![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে ফেবুর একটি পেজ এ দেখলাম খুব ভাল মানের একটা পোস্ট দিছে এই রকম (হুবহু নকল) -
'বিবিধ কু- সংস্কার:
১. সম্মানিত মানুষ দেখে দাঁড়ানো।
২. গুরুজনদের ও গুণীদের পা ছুঁয়ে সালাম করা। ( কদম্বুসি)
৩. কারো কথা স্মরণের সাথে সাথে সে উপস্থিত হলে তার দীর্ঘ হায়াত আছে বলা।
৪. কিছু দ্বারা বাধা পেলে কুফা বলা।
৫. মৃত ব্যক্তি'র জন্য দাড়িয়ে নীরবতা পালন করা।
৬. ডিঙ্গিয়ে গেলে আর বড় হবে না মনে করা।
৭. বছরের প্রথম দিন, সকাল বেলা দোকান খুলেই, সন্ধ্যা বেলা ক্রেতাকে বাকী না দেয়া।
এই গুলা কু-সংস্কার। এই গুলো পরিত্যাগ করুন যদি আপনি মুসলিম হন। ইসলাম কোন কু-সংস্কারের ধর্ম নয়। ইসলাম একটি জ্ঞানের ধর্ম। ইসলাম একটি আধুনিক মান-সম্মত ধর্ম।'
সবকিছুই ভাল লাগল, কিন্তু শেষের কয়েকটা কথা বলে লিখক ব্যাপারটিকে অতিরঞ্জিত করে ফেলেছেন বলে আমার মনে হয়। লেখক যেভাবে বললেন তার মানে এমন দাডায় যে- এই ব্যাপারগুলি মানলে সে মুসলিম না। গুনিজন দেখলে আমরা সবাই উঠে দাডাই, তাই বলে কি আমরা অমুসলিম হয়ে যাব? আমার মনে হয় লেখক যেই কথাটা সবচেয়ে ভুল বলেছেন তা হচ্ছে - 'যদি আপনি মুসলিম হন'
©somewhere in net ltd.