১ গো সংস্করণ
১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
২ জিবি র্যাম, ৩২ জিবি রম
২০ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ট্রিপল ক্যামেরা সেটাপ
৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৪০০০ এমএএইচ ব্যাটারি
৭৫৯৯ টাকা
Primo GH10 Gaming Review
ফোনটিতে এন্ড্রয়েডের লাইট তথা গো সংস্করণ ব্যবহার করা হয়েছে। গো সংস্করণ হবার ফলে ফোনটির ইউআই যথেষ্ট লাইট এবং স্টক এন্ড্রয়েডের মজাটা নিতে পারবেন।যারা বাজেটে বিগ ব্যাটারি স্মার্টফোন খোঁজেন, তাদের জন্যও অদ্বিতীয় জিএইচ১০। কেননা, প্রিমো জিএইচ১০ ডিভাইসটিতে পেয়ে যাবেন ৪০০০ এমএএইচ ব্যাটারি।
সবমিলিয়ে ৭৫৯৯ টাকায় এই প্রিমো জিএইচ১০ ফোনটির জুড়ি মেলা ভার! ফোনটির সাথে পেয়ে যাবেন যাবতীয় এক্সক্সেসরিসের সাথে ওয়ালটনের রেগুলার সার্ভিস ওয়ারেন্টি। দেশজুড়ে ওয়ালটনের বিস্তৃত সার্ভিস সেন্টার ফ্যাসিলিটির কারনে, স্মার্টফোনটি নিয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সমস্যায় পেয়ে যাবেন দেশের অন্য যেকোনো সার্ভিস সেন্টার থেকে একদম সেরা সার্ভিস অভিজ্ঞতা।
©somewhere in net ltd.