![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।
"জোছনার রঙ"
কষ্টের রঙ নাকি নীল হয়, তবে জোছনার রঙ কেন নয় ?
কল্পনার অবিমিশ্র সুখ মেখে, একবারও কি দেখেছ চোখে?
জোছোনার রঙ পেতে, সুমদ্রস্নানে যে হবে যেতে
হয়তো তুমি থাকবে সঙ্গী বিহীন ,আমিও থাকবো তুমিহীন।
পাচি ভাত আর পান্তা-পেঁয়াজে যে প্রেম আছে
দুই শাড়িতে, সস্তা বাড়িতে যে সুখ আছে
সে ভালবাসায় রাখতামনা তোমায়,
তবুও কষ্টের শেষ সীমায় কেন জড়ালে আমায় ।।
...........................(অসমাপ্ত।)
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১১
স্বাধীন কিবোর্ড বলেছেন: (লেখক অপ্রকাশিত)