| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!
কোনো এক বিকেল
আমার দাদা হাতে করে চারা নিয়ে এলেন
তারপর হাঁকডাক,''দেখ বাবুই কি এনেছি।''
যখন শ্বাস বুকে ধরে দৌড়ে এলাম রান্নাবাটি ছুঁড়ে
সবুজ গাছের চারা দেখে চোখ ফেটে জল কি আসেনি!
কে জানতো তখন ক'বছর পরেই আলো করে শীতগুলো আসবে।
দাদার লাগানো গাছটিতে প্রতিবছর ফুল আসে,
শীত এলেই,শীত এল এল হলেই...
শীতের শিউলী মায়ায়
সকাল কেমন মাদকতাময়
বাতাসে বিদূর ঘ্রান;মেঝে জুড়ে খই বাতাসার মত ফুল...
ঝুর ঝুর সারারাত-
ফুল পিষে যে রং আসে
সাদা ক্যানভাসে
ভুলভাল দাগে সূর্যগাছ আর খড়ের পালা....
শিউলী বোঁটায় সুতো গুঁজে আমার খাটের পাশি সাজে;
রোজ সকালে ফুলের কার্পেট,বাহির দরজার
পুরোটা জুড়ে,শরৎ- শীত,প্রতি বছর।
বছর বছর ফুল দিলে কি মায়া হয়!পেলেই বুঝি মায়া বাড়ে...
অথচ মরন পোকার দাঁতের ছাপ কখন লাগলো গায়ে
মুষড়ে গেল ঋতু।ম্লান হয়ে গেল সুঘ্রানে মাতা হলুদ শীতল পাটি;
শীতের সকাল বিষন্ন শুধু।দাদা গেছে.....
আরেকটি শিউলী বিহীন ভোর;
আরেকটি শীত-
আরেকটি দুড়দাড় নাগরিক জীবন,
আরেকটি বিষন্ন ঋতু।
বার বাড়ির কাঠের দরজাও পাল্টে গেছে
লোহার ফালায়----
এভাবেই বদলায় সব
হয়ত এভাবেই...।
মায়ায় শিউলী এখনো শুধু।
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫০
মাহী ফ্লোরা বলেছেন: কৃতজ্ঞতা ....
২|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৩
স্বদেশ হাসনাইন বলেছেন: শিউলী ফুল খুব প্রিয় । ভাল লাগলো +++
আপনার প্রোপিকের ছবিটাও বড় করে দিয়ে দেন পোস্টে।
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫১
মাহী ফ্লোরা বলেছেন: ঔটা আমার প্রোপিক.....
৩|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৪
স্বদেশ হাসনাইন বলেছেন: আর শিউলী ফুলে এত বিষন্নতা যেন না দিলেও হতো।
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৩
মাহী ফ্লোরা বলেছেন: তখন খুব বিষন্ন লাগছিল কবি।
৪|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৪
দুখী মানব বলেছেন: আমাদের ফ্যাক্টরীতে একটা গাছ আছে। প্রতিদিন সকালে ঘাসের উটর সাদা কমলার চাদর বিছিয়ে দেয়
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: আপনি কি ভাগ্যবান!প্রতিদিন সেই চাদর দেখেন......
৫|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৫
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আমার প্রিয় ফুলগুলোর একটি। ++++
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: আমার প্রিয় প্রিয় অসম্ভব প্রিয় আর ভীষন মায়ার.....
৬|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৭
ফিউশন ফাইভ বলেছেন: শিউলী ফুল আমার অসম্ভব প্রিয়। এই ফুল দেখলেই আমি শৈশবকাতরতায় আক্রান্ত হই।
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: নস্টালজিয়া .......
এত স্মৃতি এত সময়ের পাপড়ি বিছানো শৈশব!
৭|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৭
হাসান মাহবুব বলেছেন: আমি শীতগ্রস্থ, শিউলীগ্রস্থ না!
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৮
মাহী ফ্লোরা বলেছেন: আমি এখন,না না বেশ কিছুদিন থেকেই শিউলীগ্রস্থ...
৮|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৭
মাহী ফ্লোরা বলেছেন: আমি বহুদিন শিউলী দেখিনি।কেউ বিশ্বাস করবেন!
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৯
মাহী ফ্লোরা বলেছেন:
৯|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৮
অগ্নিবীনা বলেছেন: শীত এলেই,শীত এল এল হলেই...
শীতের শিউলী মায়ায়
সকাল কেমন মাদকতাময়
বাতাসে বিদূর ঘ্রান;মেঝে জুড়ে খই বাতাসার মত ফুল...
ঝুর ঝুর সারারাত-
ফুল পিষে যে রং আসে
সাদা ক্যানভাসে
সুন্দর।
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৯
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।
১০|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৮
ডেইফ বলেছেন: অনেক ভাল লাগলো কবিতাটা।
আমাদের পুরোনো বাড়ির পাশে ছিল একটা শিউলী ফুলের গাছ।
মনে পড়ে গেল ছেলেবেলার কথা।
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:০১
মাহী ফ্লোরা বলেছেন: শিউলী ফুল নিয়ে আমার এত স্মৃতি,অথচ বহুদিন এই ফুলটাকে কাছ থেকে দেখিনি,ছুঁয়ে দেখিনি...
১১|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:২৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আহা তুমি বহুদিন কেন শিউলি দেখনি! তুমি কি প্রবাসি ?
আমি রোজ দেখি, যদিও ভেরে নয় দুপুরে।
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:০৩
মাহী ফ্লোরা বলেছেন: আপনার কথা শুনে কেন যেন লজ্জা লাগছে।আমি দেশেই থাকি অথচ আমার আশে পাশে কোনো শিউলী গাছ নেই,আমার সীমার মধ্যে।এবার একটা শিউলী গাছ লাগাবোই লাগাবো।অবশ্যই লাগাবো....
১২|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:২৯
সায়েম মুন বলেছেন: শিউলীর মত বিষন্ন সুন্দর কবিতা!
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:০৩
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৩|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৩৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
শীত এলেই,শীত এল এল হলেই...
শীতের শিউলী মায়ায়
সকাল কেমন মাদকতাময়
বাতাসে বিদূর ঘ্রান;মেঝে জুড়ে খই বাতাসার মত ফুল...
ঝুর ঝুর সারারাত-
ফুল পিষে যে রং আসে
সাদা ক্যানভাসে
ভুলভাল দাগে সূর্যগাছ আর খড়ের পালা....
শিউলী বোঁটায় সুতো গুঁজে আমার খাটের পাশি সাজে;
ভালো লাগা। ++
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:০৪
মাহী ফ্লোরা বলেছেন:
রোজ সকালে ফুলের কার্পেট,বাহির দরজার
পুরোটা জুড়ে,শরৎ- শীত,প্রতি বছর।
অনেক ধন্যবাদ।
১৪|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৮
জিসান শা ইকরাম বলেছেন: ভাল লাগলো +
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:০৫
মাহী ফ্লোরা বলেছেন: ভাল লাগা পেয়ে ধন্য হলাম।
১৫|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:০৩
প্রজাপতি'র ডানা বলেছেন: ভালো লাগলো সেই সাথে মনটাও উদাস হয়ে গেলো........শিউলীফুল
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:০৭
মাহী ফ্লোরা বলেছেন: ভেবেছিলাম ফুলটার প্রতি আমার আসক্তি শুধু।সবার শৈশব যে এমন শিউলীময় ভাবতেই ভাল লাগছে।
১৬|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:১১
হাসান খা বলেছেন: দাদার জন্য দোয়া থাকল। গ্রামে গেলেই যেন প্রাকৃতিক বিশুদ্ধতায় মনের ময়লা অনেকটা দুর হয়ে যায়। আমি গ্রামে গেলে, আমার ঢাকায় ফিরতে ইচ্ছে করে না। অসহ্য লাগে এই চাকরী বাকরি। ওঃ খুব চমৎকার লেখা। শুন্যের সাথে মিলিয়ে বলি, বিষন্নতার ভাললাগা। ভাল থেকো।
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:১৭
মাহী ফ্লোরা বলেছেন: শিকড়ের টান এড়ানো সহজ না হাসান ভাই।অনেক শুভকামনা...
১৭|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১২:২৯
রাইসুল সাগর বলেছেন: সাদা ক্যানভাসে
ভুলভাল দাগে সূর্যগাছ আর খড়ের পালা....
শিউলী বোঁটায় সুতো গুঁজে আমার খাটের পাশি সাজে;
রোজ সকালে ফুলের কার্পেট,বাহির দরজার
পুরোটা জুড়ে,শরৎ- শীত,প্রতি বছর।
ভালোলাগলো++
০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৯
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে....
১৮|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১:১৯
বিষফোঁড়া বলেছেন: খুব ভালো লাগা,সাথে বেড়ে যাওয়া বিষন্নতা।
শীত বড় বিষন্ন,তবু ভালবাসি এই বিষন্ন শীত।
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০০
মাহী ফ্লোরা বলেছেন: তবু ভালবাসি বিষন্নতা...
১৯|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১:২৭
ত্রাতুল বলেছেন:
ভোরের শিউলী মনে পড়ে খুব বেশি। এইতো সেদিনও। ![]()
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: সেদিনও কি ফুল কুড়োতে গিয়েছিলেন?
২০|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১:২৭
রাজসোহান বলেছেন: শিউলি দেখি না বহুদিন !
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪০
মাহী ফ্লোরা বলেছেন: আপনিও!
২১|
০২ রা নভেম্বর, ২০১০ সকাল ৮:১২
ইমন জুবায়ের বলেছেন: শিউলির ভোর ছিল আমারও আমারও
ছিল সবুজ বাগান এক;
ওপাশে একটি গলি
এখন যেখানে বহুতল ...
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:০২
মাহী ফ্লোরা বলেছেন: এখন আমার ক্যকটাস আছে,বনসাই শত...
দেশি বিদেশি ফুল.....
২২|
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪২
সুরঞ্জনা বলেছেন: শিউলি আমারও খুব প্রিয়। তাইতো সুযোগ পেলেই শিউলি নিয়ে পোস্ট দেই।
অবশ্য আমি রোজই শিউলি দেখি। বাসার পাশে গাছটি সারা বছরই ফুল ঝরায়।
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:১৪
মাহী ফ্লোরা বলেছেন: সারা বছর আপু?কি মজা....
আমাকে আপনি চারা দিবেন কিন্তু।দিবেন দিবেন দিবেন....
বলুন দিবেন...
২৩|
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:৩০
পাহাড়ের কান্না বলেছেন: অনেকদিন শিউলিরে দেখিনা। তাই আমিও বিষন্ন।
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৩
মাহী ফ্লোরা বলেছেন: আপুরে কইয়া দিমু।আপ্নেরে যেন দেখা দিয়া আসে......
২৪|
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:২০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: তাহলে আসলেই একটা শিউলি ফুলের গাছ লাগাও.............অবশ্য যদি জায়গা থাকে। লজ্জা পাবার কি আছে.............আমি একটু গ্রামের দিকে যাই বলেই শিউলি দেখতে পাই। ঢাকা শহরে শিউলি কোথায়!
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:২৮
মাহী ফ্লোরা বলেছেন: টব ছাড়া তো গতি নাই।এইবার একটা লাগাবোই লাগাবো।দরকার হলে শিউলীর বনসাই বানাবো.....
২৫|
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:৩০
ত্রাতুল বলেছেন:
শিউলীর বনসাই...!? ![]()
হা...হ্... সেদিনও...! ![]()
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৬
মাহী ফ্লোরা বলেছেন: বনসাই....
দুইটা বানামু।
হ সেদিনও। তারপর?
২৬|
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৪
পাহাড়ের কান্না বলেছেন: আমিতো ফুলের কতা কইচি
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
মাহী ফ্লোরা বলেছেন: মিছা কতা কইলেন।বুঝছি শরম পাইসেন
২৭|
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৩
সায়েম মুন বলেছেন: শিউলীর বনসাই বানাইলে আমারে একটা দিয়েন
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: তাইলে তো তিনটা বানান লাগবে।
২৮|
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৩
ত্রাতুল বলেছেন: হা হা হা...!
শেষের রাগের ইমোটা দেখে ক্যান জানি খুব হাসি পাচ্ছে...! ![]()
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:১২
মাহী ফ্লোরা বলেছেন: আপনার হাসি দেখে উল্টায় পড়তাসি
২৯|
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৪
জারনো বলেছেন: আমি দুঃখিত কবিতা না বোঝার জন্য। তবে যে ভাবে সবাই প্রশংসা করছে তাতে মনে হয় ভালই হইছে। ভাল হইলে ভালো আর যাদি ভালো না হয় তা হলে আবারও দুঃখ প্রকাশ করছি।
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৪
মাহী ফ্লোরা বলেছেন: আপনার দুঃখে আমার ব্লগ ভিজে গেলু....
৩০|
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৭
শেখ আমিনুল ইসলাম বলেছেন: শিউলি ফুলের স্নিগ্ধতা আর বিষন্নতা মিলে, অন্যরকম সুন্দর!
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৬
মাহী ফ্লোরা বলেছেন: অন্যরকম আসলেই...
৩১|
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৬
চতুষ্কোণ বলেছেন: কবিতাটা তার বিষয়বস্তুর মতোই সুন্দর স্নিগ্ধ বিষণ্নতায় ভরা। অনেক ভালো লাগলো।
অট। ভালো নার্সারিতে শিউলি গাছের কলম পাওয়া যায়। বাড়ীর ছাদে বা খোলামেলা বারান্দায় পুরনো বড় বালতিতে গাছ লাগিয়ে দেখতে পারেন।
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৫
মাহী ফ্লোরা বলেছেন: হুম এখন প্রথম কাজ হইল ভাল নার্সারী খুঁজে কলম চারা নিয়ে এসে টবে লাগিয়ে বন্ধ বারান্দায় রাখা।দুই তলা থেকে রোজ ছয় তলায় উঠে গাছের যত্ন নিতে গেলে আমি শেষ....
কবিতা ভাল লাগায় খুব ভাল লাগছে আমারও।
৩২|
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
জারনো বলেছেন: আপনারা এত বোঝেন কেমনে?
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: কেমনে কেমনে জানি বুইঝা যাই
৩৩|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৫৭
আরফার বলেছেন: ভালো লাগলো। +++
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১১:০৩
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ....
৩৪|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১১:০২
তারার হাসি বলেছেন:
স্নিগ্ধ সুন্দর শিউলি।
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১১:০৫
মাহী ফ্লোরা বলেছেন: খুব ভাল লাগার শিউলী....
৩৫|
০২ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৪৯
দু-পেয়ে গাধ বলেছেন: শিউলি দেখিনাই আজ আট বছর.........
০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২৮
মাহী ফ্লোরা বলেছেন: আপনেরে তো গলাগলি করতেও কইতে পারিনা।জাত পাল্টাই ফেলসেন.....
৩৬|
০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:২৩
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ভালো লাগলো কবিতাটা ।
আমিও অনেকদিন শিউলি ফুল দেখি না।
০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৮
মাহী ফ্লোরা বলেছেন: তাইলে আপনারেও একটা বনসাই দিমু।ওয়েট আগে বানাই নি....
৩৭|
০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৫:১১
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আইচ্চা। থেঙ্কু ।
০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:১৭
মাহী ফ্লোরা বলেছেন: যাওক হাসি দেহা গেছে মুখে......
৩৮|
০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯
ত্রাতুল বলেছেন: আমি বনসাই চাই না।
আমার শিউলীরে কষ্ট দিলে খবর আছে। ![]()
শিউলী, মহুয়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল ছিল আমার ভোরের সাথী।
কতদিন যাই না সেইখানে, শুধু স্মৃতিগুলো জেগে আছে নীলাভ কষ্টে।
বাড়ির ঠিকানাতো ভুলে গেছেন, তাই দিয়ে গেলাম। ![]()
০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:২৭
মাহী ফ্লোরা বলেছেন: কার বাড়ি কিয়ের বাড়ি,আমারে কেউ দাওয়াত দেয়না...
কষ্ট দিমুই দিমু,দিমুই দিমু,দিমু দিমু.....
আপনারেও বনসাই দিমু একটা,সারা গাছে শিউলী ফুটবে,গন্ধ ছুটবে,কিছুটা হলেও শৈশব ফিরিয়ে আনবে সুবাস। :#>
৩৯|
০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৪৩
শোশমিতা বলেছেন: চমৎকার বিষন্ন সুন্দর কবিতা + +
শিউলি আমারও খুব প্রিয় ফুল ।
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:১৮
মাহী ফ্লোরা বলেছেন: আপনাকে একমুঠো শিউলীভোরের শুভেচ্ছা.......
৪০|
০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৫৩
ত্রাতুল বলেছেন: ![]()
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:২২
মাহী ফ্লোরা বলেছেন: মন খারাপ কইরেন না।দিমুই দিমু....
শুভ সকাল....
৪১|
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:৩৬
লেডি বার্ড বলেছেন: শিউলী নামে আমার একটা বান্ধবী আছিল। হারায়া ফেলছি।
লেখা ভালা লাগছে।
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৮:৫০
মাহী ফ্লোরা বলেছেন: হারায়া ফিইলাও তারে মনে রাখসেন তাইবা কম কি!মন খারাপ কইরেন না......
৪২|
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:২৬
জিসান শা ইকরাম বলেছেন: শিউলী আমার সবচেয়ে প্রিয় ফুল।ছোট বেলায়, যুবক হবার আগ পর্যন্ত এটা কুড়িয়েছি। এখনো দেখলে দুহাত ভরে নিয়ে আসি। শীত আসলে- শিউলী দেখি আর না দেখি , শিউলীর সুগন্ধ পাই। মন ভরে যায়।
অত্যন্ত স্নেহ আর আদরের একজনকে আমি এই নাম দিয়েছিলাম। ওকে শিউলী ফুলের মতই মনে হয়েছিল।জীবনে মাত্র একজনকেই আমি আমার সবচেয়ে প্রিয় ফুলের নামে ডেকেছিলাম।এখন আর ডাকতে পারিনা। চলে গিয়েছে সে। আমার কাছে নেই আর ও।
তোমার এই কবিতা দেখে অনেক কথা মনে পরে গিয়েছিল।
লিখতে পারবো না ভালমত তাই লিখিনি তেমন কোন মন্তব্য।
কবিতাটা ভাল লিখেছ।
মনে করিয়ে দিয়েছ আমার হারিয়ে যাওয়া শিউলীকে। যাকে আমি শ্নেহ করতাম, ভালবাসতাম।
শুভকামনা তোমার জন্য।
০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৬
মাহী ফ্লোরা বলেছেন: আপনার হারিয়ে যাওয়া শিউলীর প্রতি দোয়া।মানুষের এত স্মৃতি!এক জীবনে মানুষ যত মুহূর্ত পার করে,তার স্মৃতির ভার বহন তত কষ্টকর।নাকি তত সুখময়!
দীর্ঘদিন শিউলীকে মনে থাকুক আপনার,এমনি করেই হঠাৎ হঠাৎ বুকের পাশে চিনচিনে ব্যাথা নিয়ে মনে পড়ুক শিউলী আছে কোথাও।অন্তত আপনার মনে।
অনেক শুভকামনা আপনার জন্যেও।ভাল থাকবেন....
৪৩|
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৪
জুন বলেছেন: আমার অত্যন্ত প্রিয় এই ফুল নিয়ে আপনার পোস্ট, আমার ছোটোবেলার অনেক কথাই মনে করিয়ে দিল।
০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৭
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।শৈশব সবসময় মধুর।তাই না আপু?
৪৪|
০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১১:০৮
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা! মুঘদ্ধতা এবং বিষন্নতার মেলবন্ধন মুর্ত সুন্দরের সফল প্রস্ফুটন কবিতার কাব্যিক গুণ আরো বেশী করে ফুটিয়ে তুলেছেন! অজস্র ধন্যবাদ এবং অনিবার্য প্লাস।
০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৮
মাহী ফ্লোরা বলেছেন: এই প্রথম আপনি এলেন।আমার খুব ভাল লাগছে।কৃতজ্ঞতা....
৪৫|
০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৮:৫০
নীল ভোমরা বলেছেন: ছোটবেলায় শীতের সকালে শিউলী খোটার কথা মনে পড়ে গেল। আমাদের সরকারী বাসার বাগানে ছিল একটা শিউলী গাছ!
০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:১৪
মাহী ফ্লোরা বলেছেন: খুব ভাল লাগলো।অনেক ধন্যবাদ..
৪৬|
০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১০:৪০
দালিয়া বলেছেন: আমি কোথায় ছিলাম এত দিন? ![]()
০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:১৬
মাহী ফ্লোরা বলেছেন: সবখানেই ....।শুধু পথ ভুলেছেন বলেই এখানে থাকা হয়নি.......
৪৭|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৭
বাবুল হোসেইন বলেছেন:
মনে আমার ঝলসে উঠে শিউলি ফুলের কথা....হা হা হা
সুন্দরম...
ভালো থাকা হোক।
০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:২০
মাহী ফ্লোরা বলেছেন: সংখ্য ধন্যবাদ.....
৪৮|
০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:২৮
শায়মা বলেছেন: ফ্লোরার কবিতায় ফ্লাওয়ার বেশ বেশ মানানসই।![]()
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা থ্যাংক ইউ আপু..
৪৯|
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭
রাজসোহান বলেছেন: জিন্দ মাহী ভে
০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১
মাহী ফ্লোরা বলেছেন: সোহান আপু...
৫০|
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮
আমি সুখ পাখি বলেছেন: কবিতাটা ভাল লাগলো খুবই। কেমন বিষন্নতায় ভেজা।
শিউলী আমারও প্রিয় ফুল।
ডিমের দাওয়াত দিলাম ![]()
০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৮
মাহী ফ্লোরা বলেছেন: অশ্বডিম্ব?
৫১|
০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
দীপান্বিতা বলেছেন: আমিও অনেকদিন শিউলিফুল ছুঁয়ে দেখিনি...হায়!
০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
মাহী ফ্লোরা বলেছেন: কেন এমন হয়!অনেক ধন্যবাদ আপু.....
৫২|
০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯
খন্ডকাব্য বলেছেন: মায়ায় শিউলী এখনো শুধু
মাহী ফ্লোরা খায় শুধু মধূ //
০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২২
মাহী ফ্লোরা বলেছেন: খন্ডকাব্য.........
কি খায় না খায় কিভাবে তা ভাববো!
৫৩|
০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩২
খন্ডকাব্য বলেছেন: মাহী ফ্লোরা কি খায়, তা কি সে নিজেই জানেনা
০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: আমিতো খন্ডকাব্যের খাবার দাবার নিয়ে চিন্তা করছি........
৫৪|
০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১৪
খন্ডকাব্য বলেছেন: খাওয়বেন নাকি....কত্ত দিন দাওয়াত খাইনা....
০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩২
মাহী ফ্লোরা বলেছেন: আপনারে তো আবার সাহিত্য ছাড়া কিছু খাওয়ানো যাবেনা।কই পাই বলেন তো.....
৫৫|
০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৫
জিসান শা ইকরাম বলেছেন: আমার শিউলী বেচে আছে এখনো
থাকবে আজীবন আমার মনের গহীন কোনে
যেখানে স্নেহ আর ভালবাসা থাকে জড়াজড়ি করে ![]()
০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:০০
মাহী ফ্লোরা বলেছেন: শিউলী ফিইরা আইছে নাকি?
বাহ বাহ....
ভালবাসায় জড়াইয়া রাইখেন,নাইলে আবার হারাই যাইবো।
৫৬|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৫
মিরাজ is বলেছেন: শীতের শিউলী মায়ায়
সকাল কেমন মাদকতাময়
বাতাসে বিদূর ঘ্রান;মেঝে জুড়ে খই বাতাসার মত ফুল...
ছোটবেলায় নানুর বাড়িতে গেলেই ভোরে এই ফুল কুড়াতাম তারপর চলত মালা গাঁথার পালা.........
নষ্টালজিক করে তোলে.........
ভাল লাগল কবিতাটি.........
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:০৪
মাহী ফ্লোরা বলেছেন: শৈশব কেমন মাদকতাময়.....
৫৭|
১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৯
অজন্তা তাজরীন বলেছেন: শিউলী ফুলের শুভেচ্ছা ও ভাল লাগা।
১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৩২
মাহী ফ্লোরা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৫৮|
১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫০
অজন্তা তাজরীন বলেছেন: শিউলী ফুলের শুভেচ্ছা ও ভাল লাগা।
১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৩
মাহী ফ্লোরা বলেছেন: অনেক শুভকামনা।ঈদ মুবারক......
৫৯|
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:০২
ম্যাক্রোফেজ বলেছেন: +++
০৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:০৮
মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ.....
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১১
শূণ্য উপত্যকা বলেছেন: বিষন্নতায় ভাল লাগা।