![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।
ভালবাসা মানে একজন অন্য জনকে ভাল রাখা,
মানুষ ভালবাসে নিজের প্রয়োজনে, নিজে ভাল থাকার আশা নিয়ে।
যখন কেউ কারো দ্বারা ভাল থাকতে পারে না, তখনই তার মাঝে ভালবাসার অনুপস্থিতি দেখা দেয়।
অন্ধ ভালবাসা আসলে কোন ভালবাসা নয়, নিঃস্বার্থ ভালবাসা বলে কিছু নেই।
১০০% বিশ্বাস না থাকাই ভাল... তবে বিশ্বাস অবশ্যই রাখবেন... ( প্রয়োজন মত )
শুনতে খারাপ লাগলেও উপরের কথা গুলো ১০০% সত্য ............
মনে রাখবেন,
ভালবাসা মানে এক জনের লাইফে অন্য জনের সম্পূর্ণ ভাবে প্রবেশ নয়।
যখনি আপনি এটা করতে যাবেন তখন থেকেই সমস্যার শুরু হবে, যার পরিনতি ব্রেকাপ ......
আপনার নিজের একটি জগত আছে, আপনি চান সেই জগতটির প্রতিটি সিদ্ধান্ত আপনি নিজে নিবেন,
তেমন আপনার ভালবাসার মানুষটিরও একটি জগত আছে, সেও চায় তার এই জগত টিতে কেউ যেন হস্তক্ষেপ না করে।
যদি সত্যি কাউকে ভালবেসে থাকেন, যদি চান আপনার ভালবাসার মানুষটি আপনার জীবনসঙ্গী হোক তবে
তার মত তাকে চলতে দিন ......... তার ভাল লাগার কাজ গুলতে বাঁধা হয়ে দাঁড়াবেন না,
মনে রাখবেন, অভিযোগ, খোঁচা, গালি, ভয়, ঝগড়া কখনো পজেটিভ আউটপুট দেয়না, দিলেও সেটা অস্থায়ী, দুই দিন পর দেখবেন সেই একই অবস্থা, মাঝখান থেকে আপনার সম্পর্কে তার নেগেটিভ ধারনা হতে বাধ্য এবং লুকোচুরি ও গোপন করা এখান থেকেই শুরু, যার পরিনতি সমস্যা আর অশান্তি।
মনে রাখবেন সম্পর্কের ধর্মই হচ্ছে "গিভ অ্যান্ড টেক" ( সকল সম্পর্কের ক্ষেত্রে, একসেপ্ট "মা")
শুধু ভালবাসি ভালবাসি বলে ঘেন ঘেন করলেই সেটা ভালবাসা না, ভালবাসার ক্ষেত্রে মুখের কথারচে কম্প্রমাইজ ও কাজে প্রকাশ করাটাই বেশী জরুরী ......
বিশ্বাস রাখুন, ভুল বুঝাবুঝি হলে মনের মধ্যে চেপে নারেখে খোলা-খুলি কথা বলুন।
আর এক্সপেকটেসন থাকা উচিৎ অবশ্যই অনেক কম, যতটা আপনি আপনার ভালবাসার মানুষটিকে দিচ্ছেন তার থেকে। তবে মনে রাখবেন অবশ্যই নিজের ব্যক্তিত্ত বিসর্জন দিবেন না, নিজের চাওয়া-পাওয়াটাও তুলে ধরুন, কি ধরনের সাপোর্ট আপনি আশা করেন, সেটা জানান।
আর যদি দেখেন তার ক্যারেক্টারের সাথে কোন ভাবেই মানিয়ে নিতে পারছেন না, তবে কেটে পরাই শরীর-মন-অর্থ-সময়-ফিউচার সব কিছুর জন্যই ভাল, MIND IT & GO AHADE ...........
( নিজ উপলব্ধি ও এক বিদিক ছোট ভাইয়ের ঘিলু থেকে নেয়া, আশা করি নুতুন প্রেমিকদের উপকারে লাগবে ... আর যে সব প্রেমিক "প্রেম বলে কিছু নাই, প্রেমিকার বিয়ে খাই" নীতিতে বিশ্বাসী, তারা এই লেখাটি হতে দূরে থাকেন। আর সবচে ভাল পন্থা হল এসব রিলেশনে না যাওয়া, তাতে আপনি সবচে ভাল থাকবেন, বাট, সেটাতো বলাই বাহুল্য, তাই লিখলাম, যদি কারো কাজে লাগে )
১৫ ই জুন, ২০১৪ রাত ৩:২০
স্বাধীন কিবোর্ড বলেছেন: ঠিক বলেছেন, আপনার মত মানুষের কাছে হাউ কাউ মনে হওয়া টাই স্বাভাবিক।
২| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:৩৩
আহসানের ব্লগ বলেছেন: :p
৩| ২৭ শে জুন, ২০১৪ রাত ৩:০২
স্বাধীন কিবোর্ড বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ১২:২১
পংবাড়ী বলেছেন: হাউকাউ লেখা