![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং ফেবুতে কিছু কিছু পেজ এডমিনের কার্যকলাপ দেখে রীতিমত অবাক হয়ে যাই। পেজ এর এক্টিভিটি বৃদ্ধি করার লক্ষ্যে তারা রীতিমত নিজেদের বিবেক কেও কোরবান করে দিয়েছে। তারা এই হীন স্বার্থে একটা ইসলামিক ছবি, কোরআন এর আয়াত, হাদীস, নবীজির ব্যবহৃত জিনিস ইত্যাদি পোস্ট দিয়ে ক্যাপশন দেয়- মুসলমান হলে/নবীকে ভালবাসলে/এই কথার সাথে একমত থাকলে লাইক দিন/কমেন্ট করুন/শেয়ার করুন। এর মানে যে তার পোস্ট শেয়ার করবে না, সে মুসলিম নয়? তার নবীর প্রতি বিশ্বাস নেই? আরো অবাক হই যখন ১৮+ পেজ গুলিও এই রকম ক্যাপশন দিয়ে পোস্ট করে। মাঝে মাঝে আমরা নিজেরাও দ্বিধা দ্বন্দের মধ্যে পরে যাই- এই পোস্টে লাইক/শেয়ার/কমেন্ট না দিলে গুনাহ/পাপ হবে নাতো? এমন পোস্ট থেকে সবাইকে ফিরে আসার জন্যে অনুরোধ করছি।
©somewhere in net ltd.