![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দেশের বাজারে এখন ফিচার ফোন কিনতে গেলে সব রিটেইল দোকানেরই বড় অংশ জুড়ে দেখা যায় ওয়ালটনের আধিপত্য। ওয়ালটনের ফিচার ফোনের সিরিজের নাম হচ্ছে অলভিও, তারা অলভিও সিরিজ এবং এই ব্র্যান্ডিং এর অধিনে বাজারে তাদের মানসম্মত ফিচার ফোন গুলো নিয়ে আসে।
যারা খুবই চমকপ্রদ এবং দেখতে আকর্ষণীয় ফিচারফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফিচারফোন অলভিও এল৩০ মডেলটি। আর এর মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ১,১৩০ টাকা।
একনজরে ফিচার ফোনটি,
সলিড কালার ডিজাইন
১ দশমিক ৭৭ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে
ক্যামেরা , এফএম রেডিও, টর্চ
মেমরি কার্ড সাপোর্ট
১০০০ এমএএইচ বিগ ব্যাটারি
ওয়ালটনের এল৩০ ফিচারফোনটির অন্যতম গুন হচ্ছে এর কিউট ডিজাইন। সম্পূর্ণ ডিভাইসটিকে একটি রেডিও ফিনিস লুকে নিয়ে আসা হয়েছে। ফোনটি হাতে নিয়ে মনে হবে আপনি হাতে একটি ছোট ভিন্টেজ রেডিও নিয়ে আছেন, যা এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক।
মাল্টিমিডিয়া ইউজারদের কথা মাথায় রেখে ফোনটিতে দেয়া হয়েছে ডেডিকেটেড মিউজিক এবং ক্যামেরা বাটন। যার ফলে আপনি যদি সঙ্গীত প্রেমি হয়ে থাকেন, তবে কেবল এক ক্লিকেই আপনি ফোনের মিউজিক প্লেয়ারে চলে যেতে পারছেন।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৭৭ ইঞ্চি সাইজের কিউভিজিএ ডিসপ্লে। আর ফোনটিতে অন্যসকল ফোনের মতই রেগুলার এফএম রেডিও ফিচার পাওয়া যাবে। যারা সবসময় রেডিও শুনতে ভালোবাসেন, তাদের জন্য অলভিও এল৩০ ফিচারফোনটি দারুন সঙ্গী হতে পারে। ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড সাপোর্ট করবে।
ফিচারফোন পানিতে পরা, হাত থেকে পরে যাওয়া কিংবা কোনভাবে দুর্ঘটনার স্বীকার হওয়া খুবই সাধারন ব্যাপার। তাই ফিচার ফোনের জন্য দরকার ভালো সার্ভিস সাপোর্ট। সেই দিক দিয়ে ওয়ালটনের এই ফিচার ফোন কেনা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। কেননা ওয়ালটনের রয়েছে দেশব্যাপী সার্ভিস সেন্টার সাপোর্ট। অলভিও এল৩০ ফোনটির সাথে পাবেন ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং স্পেয়ার পার্টসে ৬ মাসের ওয়ারেন্টি।
©somewhere in net ltd.