![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য স্পিরিট অব ৭১
-মাহফুজ খান
ভয় নেই হে তরুণ, দামাল বঙ্গ সন্তান
ভয় নেই তোমার,
আজ কোন ভয় নেই।
এক নতুন জাগরণের স্বপ্ন তুমি,
এক যুগান্তকারী পরিবর্তনের দিক নির্দেশনা তুমি,
এগিয়ে যাও হার না মানার শপথ নিয়ে।
এ লড়াই আজ
বাঙালির অস্তিত্বের লড়াই,
আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই,
মিথ্যার বিরুদ্বে সত্যের লড়াই।
যত বাধা আসে আসুক
ভেঙ্গে দাও তা তারুণ্যের শক্তি দিয়ে,
আজ তোমাদের জিততেই হবে।
বিবেককে নীচে নামিও না, হে তরুণ
যদি পৃথিবীর সব অর্থ তোমার পায়ে ঢেলে দেয় কেউ
জ্বালিয়ে দাও তা তারুণ্যের আগুনে।
আজ উল্লাস কর তোমার অসীম শক্তির সামর্থ্য দেখে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
মাহফুজ খান বলেছেন: তরুণ তুমি গর্জে ওঠো বারংবার
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
বোকামন বলেছেন: এ লড়াই আজ
বাঙালির অস্তিত্বের লড়াই,
আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই,
মিথ্যার বিরুদ্বে সত্যের লড়াই।