![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটি দিকে লক্ষ্য করুন। কিছু বুঝলেন? এডমিন এখানে বলেছেন তিনি এক খ্রিস্টানের সাথে চ্যালেঞ্জ করেছেন তার পোস্টে ১০০০০ লাইক পড়বে, পড়েছেও শেয়ার ও হয়েছে প্রচুর। তিনি রিকোয়েস্ট করেছেন ভোট দিয়ে আল্লাহকে জয় লাভ করাতে। (নাউজুবিল্লাহ) আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হচ্ছে জানিনা, তবে আমি কিছুতেই এর সাথে একমত হতে পারিনা। যদি এক্সিডেন্টলি এই পোষ্টে ১০০০০ লাইক না পড়তো তাহলে কি খোদা যীশুর কাছে হেরে যেত? (নাউজুবিল্লাহ) শুধুমাত্র আমাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এইসব পেজ ফেসবুকে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। যারা সামান্য লাইকের আশায় আল্লাহকে প্রতিযোগীতায় নামিয়ে দিতে পারে তার মধ্যে কতটুকু খোদা ভীতি আছে তা নিয়ে আমার সন্দেহ হয়। প্রতিনিয়ত আমরা এমন পোষ্ট দেখি যেখানে ইসলামিক কিছু কথা লিখা থাকে, নিচে লিখা থাকে মুসলিম হলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা যায় এইসব পেজই দুইদিন পর সানি লিওনের ছবি পোষ্ট দিয়ে শেয়ার দিতে বলে। তাই যে কোন লাইক বা কমেন্ট এর আগে একটু ভেবে দেখবেন এডমিন আসলে কোন উদ্দেশ্য নিয়ে পোষ্টটি করেছেন সেটা।
©somewhere in net ltd.