নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাত্র, দেশের জন্য আপাততো নো বডি।। বডি হওয়ার চেষ্টায় ব্যস্ত বাংলাদেশের একজন সাধারন নাগরিক।।

স্বাধীন কিবোর্ড

আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।

স্বাধীন কিবোর্ড › বিস্তারিত পোস্টঃ

*মুক্তির দূত এবং অকৃতজ্ঞ আমরা*

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯

আমাদের গর্ব, দেশের কৃতি সন্তান। যারা জীবনের মায়া ত্যাগ করে ১৯৭১ সালে অস্ত্র ধরেছিল আমাদের এই প্রিয় জন্মভুমিকে শত্রুমুক্ত করতে। তারা দেশের দুঃসময়ে মুক্তি যুদ্ধে অংশ নিয়ে দেশের মান রেখেছিলো , দেশ স্বাধীন করেছিল। কিন্তু আমরা তাদের সম্পর্কে কতটুকও জানি বা জানার চেষ্টা করেছি? বিপদে কি তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য নয়? তাদের জন্য কি কখনো সৃষ্টিকর্তা কাছে দোয়া করেছি? আমরা নিজেদের দেশপ্রেমিক দাবি করতে পছন্দ করি, কিন্তু যারা এই দেশ এনে দিল তাদের বেমালুম ভুলে বসে আছি। কখনো কি খবর নিয়েছি যারা শহীদ হয়েছে তাদের পরিবার কেমন আছে? এমনকি যারা বেঁচে আছে তাদের প্রাপ্য সন্মানটুকু কি আমরা দিতে পেরেছি? এখনো অনেক মুক্তিযুদ্ধা শেষ জীবনে এসে রিক্সা চালায় দু মুঠো খাবারের জন্য। যুদ্ধাআহত মুক্তিযুদ্ধাদের অভিমানের শেষ নেই। আমাদের নিজ নিজ এলাকার মুক্তিযুদ্ধাদের নাম জিজ্ঞাস করলেও আমরা বলতে পারিনা। কি অকৃতজ্ঞ আমরা? আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। বর্তমান সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বলে কিন্তু মুক্তিযুদ্ধাদের পক্ষে কোন কাজ করতে দেখিনা। শুধু কোঠা দিয়েলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? কেন এখনো মুক্তিযুদ্ধারা লাঞ্ছিত হয়? কেন তাদের মুখে খাবার নেই?

কেন শুনতে হয় অমুক মুক্তিযুদ্ধা বীণা ট্রিটমেন্ট-এ মারা গেছে? এই জাতি যেদিন মুক্তিযুদ্ধাদের তাদের প্রাপ্য সন্মান দিতে পারবে সেদিনই হবে দেশের উন্নয়নের শুভ সুচনা। তার আগে নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.