![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপিএলে ফিক্সিং নিয়ে অনেকে অনেক কথাই বলছে। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে আশরাফুল এটা স্বীকার করেছে যে, ফ্র্যাঞ্চাইজির ইচ্ছাতেই তিনি ম্যাচ ফিক্সিং এ জডিত হন। কিন্তু দেশের কিছু আবাল শ্রেনীর আশরাফুল ভক্ত হুদাই লাফাইতেছে আশরাফুলকে ফেরেস্তা প্রমানের জন্য। আবার এইটাও বলছেন যে, এমন ঘটনা ঘটে থাকলেও সেটা নাকি সরযন্ত্রের স্বীকার হয়েই করেছেন। ভাইয়া... হত্যা কার নির্দেশে হয়েছে সেইটা অনেক পরের কথা, আগে দেখতে হবে কার হাতে হত্যা হয়েছে। আশরাফুল যদি ফ্র্যাঞ্চাইজির নির্দেশেও এইটা করে থাকেন আমার দৃষ্টিতে সেই সবচেয়ে বড অপরাধী। কারন ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যই হচ্ছে ব্যাবসা, ক্রিকেট তাদের কাছে পণ্য। কিন্তু আশরাফুলের কাছে ক্রিকেট তার পেশা, পরিচয়, সম্মান। এই আশরাফুল কে আমরা চিনতামও না যদি ক্রিকেট তাকে আমাদের মাঝে ক্রিকেটার আশরাফুল হিসেবে জন্ম না দিত। তাহলে, এই জন্ম দাতা মাকে টাকার বিনিময়ে বিকিয়ে দেয়া কতটা ঘৃন্য কাজ? পাকিস্থান, ভারতে কি হচ্ছে না হচ্ছে সেইটা ভাবা আমাদের কাজ না। তাদের কাচ্ছে বেইমানি নিত্য নৈমিত্তিক ব্যাপার, ফিক্সিং তাদের খেলারই একটা অংশ। কিন্তু আমাদের দেশে বেইমানের কোন স্থান নেই। বাংলাদেশ ক্রিকেটে যতই খারাপ খেলুক- নৈতিকতার প্রশ্নে আমরা সবার থেকে এগিয়ে। একজন প্লেয়ার যদি পাঁচ ম্যাচে শূন্য রান এ আউট হয় অথবা এক ওভারে চল্লিশ রান দেয় তারপরও তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। কেননা সে নিজেকে বিক্রি করে দেয়নি। 'ম্যাচ হার' খেলারই একটা অংশ। কিন্তু ইচ্ছে করে ম্যাচ হেরে যাওয়া দেশের সাথে বেইমানির সামিল। তাই শুধু শুধু আশরাফুলের পক্ষে চোখ বন্ধ করে সাফাই না গেয়ে সবাই সুষ্ঠ তদন্ত দাবী করুন অপরাধী যেই হোক তার সঠিক বিচার চাই। বাংলাদেশ ক্রিকেটে কোন বেইমানের ঠাই নাই। আমারা চাইনা বাংলাদেশের ক্রিকেটে পাকিস্থানের বাতাস লাগুক।
©somewhere in net ltd.