![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রথম আশরাফুলের জন্যে মায়া হচ্ছে। সে অকপটে সবকিছুই স্বীকার করে নিয়েছে। শাস্তিও মেনে নেয়ার জন্যে প্রস্তুত। অপরাধী কি শুধু মাত্র আশরাফুলই, আর কেউ জডিত নেই? সে অন্যায় স্বীকার করেছে এটাই সবচেয়ে বড বিষয়। সে অপরাধ করেছে, তার জন্য তার শাস্তি পাওয়া উচিত। আবার তার ভবিষ্যত ক্যারিয়ারের বিনিময়ে জাতি বাংলাদেশ ক্রিকেটের আরো কিছু লুকিয়ে থাকা কুলাঙ্গার কে চিনতে পারবে, যা দেশের ক্রিকেটের জন্যে অত্যন্ত গুরুত্বপুর্ণ। আশরাফুলকে ধন্যবাদ অপরাধ স্বীকার করে নেয়ার জন্যে। আর যারা এখনো নিজেদের পক্ষে সাফাই গাইছে তারাই সবচেয়ে বড অপরাধী। সবচেয়ে বড শাস্তি হওয়া উচিত তাদের।
©somewhere in net ltd.