![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।
কৌতুকটি বাজেটের প্রাক্ষাপটে লেখা। অনেকদিন আগে লিখেছিলাম। আজ সামুতে পোষ্ট করছি।
( শুধুই আনন্দের জন্য। রাজনৈতিক দৃষ্টিতে না দেখার জন্য অনুরোধ করছি)
আজ আপনাদের একটি কৌতুক শোনাব, বাজেটীয় কৌতুক।
একদিন মুহিত সাহেব বসেছিল সুমদ্রের ধারে। হঠাৎ বালুর মধ্যে একটি চেরাগ পেয়ে গেলো। সেটা ঘষতেই বেরিয়ে এল এক দৈত্য। মুহিত সাহেব বলল, তুমি কতদিন ধরে আছো এই চেরাগে? দৈত্য বলল ৫০০ সেকেন্ড। মুহিত সাহেব বলল তা কিকরে হয়। আমি নিজেই তো এখানে বসা আধা ঘণ্টার বেশি। দৈত্য বলল, আমার সেকেন্ড তো আপনার সেকেন্ড এর মতো নয়। আমার এক সেকেন্ড মানে ১,০০০ বছর। মুহিত সাহেব বলল, ও আচ্ছা, তাহলে তোমার টাকার মূল্য কতো? দৈত্য বলল ১ টাকায় ১০,০০০ কোটি ডলার। মুহিত সাহেব খুশি হয়ে বলল তোমার ৫ টাকা আমাকে দাও। আমি আমার পরিবারের জন্য বাজেট প্রনয়ন করবো । দৈত্য বলল ১ মিনিট দেরি করেন!!!!!! মুহিত সাহেব বলল রাবিস-বগাস-দুষ্টু দৈত্য। মুহিত সাহেব তারপরও খুশি হলেন। দিতে তো চেয়েছে যেদিন দেয় দিক, আমার মতো আমি বাজেট প্রনয়ন করেফেলি বাকিটা গিন্নী বুঝবে। আমার কি???????
©somewhere in net ltd.