নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির উন্নত মম শির

বিদ্রোহী বীর

বিদ্রোহী বীর › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট প্রসঙ্গ....

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৮

অনেক বিশাল বিশাল আশরাফুল ভক্তদের দেখছি ব্লগ/ফেসবুক ছেয়ে ফেলছে আশরাফুলের ফটো আর মায়া কান্নার স্ট্যাটাস দিয়ে। কেউ কেউ আবার এমন ও বলছেন যে- আশরাফুল যদি ফিক্সিংয়ে জডিত হয়েও থাকে তবুও তারা তাকেই সমর্থন দিবেন। কারো কারো কাছ থেকে এইটাও শুনা যাচ্ছে যে- বিসিবির উচিত আশরাফুলকে সমর্থন দেয়া। ভাইয়া.... কাকে সমর্থন দিবে? একজন চোরকে? যদি সে সত্যিই এই কাজ করে থাকে তাহলে কোন যুক্তিতে তাকে ক্ষমা করার কথা বলছেন? যদি আজকে আশরাফুলকে পশ্রয় দেয়া হয়, তাহলে আগামীদিন অন্যরা এই অপকর্ম করবে না? আপনি কি তাহলে সেটাই সমর্থন করছেন? প্রথম দুইদিন খুব জোড গলায় বলেছিলেন - আশরাফুল নির্দোষ, সব সরযন্ত্র। আজ কেন সুর পাল্টে অপরাধী হলেও তাকে ক্ষমা করে দেয়ার কথা বলছেন? হ্যা সে একজন ভাল প্লেয়ার ছিল, বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অনেক বেশী, তাই বলে কি তাকে ক্ষমা করে দিতে হবে? ধরি, আপনি আপনার বৌ কে অনেক ভালবাসেন। কোন এক পরিস্থিতিতে আপনি তাকে খুন করে ফেললেন, তাই বলে কি আপনার কোন বিচার হবে না? নাকি আদালতের উচিত হবে আপনাকে এই বিবেচনায় মাফ করে দেয়া - যে আপনি আপনার বৌ কে এক সময় অনেক ভালবাসতেন? একজন অপরাধীকে ক্ষমা পাইয়ে দিয়ে, বাংলাদেশের ক্রিকেট কে ধ্বংস করে দিবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.