নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কম্পিউটার ও ইন্টারনেট

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ

কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে জানতে আগ্রহী । E-mail : [email protected] Blog : www.somewhereinblog.net/blog/mahfuz088

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিভাগে সাজানো হাদিস এখন নতুন রূপে!

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

আস-সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রেখে যাওয়া হাদিস গুলোর মধ্যে পোস্ট লেখা পর্যন্ত ৩৪০২ টি হাদিসকে ২১৬ টি বিভাগে সাজাতে সক্ষম হয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি সবগুলো হাদিসকে বিভাগে সাজাতে। আশা করছি খুব দ্রুত তা শেষ হবে। যা আপনাদের সবার কাজে লাগবে। এবং অনেক অনেক সহজেই হাদিসগুলো পড়তে পারবেন বিভাগ অনুযায়ী।



http://www.hadis.sinhatalk.com



http://www.facebook.com/hadisbycat



সেই সাথে হাদিসগুলোকে যাতে সুন্দর দেখা যায় এজন্য ডিজাইনেও ব্যাপক পরিবর্তন করা হয়েছে।



আপনারা আমাদের সাহায্য করতে পারেন। এই সাইট ভিসিট করতে আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন।হাদিস পড়ার সময় যদি মনে হয় যে এটি অন্য একটি বিভাগে হওয়া উচিত ছিল তাহলে মন্তব্য করে আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ http://www.facebook.com/hadisbycat এখানেও আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। উপরের ছবিটি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। সর্বোপরি একটি কথা হচ্ছে যে আমাদের কোন স্পন্সর নেই। এবং কোনক্রমেই আমরা স্পন্সর সংগ্রহ করব না। তাই এর পাবলিছিটিতে আপনারা অবশ্যই আমাদের সাহায্য করবেন। আপনি যদি এই সাইটের লিঙ্ক যদি আপনার কোন বন্ধুকে দেন আর সে যদি এই হাদিসগুলো পড়ে হাদিস মোতাবেক চলার চেষ্টা করে তবে সে যতটুকু সোয়াব পাবে আপনিও ততটুকু সোয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই আমরা আশা করছি আপনারা প্রত্যেকেই "বিভাগে সাজানো হাদিস" পাবলিছিটিতে সাহায্য করবেন।



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>





আমার বক্তব্য :

বিভাগে সাজানো হাদিসের সাইটটি আমার বেশ ভালো লেগেছে।

এই জন্যই টেকটিউনস সাইটের উক্ত পোস্টটি লেখকের অনুমতি সাপেক্ষে আপনাদের সামনে হাজির করলাম।



যখনই আপনি কোনো নিদৃষ্ট বিষয়ে হাদিস খুজতে চাইবেন, তখন সব চাইতে সহজ উপায় এই সাইটে (http://www.hadis.sinhatalk.com) চলে আসুন।

এখানে ডান সাইডে বিভিন্ন বিভাগে হাদিস সাজানো আছে। আপনি যেই নিদৃষ্ট বিষয়ে জানতে চান সেই বিভাগে ঢুকলেই আপনি প্রয়োজনীয় হাদিস পেয়ে যাবেন। তাছাড়া এই সাইটে গুগল সার্চের উপরে আরো একটি সার্চ অপশন আছে, সেখানে বাংলাতে হাদিসের নম্বর লিখেও আপনি নিদৃষ্ট হাদিস পেতে পারেন।



আপনাদের ভালো লাগবে আশা করি। আপনারা অবশ্যই আমাদের সকলের জন্যই দোয়া করবেন।





সাইটটি ভালো লাগলে দয়া করে তাদের ফেসবুকে (http://www.facebook.com/hadisbycat) মন্তব্য করতে ভুলবেন না।

সাইটটির উন্নতির জন্য আপনাদের সকলের সুচিন্তিত মন্তব্য তাদের কাম্য।





আপনারা তার আরো একটি সাইটে ঘুরে আসতে পারেন। এটি একটি সম্পুর্ন বাংলা প্রশ্ন উত্তর ভিত্তিক সাইট। ইংরেজিতে এমন প্রচুর সাইট পেলেও বাংলাতে তেমন একটা পাওয়া যায় না।

এখানে আপনি যে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন। এবং আপনার জানা উত্তর শেয়ার করতে পারেন।



সাইটির লিন্ক : http://ans.sinhatalk.com







সূত্র :

টিউন করেছিলেন : arifulsuis |

প্রকাশিত হয়েছে : টেকটিউনস সাইটে, 2 November, 2013 on 10:02 pm |



মূল লেখাটি দেখতে চাইলে এই লিন্কে ক্লিক করুন।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
খুব ভাল উদ্যেগ। যাযাক আল্লাহ।

আপনাদের টিমে ক'জন আছেন জানতে পারি। বিদেশী কোন সাইট থেকে অনুপ্রেরণা পেয়েছেন কি? ঐ সাইটের ঠিকানা বলবেন, প্লীজ?

গ্রেট জব।

ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: ফেচবুকের ফ্যান পেজে ১০ জনের টিম।আর সাইট একজনই চালাচ্ছেন তার নাম আরিফুল।

কোন সাইট থেকে অনুপ্রেরনা নয়। আসলে একদিন গুগলে আরিফুল ভাই কি যেন এক বিষয়ের হাদিস
খুচ্ছিলো, কিন্তু পাওয়া যাচ্ছিলো না (বিষয় টি মনে পরছে না) ,। কিন্তু খুজে পাওয়া যায়নি।
তখন থেকে আরিফুল ভাইয়ের ভাবনা ছিলো আল্লাহ তৌফিক দিলে বিভাগে সাজানো হাদিসের একটি সাইট খুলা হবে। তো আল্লাহর রহমতে ২ মাস আগে সাইটটি খুলা হলো। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর বিদেশে এ বিষয়ে কোন সাইট আছে কি না আমার জানা নেই।

ধন্যবাদ আপনার মন্তব্বের জন্য।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

শফিক আলম বলেছেন: ভাল উদ্যোগ। তবে মনে হয় আরেকটু কাজ করতে হবে। Category-তে যেয়ে ক্লিক করার পর হাদিসগুলো পেলাম ঠিকই কিন্তু উপরে বা শুরুতে category-র নাম উল্লেখ দেখলাম না। বিভাগের নামটা উল্লেখ থাকা উচিত, তা'হলে পরে যে কোন সময় দেখলেই বুঝা যাবে কোন্‌ বিভাগে পৃষ্ঠাটি খোলা আছে। ধন্যবাদ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

শফিক আলম বলেছেন: Sorry! আবারও ভিজিট করার পর নামগুলো দৃষ্টিগোচর হলো, তবে আকারে একটু ছোট হয়ে গেছে। However, it's a great job. Thanks again.

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ ভাল।হাদীস পড়ে অনেকেই লাভবান হবেন। দ্বীন সম্পর্কে জানা যাবে। :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

শহুরে আগন্তুক বলেছেন: আসসালামু আলাইকুম ।

প্রিয়তে থাকলো । ভালো থাকবেন , সুস্থ থাকবেন ।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: আপনি যদি এই সাইটের লিঙ্ক যদি আপনার কোন বন্ধুকে দেন আর সে যদি এই হাদিসগুলো পড়ে হাদিস মোতাবেক চলার চেষ্টা করে তবে সে যতটুকু সোয়াব পাবে আপনিও ততটুকু সোয়াব পাবেন ইনশাআল্লাহ।
আমরা আশা করছি আপনারা প্রত্যেকেই "বিভাগে সাজানো হাদিস" পাবলিছিটিতে সাহায্য করবেন।

সাইটটি ঘুরে এসে দয়া করে মন্তব্য করতে ভুলবেন না।
সাইটটির উন্নতির জন্য আপনাদের সকলের সুচিন্তিত মন্তব্য আমাদের কাম্য।

ভাই আপনাকে ধন্যবাদ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মোঃ শিলন রেজা বলেছেন: সুন্দর তবে পেজ টা আরও সুন্দর করে সাজানো জেত।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
বিষয়টা পরে দেখা হবে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

পাঠক১৯৭১ বলেছেন: আমরা কি আবারো পিরামিড বানাবো?

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

পাঠক১৯৭১ বলেছেন: মমি বানাবো?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: "আমরা কি আবারো পিরামিড ও মমি বানাবো?"

"পাঠক১৯৭১" আপনার এই সব প্রশ্রের মানে কি?

অযথা তর্কাতর্ক করার অভ্যেস আমার নেই।
আপনার যদি অযথা তর্কাতর্ক অভ্যেস থেকে থাকে, তবে আপনার নিজের মতই কাউকে বেছে নিন।

আপনাকে ধর্ম মানার জন্য কেউ জোর করছে না।

যার যার প্রতিফল সে নিজেই পাবে।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর সাইট!! বুক মার্ক করে রাখলাম !! যাযাকাল্লাহু খাইরান!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ মুদ্‌দাকির :

ভাই আপনাকে ধন্যবাদ।

আমি হাদিসের জন্য আরো একটি সুন্দর সাইটের সন্ধান পেয়েছি।

লিন্ক : http://www.hadithbd.com

১০| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর উদ্দেগ ত

১১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:০১

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
@ দালাল০০৭০০৭ :

হ্যা ভাই।

তবে সাইটের ব্যাপারে আপনার যে কোনো বক্তব্য থাকলে উক্ত সাইটের কমেন্ট বক্সে সেটা করার অনুরোধ জানালাম।

আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১

সত্য৭৮৬ বলেছেন: ভাল উদ্যোগ নিয়েছেন। মহান আল্লাহ যেন আপনাদের উদ্যোগকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।

তবে জাল হাদিছ সম্পর্কে কিন্তু সাবধান থাকবেন- একটি ধর্ষনের ঘটনা ও রজমের হুকুম

এই হাদিছটি কোন বিভাগে রাখা যায় কি?

জাল হাদিছ নামে একটি বিভাগ রাখলে বোধ হয় ভাল হত।

ধন্যবাদ-

৩০ শে মে, ২০১৪ রাত ১০:৪৭

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ সত্য৭৮৬ :

ভাই, আপনাদের একটু ভুল বুঝাবুঝি হচ্ছে।

বর্তমানে আমি ওখানে আপতত জড়িত নেই।

আপনি ওই ওয়েব সাইটেই (http://www.hadis.sinhatalk.com) একেবারে নিচের দিকে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারবেন।

এছাড়াও ফেসবুক পেজ http://www.facebook.com/hadisbycat রয়েছে। এখানেও আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারবেন।

আপনাকে ধন্যবাদ।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ধন্যবাদ। এরকম উদ্যোগ আরও বেশী বেশী দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.