![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেই সাভার বাসীর জন্য
-মাহফুজ খান
লাশের পর লাশ জমা হচ্ছে। কত জন আটকে পড়েছে, তা জানা নেই। স্বজনদের কান্নার শব্দে বাতাস আজ বেশ ভারী। আহতদের জীবন বাঁচানোর জন্য হাজার হাজার ব্যাগ রক্তের প্রয়োজন। আটকে পড়া অসহায় মানুষদের জীবন বাঁচাতে প্রয়োজন হয়ে পড়েছে অক্সিজেন ও খাদ্যের। যারা পঙ্গু হয়েছেন তাদের চিকিৎসার জন্য প্রয়ে্জন অর্থের। এত সব সমস্যা সমাধানের পথ হয়তো অসহায় মানুষদের জানা নেই। কিন্তু আমরা যারা বেশ ভালো আছি, আমরা জানি সমাধান কি হতে পারে? আসুন সবাই মিলে একটু সাহায্য এবং সহযোগিতা করি। সাভার বাসী আজ এই বিপদে উপকৃত হোক আমাদের ভালোবাসায়। দুই/একদিন সিগারেট বা স্ন্যাকস না খেলে আমাদের তেমন কিছুই হবে না। কিন্তু এতে উপকৃত হতে পারে সেই সব অসহায় মানুষদের মূল্যবান জীবন। মানুষের জন্য ভালোবাসাই হোক আজ আমাদের উৎসাহ। আসুন সবাই মিলে একটু চেষ্টা করি।
©somewhere in net ltd.