নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

কম বাজেটে বড় ডিস্পেলের স্মার্টফোন!

২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৬



দেশের বাজারে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের জন্য অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন তাদের স্মার্টফোন তৈরির শুরু থেকেই দেশের বাজেট ক্রেতাদের কথা মাথায় রেখে দারুণ দারুণ সব স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। ওয়ালটন বাজেট স্মার্টফোন আনার ক্ষেত্রে যে বিষয়ে বেশি গুরুত্ব দেয় তা হচ্ছে স্মার্টফোনের ডিসপ্লে। স্মার্টফোনের দাম যেমনই হোক একজন ক্রেতা চায় তার স্মার্টফোনের ডিসপ্লেটি যেন বড় হয়!

মাল্টিমিডিয়া অভিজ্ঞতা থেকে শুরু করে , গেমিং, অনলাইন ক্লাস সকল কিছুর জন্যই বড় ডিসপ্লের বিকল্প নেই। আজকের এই আর্টিকেলে আমরা ওয়ালটনের বাজেটের মধ্যে সেরা ৩টি বিগ ডিসপ্লে স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের তালিকার আলোচিত স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমো এইচএম৭, অরবিট ওয়াই৫০, প্রিমো আর৯।

Primo HM7


একনজরে প্রিমো এইচএম৭ স্মার্টফোন
এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
৬.৫২৮ ইঞ্চি ইন্সেল আইপিএস ডিসপ্লে প্যানেল
৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
ট্রিপল ক্যামেরা সেটাপ
গর্জিয়াস ডিজাইন
Unisoc Tiger T610 চিপসেট, Mali- G52 জিপিইউ
Widevine L1 সাপোর্ট
ইউএসবি টাইপ সি পোর্ট
১০৪৯৯ টাকা

প্রিমো এইচএম৭ স্মার্টফোনটিতে পাবেন ১৬০০*৭২০ পিক্সেল রেজুলেসনের ৬.৫২৮ ইঞ্চি বিগ ডিসপ্লে! যা একটি ইন্সেল আইপিএস প্রযুক্তির ডিসপ্লে প্যানেল। ১৮ঃ৯ আস্পেক্ট রেসিওর এই ডিসপ্লেটির উপরে পাবেন পাঞ্চহোল সেলফি ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ১৩ মেগাপিক্সেলের। সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল ক্যামেরা। ফোনটিতে পাওয়া যাবে Unisoc Tiger T610 চিপসেট। এটি একটি ১ দশমিক ৮ গিগাহার্জ বাজস্পীডের অক্টাকোর প্রসেসর। দীর্ঘসময় কার্যক্ষমতা প্রদান করার জন্য স্মার্টফোনটিতে পাওয়া যাবে ৪৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিগ ব্যাটারি।
Primo HM7 Review

Orbit Y50


একনজরে অরবিট ওয়াই৫০ স্মার্টফোন
এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম
৬ দশমিক ৮২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
ট্রিপল ক্যামেরা সেটাপ, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
৪২০০ এমএএইচ ব্যাটারি
১২৯৯৯ টাকা

ওয়ালটন অরবিট সিরিজের অধীনে প্রথম যে স্মার্টফোনটি বাজারে এনেছে সেটির নাম হচ্ছে অরবিট ওয়াই ৫০। অরবিট ওয়াই ৫০ স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর ডিসপ্লে; স্মার্টফোনটিতে পাওয়া যাবে ৬ দশমিক ৮২ ইঞ্চি সাইজের বিশাল ডিসপ্লে। স্মার্টফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটাপ, যেখানে প্রাইমারি হিসেবে একটি ১৩ মেগাপিক্সেল এআই সেন্সর পাওয়া যাবে। পাশাপাশি সেলফির জন্য স্মার্টফোনটির ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার। ফোনটিতে পাওয়া যাবে হেলিও এ২২ চিপসেট। এটি একটি ২ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন চিপসেট, যার পারফর্মেন্স বাজেট স্মার্টফোনগুলোর জন্য অনবদ্য। দারুণ ব্যাটারি পারফর্মেন্সের জন্য এই ফোনটিতে পেয়ে যাবেন ৪২০০ এমএএইচ ব্যাটারি।
Orbit Y50 Review

Primo R9


একনজরে প্রিমো আর৯ স্মার্টফোন
এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
৬.৫২ ইঞ্চি ইন্সেল আইপিএস ডিসপ্লে প্যানেল
৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
ট্রিপল ক্যামেরা সেটাপ
গর্জিয়াস ডিজাইন
হেলিও জি২৫ গেমিং সিপিইউ
৫০০০ এমএএইচ ব্যাটারি
১০৪৯৯ টাকা

ওয়ালটনের আর সিরিজের লেটেস্ট স্মার্টফোন হচ্ছে প্রিমো আর৯। ফোনটিতে ব্যবহার করা হয়েছে হেলিও জি২৫ গেমিং চিপসেট। বাজেটে দারুণ চিপসেটের সাথে এই ফোনটিতে থাকছে ৩জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারর্নাল স্টোরেজ। পাশাপাশি যাদের আরো বেশি স্টোরেজ লাগবে তাদের জন্য থাকছে এতে ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা। ফোনটিতে পাওয়া যাবে ৬ দশমিক ৫২ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনটিরও রিয়ারে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটাপ। আর ফ্রন্টে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার!
Primo R9 Review


এই ছিল আজকের আলোচিত বাজেটের মধ্যে ওয়ালটনের সেরা কিছু বিগ ডিসপ্লে স্মার্টফোন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে যাদের বাজেট খুবি সীমিত, তবে ডিসপ্লে বড় দরকার, তারা আজকের তালিকা থেকে স্মার্টফোন পছন্দ করতে পারেন। প্রতিটি স্মার্টফোনের সাথেই পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। স্মার্টফোনগুলো কিনতে পারেন ওয়ালটনের ইকমার্স সাইট ওয়ালকার্ট থেকে, অথবা চলে যেতে আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটন প্লাজা থেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.