নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাত্র, দেশের জন্য আপাততো নো বডি।। বডি হওয়ার চেষ্টায় ব্যস্ত বাংলাদেশের একজন সাধারন নাগরিক।।

স্বাধীন কিবোর্ড

আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।

স্বাধীন কিবোর্ড › বিস্তারিত পোস্টঃ

আমরা কিন্তু সাঁচ্চা মুসলিম !!!! ( "ভণ্ড বাবা কুতুববাগী" )

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০

"ভণ্ড বাবা কুতুববাগী"

তার স্ত্রী নাকি "মা ফাতেমা" নাউজুবিল্লা,

পরকালে তার রূপেই নাকি মহান আল্লাহতালা কে দেখতে পাওয়া যাবে, নাউজুবিল্লাহ,

কতো বড় শয়তান এই ভণ্ডটা। নাস্তিকদের চেও ভয়ঙ্কর এই ফাজিল মুনাফিকটা। বছরের এই সময়টাতে ঐ শয়তানটার জালছা নামক শয়তানী শুরু হয় রাজধানীর প্রাণ কেন্দ্র ফ্রামগেটে। বিশাল আয়োজন, ডজন তিন গরু-খাসী ২-৩ টা উট জবাই করে খাওয়ানো হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সহজ সরল গোমরাহ মানুষ যোগদেয় এই তিনদিন ব্যাপী ইসলামের নামে ভণ্ডামিতে, সারা দিন উচ্চস্বরে মাইক বাজিয়ে সাধারন মানুষের বারোটা বাজাবে। কি অদ্ভুত!! দেখার যেন কেউ নেই!!! সবাই চুপ, দেখেও যেন কেউ দেখছেনা।
এবার আসি আমার মনের কথায় ......। যে দেশে থাবা বাবা জাতীয় বীর হয়, সে দেশের সরকার কে আমার কিছু বলার নেই। বাঁট বলতে চাই সেই সব ইসলাম প্রেমী পরিচয় ধারীদের, যারা নাকি ইসলামের মান রাখতে জীবন দিতে পারে। লোল !!!

আমি খুঁজছি

কোথায় আজ "হেফাজত ইসলাম বাংলাদেশ"?? যারা জীবন দিয়ে নাকি ইসলামের সন্মান রক্ষা করবে। কোথায় আজ "বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির"?? যাদের শহীদের পাল্লা নাকি অনেক ভারী" কোথায় ইসলামী "শাসনতন্ত্র আন্দলন" খেলাফত "মজলিশ" ?? কোথায়?? কোথায় এ দেশের লাখ লাখ ইসলাম প্রেমী সাধারন মানুষ। দেখে যান, আল্লাহ, আল্লাহর রাসুল, মা ফাতেমা কে কিভাবে অপমানিত করা হচ্ছে?? তবলীগ জামাতকে আর কি বলবো?? ওনারা নাকি বিশাল শান্তি প্রিয় মুসলিম !!?? ২-১ জনের আজেবাজে কথায় নাকি কিচ্ছু আসে যায়না!! ধিক্কার নামধারী ইসলাম প্রেমীদের। এই সব দেখে প্রতিদিন সকাল বিকাল মেজাজটা খারাপ হয়, বাঁট কিচ্ছু নাকি বলা যাবেনা। ঐ ভণ্ডটার ক্ষমতার শিকড় নাকি অনেক গভীরে। কি অদ্ভুত ব্যাপার?? পাঁশেই সংসদ ভবন- প্রধানমন্ত্রীর বাসভবন- হোম মিনিস্টারের বাড়ি, অথচ কি নির্বিঘ্নে ঐ শয়তান ভণ্ডবাগী তার ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্বীকার করতে কষ্ট হয়, আমরা ৯৮% মুসলমানের দেশ। কোন একটা ধর্ম ভিত্তিক দল/ সাধারন মানুষদেরকে অনুরোধ করছি, প্রতিবাদ করুন, কথা দিচ্ছি অন্য কাউকে সাথে আনতে পারবো কিনা জানিনা, অন্তত ব্যক্তিগত ভাবে আমাকে সাথে পাবেন। ধ্বংস হোক ভণ্ড "কুতুববাগী"!!

::::::::::::স্বাধীন কিবোর্ড ::::::::::::

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: কিছু কমু না। ওদের দেইখা সরকারও ডরায়। নইলে ওরা সাহস পায় কি করে --- ?

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

স্বাধীন কিবোর্ড বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন ভাই, এদের পাওয়ার হাউজ ঠিক কোন যায়গা?? বুঝতে পারিনা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: পাঁশেই সংসদ ভবন- প্রধানমন্ত্রীর বাসভবন- হোম মিনিস্টারের বাড়ি, এই বাবাদের কাছে আছে বলেইতো সে তার সাহসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

স্বাধীন কিবোর্ড বলেছেন: সেটাই ভাই, আরও অবাক লাগে, যখন দেখি যারা নাস্তিক নাস্তিক করে অজ্ঞান, রাসুলের (সা) মান রাখতে পারলে জীবন দিয়ে দেয় , তাদের এ ব্যাপারে বললে ২-১ টা গালি দেয় , তার পর দায়িত্ব শেষ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

নতুন বলেছেন: আপনি কি দেওয়ানবাগী না কুতুববাগী সম্পকে বলতেছেন?

সবই ভন্ড... রং নম্বার...

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

স্বাধীন কিবোর্ড বলেছেন: রং নাম্বার !! ভাল বলছেন !! একটা PK দরকার আমাদের !! কুতুববাগী ফাজিল

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: জনাব লেখক, পিকে মুভিটা দেখলেই কি শেষ।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

স্বাধীন কিবোর্ড বলেছেন: "জনাব লেখক, পিকে মুভিটা দেখলেই কি শেষ।" ভাই, এই লাইনটা দিয়ে ঠিক কি বোঝাতে চাইলেন, বুঝলামনা !!

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

নতুন বলেছেন: মানুষকে যৌক্তিক ভাবে চিন্তা করানো শুরু করা খুব সহজ কাজ না....

যারা এই সব ভন্ডের কথা বিশ্বাস করে... তারা বিশ্বাস করে বেশি..যুক্তি দিয়ে চিন্তা করে না...

এমন মানুষের সংখাই সমাজে বেশি...

০২ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৩

স্বাধীন কিবোর্ড বলেছেন: ভাই, আপনার কথা একদম ঠিক, বাট, আমার মাথা ব্যাথা কারো বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে না, যার যার বিশ্বাস তার তার কাছে থাকুক। দোয়া করি সৃষ্টিকর্তা তাদের হেদায়েত করুক। আমার আপত্তি হল কেন আল্লাহ ও তার রাসুলকে নিয়ে সে উল্টা-পাল্টা মন্তব্য করবে, এবং সে ফ্রামগেটের মতো ব্যস্ত একটা এলাকায় বিশাল প্যান্ডেল টানিয়ে মাইক বাজিয়ে বলা হবে, আর এর প্রতিবাদ করার কেউ থাকবেনা, কেন?? যারা এসব কথা শুনতে চায়না, মাইকের মাধ্যমে তাদেরও শুনতে বাধ্য করা হচ্ছে।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

দর্পণ বলেছেন: সমাজে সব ধরণের মানুষের জন্য আলাদা আলাদা প্লাটফর্ম থাকা উচিৎ। যারা দেওয়ানবাগী তারা অসুস্থ্য তাারা সেই মেন্টাল ক্লিনিকেই থাকুক সেখানেই বাচুক সেখানেই মরুক, ওরা সাধারণের মাঝে আসলে বা ঢুকলে সাধারণের সমস্যা হবে। যারা দেওয়ানবাগীতে বিশ্বাসী তারা চরম ভাবে বিকৃত এরা কখনো কোন কিছুতেই বদলাবেনা।সুতরাং এই অসুস্থ্যদের অসুস্থ্য দেওয়ানবাগিই সামলাক,আমরা এই রোগ থেকে বেচে থাকি এটাই কামনা।

০২ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৫

স্বাধীন কিবোর্ড বলেছেন: ভাই সেতো তার গণ্ডির পরিধি ক্রমেই বাড়াচ্ছে, ছিল নারাণগঞ্জের চিপার ভিতর, সেখানে থাকলে তো কোন সমস্যা ছিলনা, এখন তার অবস্থান ঢাকার মিডিলে। সে ফ্রামগেটের মতো ব্যস্ত একটা এলাকায় বিশাল প্যান্ডেল টানিয়ে মাইক বাজিয়ে যা ইচ্ছা বলছে, আর এর প্রতিবাদ করার কেউ থাকবেনা, কেন?? যারা এসব কথা শুনতে চায়না, মাইকের মাধ্যমে তাদেরও শুনতে বাধ্য করা হচ্ছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছেনা। সে বহু মানুষকে সর্বশান্ত করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা এর প্রতীবাদ করবেনা, তাদের ব্লগার রাজিব এবং নাস্তিকদের আল্লাহ ও তার রাসুল নিয়ে উল্টা-পাল্টা মন্তব্য করলেও যেন চুপ থাকে, কারন যারা জেনেও এর প্রতীবাদ করবেনা, তারা প্রতীবাদ করার নৈতিক অধিকার হারাবে। আসলে নিজের বা দলের স্বার্থেই এরা বিভিন্ন ইস্যু সামনে আনে, প্রকিত পক্ষে এরাও ভণ্ড, https://www.youtube.com/watch?v=DzYRKYOzSyY

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

শোভন মোস্তাফিজ বলেছেন: ার্মগেটের পার্ক নষ্ট করে ফেলছে

১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩১

স্বাধীন কিবোর্ড বলেছেন: ইয়াহ ইয়াহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.