নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ খান

ভালোবাসি বন্ধু হতে, ভালোবাসি কবিতা লিখতে ও পড়তে। দ্রষ্টব্য: ------- আমার সমস্ত কবিতা ও লেখা, যেগুলো এই ব্লগে পোষ্ট করেছি, সেগুলোর সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ব্যতীত এগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

মাহফুজ খান › বিস্তারিত পোস্টঃ

কর্মক্ষেত্রে চামচামি

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

কর্মক্ষেত্রে চামচামি

-মাহফুজ খান



একটি ব্যক্তিগত অভিজ্ঞতা- যা কি না আমাকে মানুষিকভাবে মাঝে মাঝে পীড়া দেয়।



উপরে উঠার জন্য চামচামি যেন কারো কারো জন্য এক মহা ঔষধ। নেহাত চাপার জোরেই টিকে আছে এমন লোকের সংখ্যা কর্মক্ষেত্রে কম নয় । বসকে পটাতে চাপাবাজিই ভরসা এবং একমাত্র আশা। তাদের কাছে চাপাবাজিই আলোর দিশা !

কতটা নির্লজ্জভাবে তারা বলতে পারে - "চামচামি একটা শিল্প"।

কর্মক্ষেত্রে চামচামি করাটা নিঃসন্দেহে একটি ঘৃণা-যোগ্য অপরাধ। নিজের স্বার্থের জন্য অন্যের কর্ম-দক্ষতাকে বা একটি সত্য তথ্যকে ম্যানেজম্যান্টের কাছে লুকানো বা প্রকাশ না করার মতো নীচতাও আজকাল কোথাও কোথাও প্রকট। যা প্রত্যাশিত নয়। নিজের চারপাশে যখন এই জাতীয় অপদার্থগুলোকে দেখি তখন খুব দুঃখিত হই।



আশা করছি সকল উর্ধতন কর্মকর্তগণ বা মালিক শ্রেণীর যারা আছেন তারা চামচামির এ বিষ ক্রিয়া থেকে নিজেদের মুক্ত রাখবেন। এবং সততাকে প্রাধাণ্য দিবেন। আমার এ লেখার মাধ্যমে আমি সকল উর্ধতন কর্মকর্তগণ বা মালিক শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

নতুন বলেছেন: "চামচামি একটা শিল্প"। -- খুবই সত্য কথা...

এটা সবাই পারেনা... হতাশ হবেন না... আমিও পারিনা ভাই...

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মাহফুজ খান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.