নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাত্র, দেশের জন্য আপাততো নো বডি।। বডি হওয়ার চেষ্টায় ব্যস্ত বাংলাদেশের একজন সাধারন নাগরিক।।

স্বাধীন কিবোর্ড

আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।

স্বাধীন কিবোর্ড › বিস্তারিত পোস্টঃ

"আবাল দর্শকের ভুমিকায় আমরা "

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

মাঝে মাঝে মনে হয় আমরা সবাই আবাল দর্শকের ভুমিকায় আছি।

বুজলামনা, এটা কেমন রায়?

সরকার কি মানুষের অনুভুতি নিয়ে খেলছে?

জ্ঞান হওয়ার পর থেকে যে রাজাকারের নাম শুনে আসছি, সেই গোলাম আযমের

হোল ৯০ বছরের কারাদণ্ড। এতো দিন শুনে এসেছি সে নাকি সবচে বড় রাজাকার।

তবে তার কেন এই অদ্ভুত সাজা হোল?

সাইদির যদি মৃত্যু দণ্ড হতে পারে তবে গোলাম আযমের নয় কেন?

তবে কি ধরে নেব সাইদি গোলাম আযমের চে বড় অপরাধী।

অথবা জামাতের সাথে আওয়ামীলীগের সমঝোতার সত্যতা ১০০%।

সরকার কি চায়? তারা কি সত্যই যুদ্ধ অপরাধীর বিচার চায়?

নাকি মানুষের অনুভুতি কাজে লাগিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়।

সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এবং নেতারা বার বার তাদের বক্তব্যর মাধমে

ট্রাইব্যুনালকে বিতর্কিত করেছে। এখন পাগল ছারা কেউ বিশ্বাস করেনা যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ।

স্বাধীনতার এতো বছর পরে এসেও যদি যুদ্ধ অপরাধীদের বিচার করে জাতীকে কলঙ্ক মুক্ত না করা যায় তবে আর কখনোই যাবেনা। সরকার এই ইস্যু তে সম্পূর্ণ পরাজিত। সরকারের ভরাডুবি আসন্ন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.