![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দেশের বাজেটে মেড ইন বাংলাদেশ স্মার্টফোন নিয়ে এসে সর্বপ্রথম মেড ইন বাংলাদেশ স্মার্টফোন নিয়ে এসে মানুষের মনে জায়গা করে নিয়ে দেশীয় টেক জায়ান্ট ওয়ালটন। ওয়ালটন দেশের মানুষের সাধ্য এবং চাহিদার কথা বিবেচনা করে সর্বদাই সাধ্যের মধ্যে মানসম্মত স্মার্টফোন মানুষের মাঝে তুলে দেবার চেষ্টা করে।
আজকের এই আর্টিকেলে আমরা ওয়ালটনের ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৪টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর ঈদ হিসেবে ওয়ালটন বাজারে নতুন এই ৪টি স্মার্টফোন নিয়ে এসেছে।
আপনার বাজেট যদি ১৫ হাজার টাকা বা এর মধ্য হয়, তবে আপনি এই স্মার্টফোনগুলো কিনতে পারেন। আজকে আমাদের তালিকার ৪টি স্মার্টফোন গুলো হচ্ছেঃ প্রিমো এনএক্স৬, প্রিমো এইচ১০, প্রিমো এস৮ মিনি এবং প্রিমো জিএইচ১১।
Table of Contents
প্রিমো এনএক্স৬
একনজরে প্রিমো এনএক্স৬
প্রিমো এইচ১০
একনজরে প্রিমো এইচ১০
প্রিমো এস৮ মিনি
একনজরে প্রিমো এস৮
প্রিমো জিএইচ ১১
একনজরে প্রিমো জিএইচ১১
প্রিমো এনএক্স৬
নেক্সট জেনারেশন ডোমিনেশন তথা নতুন প্রজন্মের আধিপত্য শীর্ষক ট্যাগলাইন দিয়ে বাজারে ওয়ালটন নিয়ে এসেছিল প্রিমো এনএক্স৬ স্মার্টফোন। এনএক্স সিরিজের স্মার্টফোনে ওয়ালটন বরাবরই নানা রকম নতুনত্ব রাখে, নতুন এই এনএক্স৬ স্মার্টফোনেও তার বিকল্প ঘটেনি। নতুন প্রিমো এনএক্স৬ স্মার্টফোনে ওয়ালটন ডিজাইন, হার্ডওয়ার থেকে শুরু করে আরো অনেক বিষয় ফিচার করেছে; যা দাম হিসেবে এই স্মার্টফোনকে বাজারে অনেক প্রতিযোগী একটি অবস্থান ধরে রেখেছিল।
একনজরে প্রিমো এনএক্স৬
এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, হেলিও জি৮৫ চিপসেট
৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম
৪৮ + ২ + ৫ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৬.৭৮ ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে
মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
৬০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
দামঃ ১৫৯৯৯ টাকা
Primo NX6 First Impression
প্রিমো এইচ১০
প্রথমে ওয়ালটন প্রিমো এইচ সিরিজের ৪ জিবি র্যাম ভেরিয়েন্ট নিয়ে আসলেও, এখন তারা প্রিমো এইচ সিরিজের নতুন একটি ৬ জিবি র্যাম ভেরিয়েন্ট উন্মুক্ত করেছে। স্মার্টফোনটিতে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর। যা একটি অক্টাকোর ২ গিগাহার্জ বাজস্পিডের প্রসেসর। আর এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স ইউনিট হিসেবে পেয়ে যাবেন পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ। প্রিমো এইচ১০ স্মার্টফোনের এই ৬ জিবি ভেরিয়েন্টটির বাজার মূল্য রাখা হয়েছে ১৪৫৯৯ টাকা। তার আগে প্রিমো এইচ১০ এর ৪ জিবি র্যাম ভেরিয়েন্টের দাম ছিল ১২৯৯৯ টাকা।
একনজরে প্রিমো এইচ১০
এন্ড্রয়েড ১১
হেলিও জি৩৫, ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
৬ জিবি র্যাম, ৬৪ জিবি রম
৬.৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএইচ ব্যাটারি
দাম ১৪৫৯৯ (৬/৬৪), ১২৯৯৯ (৪/৬৪)
Primo H10 First Impression
প্রিমো এস৮ মিনি
সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া তাদের এস সিরিজের নতুন স্মার্টফোন এস৮ এর সাক্সেসর হিসেবে ওয়ালটন বাজারে নতুন এই স্মার্টফোনটি নিয়ে এসেছে। মিনি সিরিজের স্মার্টফোনে ওয়ালটনের তরফ থেকে বরাবরই নানানরকম সারপ্রাইজ থাকে। নতুন এই প্রিমো এস৮ মিনি স্মার্টফোনেও কিন্তু তার ব্যাত্তয় ঘটেনি। অনবদ্য ডিজাইন, দারুন ক্যামেরার পাশাপাশি ওয়ালটনের নতুন এই স্মার্টফোনে অন্যতম চমক এর হার্ডওয়্যার সেকশনে। প্রিমো এস৮ মিনিতে দেখা পাওয়া যাবে চিপসেট জায়ান্ট কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেটের। দেশীয় স্মার্টফোন হিসেবে ওয়ালটনের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার সত্যিই অনেক বেশি প্রশংসনীয় ব্যাপার।
একনজরে প্রিমো এস৮ মিনি
এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সাথে ভিস্মার্টওএস
৬ দশমিক ৫৩ ইঞ্চি এফএইচডি+ এলিপিএস ডিসপ্লে
স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট
৪ জিবি এবং ৬ জিবি র্যাম ভেরিয়েন্ট
৬৪ জিবি ইউএফএস ইন্টারনাল স্টোরেজ
কোয়াড ক্যামেরা সেটাপ (১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর)
১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ডুয়াল সাইড ৪কে রেকর্ডিং
৫০০০ এমএএইচ ব্যাটারি
কুইকচার্জ ৩ সাপোর্ট এবং রিভার্স চার্জিং প্রযুক্তি
Primo S8 Mini First Impression
প্রিমো জিএইচ ১১
ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোন মানেই বাজেটের মধ্যে দারুন একটি অনবদ্য স্মার্টফোন। ওয়ালটন তাদের এই সিরিজের মধ্যে একদম সাশ্রয়ী দামে ফুল ফিচারড প্যাকড দারুন স্মার্টফোন দেবার চেষ্টা করে।মূলত যাদের বাজেট ১০ হাজার টাকারও অনেক কম, তাদের জন্য ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোনগুলো একদম পারফেক্ট। সম্প্রতি ওয়ালটন তাদের জিএইচ সিরিজের অধীনে বাজারে এনেছে একদম নতুন একটি স্মার্টফোন প্রিমো জিএইচ ১১। প্রিমো জিএইচ ১১ স্মার্টফোন দামের দিক দিয়ে যেমন সাশ্রয়ী, তেমনি এতে দাম হিসেবে ফিচারও কোনদিক দিয়ে কম দেয়া হয়নি।
একনজরে প্রিমো জিএইচ১১
৪জি কানেক্টিভিটি
এন্ড্রয়েড এর লেটেস্ট ১২ গো সংস্করণ
হেলিও এ২২ চিপসেট
পাওয়ারভিআর জিই৮৩০০ জিপিইউ
২ জিবি ফাস্ট ডিডিআর৪এক্স র্যাম
৩২ জিবি রম, ২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত মেমোরি কার্ড সাপোর্ট
৬ দশমিক ৫২ ইঞ্চি বিগ ডিসপ্লে
১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ব্যাকে ট্রিপল ক্যামেরা সেন্সর
৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা সেন্সর
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
৪২০০ এমএএইচ বিগ ব্যাটারি
দামঃ ৯০৯৯ টাকা
Primo GH11 First Imprssion
এই ছিল আজকের আলোচিত ১৫ হাজার টাকার মধ্যে ৪টি দারুন স্মার্টফোন। প্রতিটি স্মার্টফোনেই পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ অন্যান্য সুবিধা। স্মার্টফোনগুলো অফলাইনে কিনতে চলে যেতে পারেন যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা রিটেইল শপে। আর অনলাইনে কিনতে ভিজিট করতে পারেন ওয়ালকার্ট ডট কম।
©somewhere in net ltd.