![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বাবা দিবস। এই দিবসটি এক এক দেশে এক এক নিয়মে পালিত হয়ে আসছে। কোন নির্দিষ্ট তারিখে নয়, তবে সংখ্যা গরিষ্ঠদেশ এটিকে জুন মাসের তৃতীয় রবিবার পালন করে থাকে। বাংলাদেশেও দিবসটি জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয়। আজ বাবা দিবসে সকল বাবাদের প্রতি থাকল আমার বিনম্র শ্রদ্ধা। একজন বাবা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, তা শুধু মাত্র যার বাবা নেই সেই জানে। যেমনটা আমি জানি। আমি এখন উপলব্ধি করতে পারি, আমার বাবা আমার জন্যে কি ছিলেন। আমি আমার জীবনের বিনিময়েও তাকে আর এক পলক দেখার সুযোগ পাব না। অনেকের বাবা এমন বেশী অসুস্থ আছেন যে, পরিবারের অনেকেই তাকে ইতিমধ্যে ঝামেলা মনে করা শুরু করে দিয়েছেন। এমন পরিস্থিতি যে, তিনি চলে গেলেই বেচে যান। তাদের বলব- আপনার বাবার নিশ্বাস টা যতদিন সচল আছে মনে করবেন আপনার মাথার উপর একটি বটগাছ রয়েছে, যেটি আপনাকে আপনার অজান্তেই হাজারো ঝড়- বৃষ্টি থেকে সহায়তা করবে। যেদিন তিনি শেষ নিশ্বাস ফেলবেন, সেই বটগাছটি আর আপনাকে সহায়তা করবে না। আসুন এই বাবা দিবসে আমরা শপথ করি- আর কোন বাবা যেন অবহেলায় না থাকে, আর কোন বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়।
©somewhere in net ltd.