নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাত্র, দেশের জন্য আপাততো নো বডি।। বডি হওয়ার চেষ্টায় ব্যস্ত বাংলাদেশের একজন সাধারন নাগরিক।।

স্বাধীন কিবোর্ড

আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।

স্বাধীন কিবোর্ড › বিস্তারিত পোস্টঃ

শিরনাম হীন পোষ্ট.।.।.। স্বাধীন কিবোর্ড

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৭

আমি এখানে বিনোদন দিতে বা নিতে আসিনি। এসেছি প্রতিবাদ করতে। কারো ভালো লাগবে কারো লাগবেনা। আমি এসব পরোয়া করিনা। দেশ সঙ্কটে। যতদিন না এই সঙ্কট থেকে দেশ উদ্ধার পাচ্ছে ততদিন বিনদনের খেতাপুরি। আমার কথা কারো একঘেয়ে লাগতে পারে। এর কারন রয়েছে। তার চিন্তা বা বিশ্বাসের সাথে আমার চিন্তা বা বিশ্বাস যায় না। এই ব্লগে আমার বিরোধিতা করবে এমন অনেক জ্ঞানী লোক রয়েছে। আবার অনেক কুয়োর ব্যাঙও রয়েছে যারা নাবুঝেই পেক পেক করবে । কুয়োর ব্যাঙ সুমদ্রে পরলে যা হয় আর কি। আমি আগেও বলেছি সমালোচনা সবাই সহ্য করতে পারেনা। যাদের এই যোগ্যতা টুকু নেই তারা দয়া করে আমার পোষ্ট গুলো এরিয়ে যাবেন অথবা গঠন মূলক সমালোচনা করবেন। তাও যদি না পারেন দয়া করে আমার ব্লগের আসে পাশেও আসবেননা। আপনার সাথে আমার তর্ক-বিতর্ক হতেই পারে, তাই বলে এটা ভাববেন না আমি আপনার শত্রু হয়েগেছি। আমার অনেক বন্ধু আছে যাদের সাথে আমার সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। তাদের কারো সাথে আমার মতের মিল হয়, কারো সাথে হয়না। অনেক তর্ক-বিতর্ক হয়। তাই বলেকি আমরা বন্ধু থেকে শত্রু হয়েযাই? কখনোই না। সামুকে আমরা আমাদের মত প্রকাশের positive প্লাটফরম হিসাবে গরে তুলতে পারি।

উল্টাপাল্টা মন্তব্য করলে উল্টাপাল্টা মন্তব্য পাবেন এটা নিশ্চিত। আমাকে কেউ লাথি দিলে তাকে আমি সালাম দেবনা এটাও নিশ্চিত। উল্টাপাল্টা ইঙ্গিত করলে তার জবাব উল্টাপাল্টা ভাবেই পাবেন। যেমন কুকুর তেমন মুগুরে আমি বিশ্বাসী। দেশকে ভালবাসুন, দেশের মানুষ আপনাকে ভালোবাসবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৩

খেয়া ঘাট বলেছেন: দেশকে ভালবাসুন, দেশের মানুষ আপনাকে ভালোবাসবে।

আর, দেশের মানুষ ভালো না বাসলেও দেশকে ভালোবাসুন।

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২১

স্বাধীন কিবোর্ড বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.