নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

মুজিব - জিয়া

৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:২০

নিজের বিবেক থেকে কিছু কথা লিখতে খুব ইচ্ছে হচ্ছে- হয়তো অনেক মানুষের কাছেই কথাগুলি খারাপ লাগতেই পারে। তারপরও বলতে বাধ্য হচ্ছি। সরকার কয়েকদিন ধরে মেজর জিয়াউর রহমানকে খুনি হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে অনেক প্রমান নিয়ে উঠে পরে লেগেছেন। ব্যাপারটা আমার দৃষ্টিতে ভাল লাগছে না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তারপরও আর কিছু বিশ্বাস করি আর নাই করি এইটা অবশ্যই বিশ্বাস করি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনস্বীকার্য। জাতি তাকে সম্মান করবেই। আমরা আজ তাকে যতই খুনি হিসেবে প্রমান করি না কেন, আমাদের দেশের তরুন প্রজন্মের ষাট থেকে সত্তর ভাগ মানুষই অন্তর থেকে এটাকে মেনে নিতে পারবেনা। সবাই এটাই মনে করবে এইটাও এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা। একটা সময় সরকার বদল হবে- হয়তো এভাবে কোন একটা ইস্যু নিয়ে তারাও বঙ্গবন্ধুকে নিয়ে তামাশা শুরু করবে যেটা আমার বিবেক মেনে নিতে পারবে না। জিয়াউর রহমান যেহেতু আজ নেই এবং তিনি না থেকেও অনেক মানুষের হৃদয়ে সম্মান নিয়ে বেচে আছেন, তাহলে কেন সেই সম্মানটুকু কেডে নেয়ার এত প্রয়োজন হলো? একটু সময়ের জন্যে ধরেই নিলাম তিনি খুনি, তাহলে কি তাকে শাস্তি দেয়া যাবে? একজন খারাপ মানুষ ও যদি এই পৃথিবীতি সম্মান নিয়ে থাকতে পারেন তাহলে আমাদের ক্ষতি কোথায়? এর প্রতিশোধ হিসেবে যেদিন প্রতিপক্ষ বঙ্গবন্ধুকে কিছু বলবে সেদিন আমি আওয়ামীলিগকেই দায়ী করবো। আমরা মুজিবকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকার করি, স্বাধীনতার ঘোষক হিসেবে মানি, তাই বলে কি জিয়াউর রহমানের কোন অবদানই নেই? নাকি তিনি যুদ্ধই করেন নি? প্লিজ, সবার প্রতি একটাই অনুরোধ এই দুইজন মানুষকে নোংরা রাজনীতিতে টেনে আনবেন না। আজ আপনি জিয়াউর রহমানের শহীদ উপাধি কেডে নিতে চাইলে, তারাও একদিন মুজিবকে নিয়ে টানাটানি করবেই। যেটা হবে বাঙালি জাতির জন্যে সবচেয়ে ঘৃনিত অধ্যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.