নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তন উন্নয়ন পরিবর্ধনের তরে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই সর্বোপরি সমাজ ও মানুষের কল্যাণের তরেই আমি বাঁচতে চাই সবার মাঝে এবং সকল গোঁড়ামিকে ভেঙ্গে তছনছ করার প্রত্তয়ে আমার চেতনা উজ্জবিত।

আল মাহফুজ এভিন

আমি একজন সামাজিক লেখক

আল মাহফুজ এভিন › বিস্তারিত পোস্টঃ

প্রতাপশালী চেংগিস খান না ভেবে নিজেকে মানুষ ই ভাবে!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮




হে আল্লাহ তুমি এই সকল মানুষ রুপি জানোয়ারদের বিবেক শক্তি উন্মোচিত করো যেন এরা মানুষ হতে পারে! নিজের অবস্থা কে মহা প্রতাপশালী চেংগিস খান না ভেবে নিজেকে মানুষ ই ভাবে!

কতটা নির্দয় জালিম বিবেকহীন মানুষ হলে তাদের মাথায় আসে একটি দুধের বাচ্ছা কে হাজতে আঠারো ঘন্টা আটকিয়ে রাখতে পারলে আসামি গ্রেফতার করা জাবে! ? এরা কি কারো বাবা? কখনো কি শিশু ছিলোনা সেই পুলিশ ! ?
এরা কি মায়ের অরসজাত সন্তান ছিলোনা নাকি এরা পুলিশের পেট থেকেই পুলিশের জন্ম হয়েছে!?
পুলিশ নামক কি আলাদা প্রানীর অস্তিত্ব বাংলাদেশে দেখা যাচ্ছে!?
আপনারা কখনো ভাবছেন কি এই শিশুর ভাগ্য কতটা নির্মমভাবে তাকে বেড়ে তুলবে যে কিনা মা বাবা বুলি টুকু বলতে শিখেনি যে কিনা স্কুলে গিয়ে আগামীর ভবিষ্যৎ হওয়ার প্রেরণা নিয়ে বাড়বে সেই শিশুকে যেতে হলো হাজোতে!!!
ওই শিশুকে আপনি আপনার আদরের কলিজার টুকরা সন্তান ভেবে এক সেকেন্ড চোখ বন্ধ করে দেখুন তো আপনার শিশুটির করুন অবস্থা কিংবা আপনার কলিজার টুকরা বাবুটার অবস্থা!??
সেই বাবুর জায়গা তো হাজতখানা নয় তার জায়গা থাকবে সবার আদর ভালবাসা ভরা জান্নাত ;
শিশুটি হয়তো কোনো বড়লোক বাবার সন্তান নয় তাই. বলে তাকে হাজতে নিতে হবে রে নির্বোধ!? আমি আমরা এখন কোথায় আছি যানিনা এদেশে মানবাধিকারের কোনো চর্চা নেই! আছেন যারা তারা মোচ ও গোফ ফর্কাইয়া টিনের চশমা লাগিয়ে এসি রুমে বসে চায়ের পেয়ালায় চুমুক ত্রিপ্তি নিচ্ছে! হায়রে মানবতা হায়রে গনতন্ত্র তুই থেকেও নেই! তোদের দোষ দিয়েও লাভ নেই তোরাই তো অসহায় তোদেরে কর্তা জল্লাদ গন তোদের তো ফাসিঁ দিয়েছে!!
আমরা সবি দেখছি আর ভুলে যাচ্ছি এদেশে বিশ্ব জিত রা মরে যায় নির্বিচারে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হয় দলীয় বন্দুক যুদ্ধে জিয়াদ মরে পানির পাইপে পড়ে রাজন মরে বিলাসিত নির্মম অত্যaচারে আর রাকিব মরে চুরির আর এগারো মাসের শিশু খাটে জেল হাজত!!
তবুও বলছি হে কাপুরুষ মানুষ হ মানুষ হ! মানুষের মাঝে বাঁচতে শেখ....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:

"হে আল্লাহ তুমি এই সকল মানুষ রুপি জানোয়ারদের বিবেক শক্তি উন্মোচিত করো যেন এরা মানুষ হতে পারে! "

-আল্লাহ যদি এটা করতেন, আপনি নিজেই তো মানুষ হয়ে যেতেন; লেজটা থাকতো না।
পুলিশ মাকে থানায় এনেছে, সাথে মা বাচ্ছাকে এনেছে, আপনি কি বেবীসিটিং করতে গেছিলেন?
আপনি নিজেই পুলিশের চাকুরীর জন্য ৫ লাখ ঘুষ দিতেন গতকাল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আল মাহফুজ এভিন বলেছেন: সাবাস বাংলাদেশ পুলিশ, এগিয়ে যাও!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.