নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

২ জিবি র‍্যাম ভেরিয়েন্টে বাজারে এলো প্রিমো এফ১০

২৫ শে জুন, ২০২২ রাত ১১:৩০



একদম এন্ট্রি লেভেলের লো বাজেট স্মার্টফোন সিরিজের মধ্যে ওয়ালটনের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন সিরিজ হচ্ছে প্রিমো এফ সিরিজ। ওয়ালটন তাদের স্মার্টফোন তৈরির শুরু থেকেই দেশের বাজেট ক্রেতাদের কথা মাথায় রেখে দারুন দামে দারুন মানের নানানরকম স্মার্টফোন নিয়ে আসছে। তার মধ্যে বেশ কিছু সিরিজ রয়েছে যেগুলো একদম লো বাজেট সিরিজ। যাদের বাজেট একদমই কম, কিন্তু ভালোমানের স্মার্টফোন দরকার! তাদের কথা মাথায় রেখে ওয়ালটন এই সিরিজের স্মার্টফোন বাজারে আনে।

ইতিপূর্বে ওয়ালটন তাদের বাজেট সিরিজ, প্রিমো এফ সিরিজের অধীনে তাদের একটি স্মার্টফোন এনেছিল, যার নাম ছিল প্রিমো এফ১০। স্মার্টফোনটিতে ছিল ১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম। এবার ওয়ালটন এই প্রিমো এফ ১০ স্মার্টফোনটির নতুন একটি ভেরিয়েন্ট বাজারে এনেছে আর এটি হচ্ছে ২ জিবি র‍্যাম ভেরিয়েন্ট। আবার ২ জিবি র‍্যামের সাথে এর ১৬ জিবি রম ভার্সনও পাওয়া যাবে।


প্রিমো এফ ১০ স্মার্টফোনের ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম ভার্সনের দাম ৬৮৯০ টাকা। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম ভার্সনের দাম ৬৯৯৯ টাকা। অর্থাৎ, ১৬ জিবি এবং ৩২ জিবি রম ভার্সনের মধ্যে কেবল ১০০ টাকার পার্থক্য!

একনজরে প্রিমো এফ১০ স্মার্টফোন,
৪জি ভোএলটিই সাপোর্ট
এন্ড্রয়েড ১০ গো সংস্করণ
৩০০০ এমএএইচ ব্যাটারি
১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
১/২ জিবি র‍্যাম, ১৬/৩২ জিবি রম
৫.৯৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ডুয়াল ক্যামেরা সেটাপ
ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
Walton Primo F10 2GB Review

যাদের বাজেট একদমই কম, একটি সেকেন্ডারি স্মার্টফোন চাচ্ছেন। অথবা বাসার বয়স্ক মানুষ কিংবা ছোট কারো জন্য একটি স্মার্টফোন না হলেই নয়, এমন একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য প্রিমো এফ১০ স্মার্টফোন চলনসই। স্মার্টফোনটি রেগুলার ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক মাধ্যমে সময় দেওয়া, অনলাইন ক্লাস করা এবং যোগাযোগ রক্ষা করার জন্য একদম পারফেক্ট! ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই এই স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাছাড়া ওয়ালটনের আরো অন্যান্য সুবিধাদি তো থাকছেই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.