![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দেশের বাজারে মানসম্মত স্মার্টফোনের জন্য অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন তাদের প্রতিষ্ঠার শুরু থেকেই নানান মডেলের মানসম্মত সব স্মার্টফোন উৎপাদন করে আসছে। ওয়ালটন এতবছর তাদের সকল স্মার্টফোন ব্র্যান্ডিং করেছে তাদের প্রিমো সিরিজের অধীনে। তবে এবার ওয়ালটন তাদের নতুন একটি স্মার্টফোন সিরিজ নিয়ে এসেছে, নতুন এই সিরিজটির নাম হচ্ছে অরবিট সিরিজ।
বহু বছর প্রিমো সিরিজে নিজেদের স্মার্টফোন নিয়ে আসলেও, এই প্রথম প্রিমো সিরিজের সাথে নতুন একটি স্মার্টফোন সিরিজ সামনে নিয়ে আসছে ওয়ালটন। অবশ্যই তাদের নতুন এই সিরিজটিকে অনন্য রাখার জন্য ওয়ালটন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
ওয়ালটন অরবিট সিরিজের অধীনে প্রথম যে স্মার্টফোনটি বাজারে আনছে সেটির নাম হচ্ছে অরবিট ওয়াই ৫০। আর এই অরবিট ওয়াই৫০ স্মার্টফোনে কি কি ফিচার থাকছে, সে সম্পর্কে ওয়ালটন মোবাইলের ফেসবুক পেজ থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে।
অরবিট ওয়াই ৫০ স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর ডিসপ্লে স্মার্টফোনটিতে পাওয়া যাবে ৬ দশমিক ৮২ ইঞ্চি সাইজের বিশাল ডিসপ্লে। স্মার্টফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটাপ, যেখানে প্রাইমারি হিসেবে একটি ১৩ মেগাপিক্সেল এআই সেন্সর পাওয়া যাবে। পাশাপাশি সেলফির জন্য স্মার্টফোনটির ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার।
অরবিট ওয়াই ৫০ স্মার্টফোনে পাওয়া যাবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের সাথে দারুন এই র্যাম রমের মেলবন্ধন বাজেট স্মার্টফোন হিসেবে ব্যবহারকারিকে দারুণ লেভেলের পারফর্মেন্স দিবে। ফোনটিতে পাওয়া যাবে ৪২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, আর এই ব্যাটারি দিয়ে স্মার্টফোনটি থেকে সাধারন ব্যবহারে ২ দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
আশা করছি ওয়ালটনের নতুন এই সিরিজটি বাজারে ক্রেতাদের মধ্যে দারুণ ইতিবাচক একটি প্রভাব বিস্তার করতে পারবে। যেহেতু প্রায় দশক পর ওয়ালটন তাদের স্মার্টফোন লাইনআপে একটি নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করল, তাই সবার এই সিরিজ থেকে আশাও কম নয়; আশা করা যায় সবাই এই অরবিট সিরিজ থেকে আরো অনেক বেশি কিছু পাবে, যা প্রিমো সিরিজ থেকে পায়নি।
©somewhere in net ltd.