![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দেশের বাজারে নিয়মিত মানসম্মত স্মার্টফোনের জন্য অন্যতম দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটনই প্রথম ব্যাপক পরিসরে মেড ইন বাংলাদেশ স্মার্টফোনের সূচনা করে, দেশের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে মানসম্মত মানের এন্ড্রয়েড স্মার্টফোন পৌঁছে দিচ্ছে।
সম্প্রতি ওয়ালটন তাদের জিএইচ সিরিজের অধীনে বাজারে এনেছিল তাদের নতুন একটি স্মার্টফোন প্রিমো জিএইচ ১১। প্রিমো জিএইচ ১১ স্মার্টফোন দামের দিক দিয়ে বেশ সাশ্রয়ী ছিল, তেমনি দাম হিসেবে ফোনটির ফিচারও কোনদিক দিয়ে কম ছিলনা। ওয়ালটন তাদের নতুন এই প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনটির দাম রেখেছিল ৮৭৯০ টাকা।
প্রিমো জিএইচ১১ স্মার্টফোনটি বাজারে বেশ সফলতা অর্জন করে নেবার পর, ওয়ালটন তাদের জিএইচ১১ সিরিজের নতুন একটি ভেরিয়েন্ট বাজারে এনেছে, যেটি হচ্ছে এই স্মার্টফোনটির ৪ জিবি র্যাম ভেরিয়েন্ট। প্রিমো জিএইচ১১ বাজারে তাদের ২ জিবি র্যাম ভেরিয়েন্ট দিয়ে বাজারে যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল, ওয়ালটন সেই বিষয়টি উপলব্ধি করে ক্রেতাদের জন্য এই স্মার্টফোনটির ৪ জিবি র্যাম ভেরিয়েন্ট নিয়ে এসেছে।
একনজরে স্মার্টফোনটিতে রয়েছে,
৪জি কানেক্টিভিটি
এন্ড্রয়েড এর লেটেস্ট ১২ গো সংস্করণ
হেলিও এ২২ চিপসেট
পাওয়ারভিআর জিই৮৩০০ জিপিইউ
৪ জিবি ফাস্ট ডিডিআর৪এক্স র্যাম
৩২ জিবি রম, ২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত মেমোরি কার্ড সাপোর্ট
৬ দশমিক ৫২ ইঞ্চি বিগ ডিসপ্লে
১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ব্যাকে ট্রিপল ক্যামেরা সেন্সর
৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা সেন্সর
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
৪২০০ এমএএইচ বিগ ব্যাটারি
প্রিমো জিএইচ১১ ডিভাইসের রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ৬ দশমিক ৫২ ইঞ্চি সাইজের বিগ ডিসপ্লে। এতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৩২ জিবি। তবে যাদের আরো বেশি স্টোরেজ দরকার, তাদেরও চিন্তা করার কিছুই নেই! ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে প্রিমো জিএইচ১১ ডিভাইসটিতে। যারা স্মার্টফোনে অনেক বেশি মিডিয়া কঞ্জিউমিং করেন, তারা এক্সট্রা এসডি কার্ড লাগিয়ে নিয়ে এই স্মার্টফোনটি দিয়ে খুব ভালো ফিডব্যাক পেয়ে যাবেন।
প্রিমো জিএইচ১১ ডিভাইসে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হেলিও এ২২ চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এটি একটি ২ গিগাহার্জ ক্লকস্পিডের অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে পাওয়া যাবে PowerVR Rogue GE8300 GPU। প্রিমো জিএইচ১১ এর নতুন এই ভার্সনে র্যাম থাকবে ৪ জিবি।
ফোনটি বাজারে পাওয়া যাবে তিনটি দারুণ কালারে! ক্যামেরা সেকশনে প্রিমো জিএইচ ১১ ডিভাইসে দারুন চমক রেখেছে ওয়ালটন। এই বাজেটের ডিসপ্লেতেও স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা মডিউল। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর নিয়ে তৈরি এই ক্যামেরা মডিউল। আর প্রাইমারি সেন্সরটির এপার্চার এফ ১ দশমিক৮।
যারা বাজেটের মধ্যে ৪ জিবি র্যামের স্মার্টফোন চান, প্রিমো জিএইচ১১ এর মাধ্যমে তাদের এই চাহিদা টা ভালোভাবে পূরণ করার চেষ্টা করবে ওয়ালটন। ১০ হাজারের আসেপাশের বাজেটে যারা একটি মানসম্মত স্মার্টফোন কিনতে চান তারা নিঃসন্দেহে এই প্রিমো জিএইচ১১ স্মার্টফোনের ৪ জিবি ভেরিয়েন্টের দিকে যেতে পারেন। ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই এই ফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ, ৬ মাসের রেগুলার পার্টস ওয়ারেন্টি সুবিধা।
©somewhere in net ltd.