নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

Orbit Y50 Review : নতুন চমকে ওয়ালটনের নতুন সিরিজের স্মার্টফোন!

১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৮



বাজেট লাইনআপের স্মার্টফোনের জন্য দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন তাদের সৃষ্টিলগ্ন থেকেই দেশের মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে বাজেটে দারুণ মানের স্মার্টফোন গ্রাহকদের মাঝে নিয়ে আসছে। ওয়ালটন প্রায় এক দশক ধরে দেশে তাদের স্মার্টফোনগুলো প্রিমো সিরিজের অধীনে ব্র্যান্ডিং করে আসছিল। প্রিমো সিরিজের ব্যাপক সফলতা এবং জনপ্রিয়তার পর এবার ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন অরবিট সিরিজ।

আশা করা যাচ্ছে, ওয়ালটনের নতুন এই সিরিজটি বাজারে ক্রেতাদের মধ্যে দারুণ ইতিবাচক একটি প্রভাব বিস্তার করতে পারবে। যেহেতু প্রায় দশক পর ওয়ালটন তাদের স্মার্টফোন লাইনআপে একটি নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করল, তাই সবার এই সিরিজ থেকে আশাও কম নয়; আশা করা যায় সবাই এই অরবিট সিরিজ থেকে আরো অনেক বেশি কিছু পাবে, যা প্রিমো সিরিজ থেকে পায়নি।

অরবিট সিরিজের অধীনে তারা তাদের যে স্মার্টফোনটি নিয়ে এসেছে সেটি হচ্ছে অরবিট ওয়াই৫০। আজকের এই আর্টিকেলে আমরা নতুন এই অরবিট ওয়াই৫০ স্মার্টফোন নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

একনজরে অরবিট ওয়াই৫০ স্মার্টফোন,
৪জি
এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম
হেলিও এ২২ চিপসেট
৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
৬ দশমিক ৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
ট্রিপল ক্যামেরা সেটাপ

স্মার্টফোনটির বক্সে যা যা পাবেনঃ অরবিট ওয়াই৫০ ডিভাইস, একটি সিম ইজেক্টর পিন, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ১০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, প্রোটেকশন গ্লাস পেপার এবং কিছু পেপার ওয়ার্কস।


ডিজাইন এবং ডিসপ্লে
অরবিট ওয়াই৫০ স্মার্টফোনে পেয়ে যাবেন ৬ দশমিক ৮২ ইঞ্চি রেজুলেসনের বিগ ডিসপ্লে। যারা বাজেটের মধ্যে বিগ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য অরবিট ওয়াই৫০ হতে পারে দারুণ একটি পছন্দ। অরবিট ওয়াই৫০ এর এই ডিসপ্লেটি ২০ঃ৯ এস্পেক্ট রেসিও সম্পন্ন। আর ডিসপ্লেটির রেজুলেশন ১৬৪০*৭২০ পিক্সেল। ডিসপ্লেটির উপরে ওয়াটার ড্রপ নচের মধ্যে দেখা যাবে এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর। সর্বোপরি বাজেটের মধ্যে সেরা ডিসপ্লে সেটাপ পেয়ে যাবেন এই ফোনটিতে।

অরবিট ওয়াই৫০ স্মার্টফোনটি বাজারে সোনালি, সবুজ এবং নীল তিনটি কালারে পাওয়া যাবে। আর তিনটি কালারই দারুণ গ্র্যাডিয়েন্ট ফিনিস হবার ফলে, স্মার্টফোনটি দেখতে অনবদ্য লাগবে আপনার কাছে। আপনি আপনার রুচিশীলতার সাথে যে কালারের স্মার্টফোনই পছন্দ করেন না কেন, কোনটিই কোনটির চাইতে কম নয়!

Orbit Y50 Review

হার্ডওয়্যার
স্মার্টফোন কিনবেন আর টুকটাক গেমিং আর মাল্টিটাস্কিং করবেন না, তাকি হয়? বাজেট স্মার্টফোন তো কি হয়েছে, ওয়ালটন তাদের গ্রাহকদের সব বিষয় মাথায় রাখে তা অরবিট ওয়াই৫০ এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন দেখেই বোঝা যায়। অরবিট ওয়াই৫০ স্মার্টফোনটিতে গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য পেয়ে যাবেন ৪ জিবি র‍্যাম। ৪ জিবি র‍্যামের পাশাপাশি এই ফোনটিতে পেয়ে যাবেন ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। যাদের কাছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজও কম মনে হবে তারা সহজেই এই ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

ডিভাইসটিতে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হেলিও এ২২ চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এটি একটি ২ গিগাহার্জ ক্লকস্পিডের অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে পাওয়া যাবে PowerVR Rogue GE8300 GPU। বাজেট স্মার্টফোন হিসেবে টুকটাক গেমিং, মাল্টিটাস্কিং এসব ক্ষেত্রে এই স্মার্টফোনটি দিয়ে খুব ভালো ব্যাকআপ পেয়ে যাবেন।

গিকবেঞ্চে ফোনটির সিঙ্গেল কোরে স্কোর এসেছে ১৫৪, আর মাল্টি কোরে স্কোর এসেছে ৫৫০। ফোনটি আপ-টু ৫ মাল্টি ফিঙ্গার প্রিন্ট সাপোর্টেড। ৫ মাল্টি ফিঙ্গার বলে গেমার দের স্মার্টফোনটি নিয়ে বেশি বেগ পেতে হবেনা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েডের লেটেস্ট এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।

ক্যামেরা
স্মার্টফোন বাজেট লাইনআপের হোক বা বেশি-দামি সেই স্মার্টফোনটি যদি ক্যামেরার দিক থেকে ভালো না হয়, তাহলে সেই স্মার্টফোনটি একদিক দিয়ে নিরর্থক হয়ে যায়। অরবিট ওয়াই৫০ স্মার্টফোনের রিয়ার প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটাপ। যার প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল শুটার। প্রাইমারি ক্যামেরাটির এপারচার এফ ২.০।

আর এর ফ্রন্ট প্যানেলে নচ বারের ভেতর পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফেস ডিটেকশন মোড এর পাশাপাশি নরমাল, কিউট, বিউটি, কিউআর কোড স্ক্যানার এর মত শুটিং মোডগুলো পেয়ে যাবেন। আর সেলফি প্রেমিদের এই ক্যামেরা পছন্দ হবে নিঃসন্দেহে, সঠিক আলোতে ক্যামেরাটি আপনাকে বেশ দারুন সব ছবি এবং ভিডিও উপহার দেবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল পর্যন্ত রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন।

ফোনটিতে সিকিউরিটি ফিচার হিসেবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা। দারুণ এই স্মার্টফোনটির বাজার মূল্য ১২৯৯৯ টাকা। বাজেট ফোন হলেও এতে পেয়ে যাবেন ৪২০০ এমএইচ বিগ ব্যাটারি, যেটি দিয়ে ২ দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে।

স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ওয়ালটনের অন্যান্য সকল সুবিধা। দারুণ এই ফোনটি কিনতে পারবেন ওয়ালটনের যেকোনো প্লাজা থেকে; কিংবা অনলাইন থেকে কিনতে পারেন ওয়ালটনের নিজস্ব ইকমার্স প্লাটফর্ম ওয়ালকার্ট থেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.