নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাত্র, দেশের জন্য আপাততো নো বডি।। বডি হওয়ার চেষ্টায় ব্যস্ত বাংলাদেশের একজন সাধারন নাগরিক।।

স্বাধীন কিবোর্ড

আমিই বাংলাদেশ..আমরাই বাংলাদেশ.।যদি আমরা রাখি ভাল, তবেই থাকবে ভাল বাংলাদেশ .।

স্বাধীন কিবোর্ড › বিস্তারিত পোস্টঃ

"দুঃখ"

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

নিজের দু:খের পরিমাণ যদি নির্ণয় করতে চাও, তবে শোন..... আমি বলছি......
এই দু:খের সাগরে তোমার দু:খের পরিমাণ অতি ক্ষুদ্র, গভিরভাবে ভেবে দেখো..................!!
দু:খের হিসাব করতে যেওনা,
বাস্তবতার কাছে - পালনকর্তার কাছে ফেঁসে যাবে,
এমন মানুষও এই ধরণীতে আছে যার দু:খের একমাত্র কারন তার পেট, খুদার কাছে সব দু:খই তুচ্ছ, তার কাছে অন্য দু:খ নিয়ে ভাবা বিলাসিতার নামান্তর।
তাই নিজের দিকে তাকাও,
সুখের হিসাব হিসাব কর, যদি ভালথাকতে চাও, নিজের প্রাপ্তির দিকে তাকাও, সুখি হয়ে দু:খির অভিনয় করা নিজেকে নিজে ধোকা দেয়ার শামিল, অপ্রাপ্তি নিয়ে বসে থেকে লাভ নেই, তোমার ব্যাসিক অবস্থা তোমারি কর্মের সমষ্টি, কাউকে দোষ দিয়ে লাভনেই, সুজুক না দিলে কেউ ক্ষতি করতে পারেনা, খাবার আর থাকার জায়গা থাকলে নিশ্চিন্তে নিজেকে সুখি ভাবাযায়, সঠিক কাজ আর পর্যাপ্ত কনফিডেন্সের সমন্বয় ঘটাতে পারলে কাংখিত যে কোন কিছু অর্জন করে নেয়া সম্ভব যদি মনের গভির থেকে চাওয়া হয়, কিভাবে অর্জন করতে হয়, সময়ের সাথে সাথে যেনে যাবে নিশ্চিত...
Impossible is Nothing :-B
বুক ভরে শ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ বল,
তুমি এখনো বেচে আছো-ভাল আছো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

নিলিমার নীল বলেছেন: সুন্দর

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

স্বাধীন কিবোর্ড বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

স্বাধীন কিবোর্ড বলেছেন: ধন্যবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.