![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।
বন্ধু। সেটা নাকি একটা সম্পদ ( অনেক বার শুনেছি) । যার সাথে মনের সব কথা শেয়ার করা যায়( শুনেছি, পারিনি) । বন্ধু নিয়ে ফেসবুকে অনেক পেজ চোখে পড়ে। অনেকে বলে স্টুডেন্ট লাইফে বন্ধুত্বরচে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারেনা। আমি মেনেনেই, কিন্তু মনে নিতে পারিনা। মাঝে মাঝে মনে হয় আমি অনেক ভালো কিছু ফ্রেন্ড পেয়েছি। মাঝে মাঝে মনে হয় আমার চিন্তাটি একদম ভুল। জ্ঞান হওয়ার পর থেকে যাদের ফ্রেন্ড হিসেবে পেয়েছিলাম, তাদেরকেই আমি আমার সত্যিকারের ফ্রেন্ড মনে করতাম। আমার লাইফে আমি চারজন কে সবচে ভালো ফ্রেন্ড মনে করতাম। কিন্তু দুঃখের বিষয় তাদের তিনজনের সাথেই এখন আর যোগাযোগ নেই। আমি যোগাযোগ করলেও তারা করে না। হয়তো তারা অনেক বেস্ত, তাই। এখন তাদের সাথে কথা বললে অপরিচিত মনে হয়। দুঃখের বিষয় সবচে কাছের ফ্রেন্ড যাকে মনে করতাম তার সাথে মন খুলে নিজের কষ্টের কথা কখনো বলতে পারিনি। আমার অনেক কষ্টের সময়েও তাকে পাশে পাইনি। বরং আমার কষ্ট গুলো নিয়ে হাসির পাত্র হয়েছি তার এবং তাদের কাছে। সত্যিকারের প্রেম বলে যেমন কিছু নেই তেমন সত্যিকারের বন্ধুত্ব বলেও কিছু নেই( এটা আমার মত, কারো উপর চাপিয়ে দিচ্ছিনা)। বন্ধুত্ব হোল এক ধরনের সময় কাটানোর অস্ত্র। বন্ধু হোল সুখের সাথী দুখের নয়। আজ ভালোবাসা থেকে আমার যেমন বিশ্বাস উঠেগেছে তেমনি বন্ধুত্বের উপর থেকেও। এমনও হতেপারে আমি আসলে কারো বন্ধু হওয়ার যোগ্য নই। হাতে কি বোর্ড পেয়েছি তাই হয়তো নিজের বন্ধুত্তের অযোগ্যতা অন্যার উপর চাপিয়ে দিয়ে নিজে মানুষিক চাপ থেকে বাচবার চেষ্টা করছি। কেউ কিছু মনে করবেননা, অনেক কষ্ট পেয়েছি, তাই হয়তো আবেগের মধ্যে লেখটি লিখছি।
©somewhere in net ltd.