নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

Olvio M200 : সাশ্রয়ী দামে এলিগেন্ট ডিজাইনের বিগ ডিসপ্লে ফিচারফোন

০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১০



মোবাইল মার্কেটে স্মার্টফোন একছত্র আধিপত্য গড়ে তুললেও, মানুষের ব্যক্তিগত জীবনে এখনও ফিচার ফোনের ব্যবহার আছেই। ফিচার ফোনের এর আকার এবং কল মেসেজের ক্ষেত্রে এই দ্রুত অপারেশনের জন্য ফিচারফোনের চাহিদা কখনই কমবে না। দেশের বাজারে মানসম্মত স্মার্টফোনের পাশাপাশি ওয়ালটন শুরু থেকেই ভালো মানের এবং দারুন ডিজাইনের সব ফিচার ফোন উৎপাদন করে আসছে।

দেশের বাজারে এখন ফিচার ফোন কিনতে গেলে সব রিটেইল দোকানেরই বড় অংশ জুড়ে দেখা যায় ওয়ালটনের আধিপত্য। ওয়ালটনের ফিচার ফোনের সিরিজের নাম হচ্ছে অলভিও, তারা অলভিও সিরিজ এবং এই ব্র্যান্ডিং এর অধিনে বাজারে তাদের মানসম্মত ফিচার ফোন গুলো নিয়ে আসে।


সম্প্রতি ওয়ালটন দেশের বাজারে অলভিও সিরিজের নতুন একটি ফিচার ফোন নিয়ে এসেছে, আর এই ফোনটির নাম হচ্ছে, অলভিও এম২০০।

একনজরে ফিচার ফোনটি,
সলিড কালার ডিজাইন
২ দশমিক ৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে
ক্যামেরা , এফএম রেডিও, টর্চ
মেমরি কার্ড সাপোর্ট
১২০০ এমএএইচ বিগ ব্যাটারি
দামঃ ১২৯৯ টাকা

ওয়ালটনের এম২০০ফিচারফোনটির অন্যতম গুন হচ্ছে এর কিউট ডিজাইন। দারুণ ৩টি সলিভ কালারে এই ফিচারফোনটির ডিজাইন যথেষ্ট এলিগেন্ট। আর ডিসপ্লে থেকে শুরু করে পিছনের ক্যামেরা বাম্প এবং সম্পূর্ণ ডিভাইসেই এলিগেন্ট ডিজাইন ভাবটা বুঝতে খুব একটা বেগ পেতে হবেনা আপনার। পাশাপাশি হাতে বা পকেটে যেন ফিচারফোনটি খুব সহজেই এটে যায়, সেই জন্য ফোনটিকে যথেষ্ট স্লিম ভাবে তৈরি করা হয়েছে। অলভিও এম২০০ ফিচারফোনটি মাত্র ১১ দশমিক ৫ মিলিমিটার পুরু।

তবে একে আরো বেশি স্লিম করা যেত, তবে এতে থাকা ১২০০ এমএইচ বিগ ব্যাটারির কারনে সেটি সম্ভব হয়নি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এই ফিচার ফোনটিতে পেয়ে যাবেন ১২০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। অনায়াসে এই ফোনটি দিয়ে ২-৩ দিনের মত ব্যাকআপ পেয়ে যাবেন।

অলভিও এম২০০ ফিচারফোনটির রিয়ার প্যানেলের ডিজাইনও যথেষ্ট আকর্ষণীয়। ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহারকারিরা দারুন সলিড কালার ফিনিস দেখতে পারবেন। আর দারুন ভাবে ডিজাইন করা ক্যামেরা বাম্পের পাশেই দেখা যাবে শক্তিসালি স্পিকার সমৃদ্ধ একটি স্পিকার গ্রিল। রিয়ার প্যানেলে নিচের দিকে সুন্দর করে ওয়ালটন ব্রান্ডিংটাও সবার নজর কারবে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ দশমিক ৪ ইঞ্চি সাইজের কিউভিজিএ ডিসপ্লে। আর ফোনটিতে অন্যসকল ফোনের মতই রেগুলার এফএম রেডিও ফিচার পাওয়া যাবে। যারা সবসময় রেডিও শুনতে ভালোবাসেন, তাদের জন্য অলভিও এম২০০ ফিচারফোনটি দারুন সঙ্গী হতে পারে। ফোনটিতে ৩২ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড সাপোর্ট করবে।

ফিচারফোন পানিতে পরা, হাত থেকে পরে যাওয়া কিংবা কোনভাবে দুর্ঘটনার স্বীকার হওয়া খুবই সাধারন ব্যাপার। তাই ফিচার ফোনের জন্য দরকার ভালো সার্ভিস সাপোর্ট। সেই দিক দিয়ে ওয়ালটনের এই ফিচার ফোন কেনা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। কেননা ওয়ালটনের রয়েছে দেশব্যাপী সার্ভিস সেন্টার সাপোর্ট। অলভিও এম২০০ ফোনটির সাথে পাবেন ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং স্পেয়ার পার্টসে ৬ মাসের ওয়ারেন্টি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.